একাদশের সেমিস্টার পরীক্ষা (XI Semester exam 2024) চলছে কিন্তু এই পরীক্ষা নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়ে গিয়েছে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে। আর সেই জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন (WBCHSE)একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করে সবাইকে চিন্তামুক্ত করা হয়েছে।
নতুন সেমিস্টার পদ্ধতির (XI Semester exam 2024) প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই প্রথম সেমিস্টার পরীক্ষায় এমসিকিউ (MCQ) টাইপের প্রশ্ন রাখা হয়েছে। ছাত্র-ছাত্রীদের উত্তর করতে হবে ও এম আর (OMR) সিটে। পরীক্ষা শেষ হলে নম্বর তোলার পালা। সমস্ত নম্বর কাউন্সিলের ওয়েবসাইটে অনলাইনে সাবমিট করতে হবে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে প্রজেক্ট এর নম্বর, প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর , এবং যদি প্রথম সেমিস্টারে কোন ছাত্রছাত্রী ফেল করে তাহলে কিভাবে তারা দ্বিতীয় সেমিস্টারে উঠবে? দ্বিতীয় সেমিস্টারে ফেল করলে কি হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই নোটিফিকেশনে।
ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন (WBCHSE) থেকে ইতিপূর্বে পরীক্ষা সংক্রান্ত একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল যার মেমো নম্বর DS (EXAM)/048/2024 তারিখ 03.05.2024 এ সেমিস্টার পরীক্ষার নম্বর তোলা নিয়ে নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সেই নির্দেশের কিছুটা পরিবর্তন করা হয়েছে। যেখানে বলা হয়েছে সেমিস্টার ওয়ান পরীক্ষার নম্বর আলাদা করে তোলার দরকার নেই বরং সেমিস্টার ওয়ান প্রজেক্ট, প্র্যাকটিক্যাল নম্বর এবং সেমিস্টার টু সেইসঙ্গে সাপ্লিমেন্টারি পরীক্ষার নম্বর একসঙ্গে তুলতে হবে তা 14.04.2025 এরমধ্যে।
এখন প্রশ্ন হল যে সমস্ত ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিষয়ে প্রথম সেমিস্টারে ফেল করবে, সেই সমস্ত ছাত্রছাত্রীরা দ্বিতীয় সেমিস্টারে পৌঁছাতে পারবে? এ নিয়ে কাউন্সিল আগেই জানিয়েছে, কোন ছাত্র-ছাত্রী প্রথম সেমিস্টার পরীক্ষায় অকৃতকার্য হলে সেই ছাত্র বা ছাত্রী দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় বসতে পারবে। তবে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সঙ্গে প্রথম সেমিস্টার পরীক্ষার অকৃতকার্য বিষয়ে পরীক্ষা দিতে হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে পাস করতে হবে। আর যদি দুটো সেমিস্টারে অকৃতকার্য হয় তাহলে সেই ছাত্র ছাত্রী আবার প্রথম সেমিস্টার থেকে পড়াশোনা শুরু করবে।
কোন ছাত্র বা ছাত্রী প্রথম সেমিস্টারে উত্তীর্ণ হলেও দ্বিতীয় সেমিস্টারে ফেল করলে কি হবে?
দ্বিতীয় সেমিস্টারে ফেল করলে ওই ছাত্রছাত্রীকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেইসঙ্গে প্রথম সেমিস্টার ও দ্বিতীয় সেমিস্টার মিলিয়ে তবেই একাদশ শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে তৃতীয় সেমিস্টারে প্রবেশ করবে।
প্রজেক্ট, প্র্যাকটিকাল পরীক্ষা কবে নিতে হবে ও মার্কস জমা দিতে হবে?
প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে যথাক্রমে থিয়োরিতে 40+40 = 80 এবং প্রজেক্ট এর নম্বর 20. তাছাড়া প্র্যাকটিকাল বেসড বিষয়গুলিতে 35+35= 70 থিওরি এবং প্র্যাকটিক্যালি 30 নম্বর। প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল পরীক্ষা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আগে নিয়ে নিতে হবে। কারন কাউন্সিল নির্ধারিত তারিখ 14.04.2025 এর মধ্যে সমস্ত নম্বর আপলোড করতে হবে অনলাইনে।
ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে আরো একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে । যেখানে বলা হয়েছে যে শিক্ষক, ছাত্র-ছাত্রী যারা কাউন্সিলের প্রেসিডেন্ট অথবা সেক্রেটারির সঙ্গে দেখা করতে চান। তারা প্রতিদিন দুপুর দুটো থেকে চারটির মধ্যে কাউন্সিলের নিজস্ব অফিসে এসে দেখা করতে পারবেন।
1 thought on “একাদশের সেমিস্টার পরীক্ষা (XI Semester exam 2024) নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ কাউন্সিলের, চিন্তা দূর ছাত্র-ছাত্রীদের!”