রাজ্যের সমবায় ব্যাংকে বিভিন্ন পদে কর্মী নিয়োগ| West Bengal co operative Service Commission Recruitment 2025

West Bengal co operative Service Commission Recruitment 2025: পশ্চিমবঙ্গের সমবায় ব্যাংকে বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী পদগুলিতে আবেদন করতে পারবেন। শূন্যপদ পূরণের জন্য শর্ট নোটিফিকেশন জারি হয়েছে ।কিভাবে আবেদন করবেন বিস্তারিত দেখে নিন।

রেল ইন্ডিয়া টেকনিক্যাল এন্ড ইকোনমিক্স সার্ভিসে চাকরির সুযোগ আবেদন করুন

পদের নাম:

ক্ল্যারিকেল ক্যাডার ও অফিসিয়াল ক্যাডার। অফিস অ্যাসিস্ট্যান্ট ,একাউন্টেন্ট, চিপ একাউন্টেন্ট, সিস্টেম এক্সপার্ট, ডেয়ারী টেকনোলজিস্ট, ফিশারি এক্সপার্ট।

শূন্যপদ:

রাজ্যের সময় ব্যাংকে কত শূন্য পদে নিয়োগ করা হবে তা নোটিফিকেশন বের হলে জানিয়ে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:

উপরে উল্লেখিত পদ্ধতিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে,তা জানতে www.webcsc.org ওয়েবসাইটটি নজর রাখতে হবে। নোটিফিকেশন বেরোলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে।

বয়সসীমা:

উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য বয়সসীমা কি হবে তাও জানা যাবে ডিটেইলস নোটিফিকেশন বেরোলে।

আবেদন ফি:

উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য আবেদন ফি কি হবে তাও জানা যাবে বিস্তারিত নোটিফিকেশন বেরোলে।

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেয়া হবে।

গুরুত্বপূর্ণ লিংক:

অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন
আমাদের টেলিগ্রাম গ্রুপজয়েন করুন

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

Leave a Comment

Exit mobile version