Wild Life Institute of India Vacancy 2025 : বনদপ্তরে মোটা বেতনে কাজের সুযোগ দেখে নিন!

Wild Life Institute of India Vacancy 2025 : বনদপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা আবেদন ফি আবেদন পদ্ধতি বনসসীমা মোট শূন্য পদ নিয়োগ প্রক্রিয়া ও আবেদনের শেষ সীমা সম্পর্কে জেনে নিন। আগ্রহীপ্রথীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন।

পদের নাম :(Wild Life Institute of India)

এখানে যে যে পদে কর্মীদের Wild Life Institute of Indiaনিয়োগ করা হবে সেগুলি হলো –
প্রকল্প বিজ্ঞানী III, জুনিয়র ভেটেরিনারি পরামর্শদাতা , প্রধান প্রকল্প সহযোগী, সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, প্রকল্প সহযোগী আই, প্রকল্প সহযোগী II, মাঠকর্মী , প্রকল্প সহকারী ।

মোট শূন্যপদ :

এখানে মোট শূন্যপদ এর সংখ্যা ৩০ টি।

বয়সসীমা :

এই পদে আবেদনের জন্য আগ্রহীপ্রথীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন :

এই পদে নিযুক্ত কর্মীদের বেতন ১৮,০০০ টাকা থেকে ৭৮,০০০ টাকা ।

প্রধান শিক্ষক নিয়োগের অনলাইন মক টেস্ট দেখে নিন

শিক্ষাগত যোগ্যতা:

প্রত্যেক টি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় —

  • প্রকল্প বিজ্ঞানী III : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে BVSC ও তার সাথে মাস্টার্স/MVSC বা PHD ডিগ্রী অর্জন করতে হবে । এছাড়া আবেদনকারীদের এই কাজের বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে ।
  • জুনিয়র ভেটেরিনারি পরামর্শদাতা: এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BVSC বা MVSC যোগ্যতা অর্জন করতে হবে ।
  • প্রধান প্রকল্প সহযোগী : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাকৃতিক বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করতে হবে । এছাড়া অ্যাকাডেমিক ইনস্টিটিউশন / গবেষণা সংস্থা বা যেকোনও সংস্থায় বৈজ্ঞানীক কার্যক্রমে চার বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই ।
  • প্রকল্প সহযোগী আই : এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাকৃতিক বা কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী/ MVSC স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে। এছাড়াও প্রার্থীকে বাস্টার্ড সংরক্ষণ প্রজননে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
  • প্রকল্প সহযোগী II : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাকৃতিক বা কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করতে হবে । এছাড়াও আবেদনকারীর মধ্যে এই কাজের সম্বন্ধে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে ।
  • মাঠকর্মী : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে।
  • প্রকল্প সহকারী : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি বা ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি ও বছরের ডিপ্লোমা ডিগ্রী অর্জন করতে হবে । এছাড়াও আবেদনকারী কে বাস্টার্ড পালনের অভিজ্ঞতা নিজের মধ্যে রাখতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন এবং নিজে নিজে দায়িত্বে আবেদন করুন। এই বিজ্ঞপ্তি দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে সেটি হল -Wii.gov.in ।

প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ:

এই পদ গুলিতে আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন হয়েছে গুলি হল-

  • জন্ম তারিখের প্রমাণপত্র।
  • আইডি প্রুফ।
  • জাত সংস্থাপত্র।
  • অভিজ্ঞতা সার্টিফিকেট।
  • শিক্ষাগত শংসাপত্র হিসেবে মার্কশিট অথবা সার্টিফিকেট।
  • পাসপোর্ট সাইজের ছবি।

আবেদন পদ্ধতি :

এই পদ গুলিতে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের আবেদন করার জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি থেকে আবেদনের ফর্মটি কে a4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে সেটাকে সঠিকভাবে পূরণ করে যে যে নদীগুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় এবং ঠিকানা অনুযায়ী পাঠিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া:

আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।

আবেদনের শেষ তারিখ :

আবেদন প্রক্রিয়াটি শেষ হবে ২৬/১/২০২৫।

Official Website: View Now

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      
WhatsApp channel Join Now
Telegram channel Join Now

Leave a Comment

Exit mobile version