আপার প্রাইমারি স্কুল ভ্যাকান্সি লিস্ট (upper primary Vacancy List) প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন, দেখে নিন!

দীর্ঘ প্রতীক্ষার পর আপার প্রাইমারি নিয়োগ (upper primary Vacancy List) নিয়ে স্কুল ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (wbcssc) কিভাবে স্কুল লিস্ট দেখবেন ও স্কুল চয়েজ কিভাবে করবেন? চলুন দেখে নেওয়া যাক;

দীর্ঘ আট বছর পর আপার প্রাইমারি নিয়োগের জট খুলেছে কলকাতা হাইকোর্টের রায়ের মাধ্যমে। এবার চাকরিপ্রার্থীদের ভাগ্য খুললো। স্কুল চয়েস নিয়ে আজ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি নিয়োগের সমস্ত ভ্যাকান্সি স্কুল লিস্ট প্রকাশ করেছে। এই স্কুল লিস্ট অনুযায়ী কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে। কবে কোন বিষয়ে কাউন্সিলিং হবে, তা কমিশন 27.09.24 তারিখে একটি নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছে wbcssc । আপার প্রাইমারি কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে 03.10.24 থেকে এবং চলবে 29.10 24 পর্যন্ত।

আপার প্রাইমারি নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করল স্কুল সার্ভিস কমিশন

যে সমস্ত চাকরিপ্রার্থীরা বিভিন্ন বিষয়ে এম্পানেলড হয়েছেন । সেই সমস্ত চাকরিপ্রার্থীরা কাউন্সিলিংয়ের জন্য উপস্থিত হবেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে অর্থাৎ আচার্য সদনে। কিন্তু তার আগে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে। কাউন্সিলিং এর দিন ওই ইন্টিমেশন লেটার অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে।

ইন্টিমেশন লেটার কিভাবে ডাউনলোড করবেন?

আপার প্রাইমারি নিয়োগে কাউন্সিলিংয়ের জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে। ইন্টিমেশন লেটার ডাউনলোড করার জন্য আপনারা চলে আসবেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নিজস্ব ওয়েবসাইটে ওয়েবসাইটটি হলো; www.westbengalssc.com. এই ওয়েবসাইটে এসে দেখবেন একদম দ্বিতীয় লিঙ্কে ইন্টিমেশন লেটার ডাউনলোড করার অপশন দেওয়া হয়েছে। এখানে ক্লিক টু ডাউনলোড ইন্টিমেশন লেটার এ ক্লিক করবেন। এরপর একটি নতুন উইন্ডো খুলবে সেই উইন্ডোতে প্রয়োজনীয় তথ্য সাবমিট করতে হবে। যেমন

রোল নম্বর ও জন্মতারিখ। সেইসঙ্গে নিচের দিকে দেখবেন প্লিজ এড বলে একটি অপশন রয়েছে। এখানে কিছু অংক যোগ বিয়োগ করতে দেওয়া হয়েছে । সেটি করার পর। আপনি লিঙ্গে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার ইন্টিমেশন লেটার ডাউনলোড হয়ে গেছে।

স্কুলের ভেকেন্সি জানার জন্য কি করবেন?

আপার প্রাইমারি নিয়োগের কাউন্সিলিংয়ের জন্য যে ভ্যাকান্সি লিস্ট প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। সেখানে এসে দেখবেন একদম প্রথম লিংকে ক্লিক to download vacancy নামক একটি উইন্ডো আছে। সেই লিংকে ক্লিক করলেই 1157 পাতার একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার বিষয় অনুযায়ী ভ্যাকান্সি লিস্ট দেখে নিতে পারবেন। ভ্যাকান্সি লিস্টে ভ্যাকান্সি কোড, স্কুলের নাম, স্কুলের ঠিকানা ,কোন জেলা এবং পিন নম্বর দিয়ে দেওয়া হয়েছে।

কাউন্সেলিং এর জন্য ভ্যাকান্সি লিস্ট কিভাবে চয়েস করবেন?

ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে ভ্যাকান্সি লিস্ট ডাউনলোড করার পরে আপনার সাবজেক্ট অনুযায়ী র‍্যাঙ্ক অনুযায়ী স্কুলের ভেকেন্সি লিস্টগুলি পরপর সাজিয়ে রাখবেন। ধরুন আপনার ‍র‍্যাঙ্ক হয়েছে কোন সাবজেক্টে পাঁচ । এক্ষেত্রে আপনি প্রথম চয়েস দ্বিতীয় চয়েস এইভাবে পাঁচটি বা তার বেশি স্কুল চয়েজ করে রাখবেন। এটি আপনার নোট প্যাডে লিখে রাখবেন। অবশ্যই vacancy code লিখবেন এবং পাশে স্কুলের নাম লিখে রাখবেন এরপর যখন আপনাকে ডাকা হবে কাউন্সিলিংয়ের জন্য স্কুল চয়েস করতে তখন ‌র‍্যাঙ্ক অনুযায়ী পরপর ডাকা হবে। প্রথম জন যখন স্কুল চয়েস করবে যদি আপনার নোটপ্যাডের মধ্যে সেই স্কুল চয়েজ করা থাকে তবে সেই স্কুলটি কেটে দেবেন । এরপর দ্বিতীয় জন যখন আসবেন একই প্রসেসে কাজ করে যাবেন। দেখবেন আপনার চয়েস করা চারটি স্কুল চলে গেলেও একটি স্কুল অবশ্যই থাকবে আপনার জন্য।

ভ্যাকান্সি লিস্ট ডাউনলোড করার পর আপনারা আপনাদের পছন্দমত স্কুলগুলি চয়েস করে রাখবেন এবং প্রয়োজন হলে খোঁজখবর নিয়ে রাখবেন স্কুলটি আপনার বাড়ি থেকে কতদূর অবস্থিত। বিস্তারিতভাবে জেনে রাখা খুবই ভালো। স্কুলের ভেকেন্সি লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে বেশিরভাগ স্কুলগুলি গ্রামের দিকে রয়েছে। স্বাভাবিকভাবে এখনই গ্রামে স্কুলের ভ্যাকান্সি গুলি অনেক বেশি ,শহরে স্কুলগুলি ভ্যাকান্সি তুলনামূলক অনেক কম। তাই লক্ষ্য রাখুন আপনার বাড়ির পাশাপাশি স্কুলগুলি টার্গেট করে চয়েস করতে।

wbcssc vacancy List download link: check Please

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment