ITBP Recruitment 2024: ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স (ITBP) এ বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে । আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনে কিভাবে আবেদন করবেন দেখে নিন।
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে লোকাল ব্যাঙ্ক অফিসার পদে নিয়োগ আবেদন করুন
পদের নাম: সাব ইন্সপেক্টর (টেলি কমিউনিকেশন) কনস্টেবল ও হেড কনস্টেবল।
শূন্যপদ: 526 টি।
আবেদন ফি:
ওপরে পদ গুলিতে আবেদনের জন্য অনলাইন ফি পেমেন্ট করতে হবে। অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে।
সাব ইন্সপেক্টর পদের জন্য ২০০ টাকা আবেদন ফি জমা করতে হবে।
কনস্টেবল ও হেড কনস্টেবল নিয়োগের জন্য ১০০ টাকা আবেদন ফি জমা করতে হবে।
SC/ST চাকরি পাত্রদের জন্য কোন আবেদন ফি জমা করতে হবে না।
বয়স সীমা:
সাব ইন্সপেক্টর পদের জন্য বয়স সীমা হতে হবে 20 থেকে 25 বছর।
কনস্টেবল ও হেড কনস্টেবল পদের জন্য বয়স হতে হবে 18 থেকে 25 বছর।
কনস্টেবল পদের জন্য বয়স হতে হবে 18 থেকে 23 বছর।
শূন্য পদের বিবরণ:
পদের নাম (Telecommunication) | শূন্যপদ |
Sub inspector ( male) | 78 |
Sub inspector (female) | 14 |
Head Constable (male) | 325 |
Head Constable (female) | 58 |
Constable (male) | 44 |
Constable (female) | 7 |
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে 15.11.2024 থেকে।
অনলাইন আবেদনের শেষ তারিখ 24.12.2024
গুরুত্বপূর্ণ লিংক:
ITBP Recruitment Notification pdf
Official website: click here
চাকরিপ্রার্থীর কাছে অনুরোধ আপনারা ITBP এর ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নিশ্চিত হয়ে তবে আবেদন করবেন।