2016 SLST Teacher Recruitment Court case: আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে খোলা চিঠি শিক্ষক সংগঠনের!

2016 SLST Teacher Recruitment Court case: ২০১৬ সালের নিযুক্ত শিক্ষক শিক্ষাকর্মীদের সুপ্রিম কোর্টে আগামীকাল গুরুত্বপূর্ণ সুনানি হতে চলেছে আর এর পরিপ্রেক্ষিতে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে খোলা চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে শিক্ষক ও শিক্ষকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল কি লিখেছেন দেখে নেওয়া যাক।

উৎসশ্রী পোর্টাল মিউচুয়াল ট্রান্সফার শুরুর আগে যে সমস্যাগুলি সমাধান প্রয়োজন

প্রতি :-
বিকাশ রঞ্জন ভট্টাচাৰ্য
মাননীয় অ্যাডভোকেট
কলকাতা হাই কোর্ট ও
সুপ্রিম কোর্ট
সাংসদ, রাজ্যসভা
মহাশয়,
অত্যন্ত বিনীত ভাবে একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। দুর্নীতির বিরুদ্ধে আপনার আপোসহীন সংগ্রাম ভবিষৎ প্রজন্ম মনে রাখবে। কেন্দ্র ও রাজ্য সরকারের লাগাতার আক্রমণের সামনে দাঁড়িয়ে আপনি যে অকুতোভয় চিত্তে ও মানসিক দৃঢ়তা নিয়ে কাজ করে যাচ্ছেন তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।
২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের যে মামলা এখন সুপ্রিম কোর্টে চলছে এবং আগামী ৭ই জানুয়ারি প্রধান বিচার পতির এজলাসে শুনানি আছে তার অন্যতম আইনজীবী আপনি। আপনাদের মত কয়েকজন যোদ্ধার জন্যই এই পাহাড় প্রমান দুর্নীতি সামনে এসেছে এবং দেশবাসী তা জানতে পেরেছ। কিন্তু এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই ২৬০০০র মধ্যে একটা অংশ বাদ দিলে বাকিরা যোগ্যতা ও মেধা দিয়ে চাকরি পেয়েছেন । পুরো প্যানেল বাতিল হলে বহু যোগ্য ও প্রতিভাবান শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারাবেন, যেটা একেবারেই কাম্য নয়।
এই পরিস্থিতিতে আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ আইনের মধ্যে থেকে যদি যোগ্যদের চাকরি রক্ষার্থে কিছু পদক্ষেপ নেওয়া যায় সেই চেষ্টা আন্তরিকভাবে করবেন এই আশা রাখি।

সংগ্রামী অভিনন্দন সহ
স্বপন মণ্ডল
সাধারণ সম্পাদক
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (বি টি ই এ )
২০৮-বি বি গাঙ্গুলী স্ট্রিট
কলকাতা -৭০০০১২
তারিখ :-০৬/০১/২০২৫

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপজয়েন করুন
আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           
WhatsApp channel Join Now
Telegram channel Join Now

Leave a Comment