wbssc Teacher Recruitment Scams: অযোগ্য শিক্ষকদের তালিকা জমা দিল এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ( wbbse)

wbssc Teacher Recruitment Scams: অবশেষে ২৬০০০ শিক্ষক বাতিল মামলায় স্কুল সার্ভিস কমিশন (wbssc) ও মধ্যশিক্ষা পর্ষদ (wbbse) সুপ্রিম কোর্টে (Supreme Court) অযোগ্য শিক্ষকদের তালিকা জমা দিল। এই তালিকায় কতজন যোগ্য ও কতজন অযোগ্য রয়েছে তা স্পষ্ট করে হলফনামা আকারে জমা দিল এসএসসি। রবিবার এসএসসি সুপ্রিম কোর্টে এই তথ্য জমা দিয়েছে।

এসএসসি ( wbssc) নবম দশম (SLST 2016) একাদশ-দ্বাদশ (SLST 2916) গ্রুপ ডি, গ্রুপ সি সমস্ত স্তরের অযোগ্যদের তালিকা জমা দিয়েছে। জানা যাচ্ছে যে ১২২১ টি পদে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ হয়েছে। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদ (wbbse) ও এম আর (OMR) বিকৃতি নিয়ে কোন তথ্য জানালো না । তাদের বক্তব্য OMR বিকৃতি করে কারো চাকরি হয়নি। এসএসসি জানিয়েছে এই ১২২১টি পদে এসএসসি (wbssc) কোন রেকমেন্ডেশন দেয় নি। আগামী ৬ ই আগস্ট সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার পরবর্তী শুনানি।

নিয়োগ দুর্নীতি মামলায় অতিরিক্ত শূন্য পদ তৈরি করে নিয়োগ দেেয়া হয়েছে। এমন অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের ওই রায় কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয় রাজ্যের পক্ষ থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল মামলায় স্থগিতাদেশ মিলেছে। এরপর এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ অযোগ্যদের তালিকা জমা করেছে রবিবার।

অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে তাদের কাজ হল নিয়োগপত্র দেওয়া। এসএসসির কাছ থেকে তারা যে সমস্ত রেকমেন্ডেশন পেয়েছে তার ভিত্তিতে শিক্ষক নিয়োগে নিয়োগ পত্র দেওয়া হয়েছে। এস এস সির (ssc) রেকমন্ডেশনের বাইরে কোন নিয়োগপত্র দেয়া হয়নি।

অযোগ্যদের যে তালিকা এসএসসি সুপ্রিম কোর্টে জমা দিয়েছে তাদের মধ্যে কোন স্তরে কতজন অযোগ্য শিক্ষক রয়েছে তা দেখে নেওয়া যাক।

CategoryRank Jumped Out of panel but appointed Total
Assistant Teacher (IX- X)74111185
Assistant Teacher (XI-XII)201838
Group C132249381
Group D237371608
wbssc without recommendation list

CBI রিপোর্ট অনুযায়ী OMR বিকৃত করে বা ম্যানুপুলেট করে যারা চাকরি পেয়েছেন, তাদের লিস্ট নিচে দেওয়া হলো

CategoryOMR Mismatch (CBI)Out of OMR mismatch but appointed
Assistant Teacher (IX- X)952808
Assistant Teacher (XI-XII)907772
Group C3481782
Group D28231911

আগামী ৬ আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিকে তাকিয়ে রয়েছে রাজ্যের সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সুপ্রিম কোর্টের চাকরি বাতিল মামলায় কি রায় আসে তার উপর শিক্ষক শিক্ষাকর্মীদের ভাগ্য নির্ধারণ করবে।

এস এস সি প্রদত্ত অযোগ্য শিক্ষকদের লিস্ট দেখুন

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment