WBSSC Headmaster Recruitment 2024| 5000 শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগ!

দীর্ঘ ছয় বছর পর আবার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রধান শিক্ষক শিক্ষিকা (Headmaster & Headmistress Recruitment 2024) নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। এর আগে প্রধান শিক্ষক নিয়োগ (Headmaster Recruitment 2024) হয়েছিল ২০১৭ সালে। এবার প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিধিতে ব্যাপক ও রদবদল এসেছে। বিশেষ করে এই প্রথম সংরক্ষণ ব্যবস্থা চালু হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগে, তাছাড়া OMR Sheet এ পরীক্ষা হবে।

নতুন বিধিতে যা যা পরিবর্তন এসেছে সবকিছু সংশোধন যথাক্রমে ফাইল আকার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলে এই বিধি মন্ত্রিসভায় পাঠানো হবে। আগামী মঙ্গলবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, সেখানে এই প্রধান শিক্ষক নিয়োগের বিধি নিয়ে আলোচনা ও বিল পাস হতে পারে। তার আগে জেনে নেওয়া যাক, কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কি থাকতে হবে, সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, সমস্ত কিছু দেখে নেওয়া যাক।

পশ্চিমবঙ্গের সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির জন্য 5000 শূন্যপদে প্রধান শিক্ষক/ শিক্ষিকা (Headmaster/Headmistress Recruitment 2024) নিয়োগ হতে চলেছে। এই পরীক্ষার জন্য শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস, প্রশ্নপত্রের ধরণ, কোন কোন বিষয় ভালো করে পড়বেন, কিভাবে র‍্যাঙ্ক করবেন, পাশ স্কেলের শিক্ষকরা প্রধান শিক্ষক হলে কি কি সুবিধা, পোস্ট গ্রাজুয়েট স্কেলের শিক্ষকরা প্রধান শিক্ষক হলে কি কি সুবিধা সব বিস্তারিত আলোচনা করবো।

শিক্ষাগত যোগ্যতা: হাই স্কুল ও হাইয়ার সেকেন্ডারি স্কুল

  1. আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছর হতে হবে।
  2. যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
  3. পোস্ট গ্রেজুয়েশনে 50% নম্বর থাকতে হবে।
  4. আবেদনকারী শিক্ষকের অবশ্যই বি এড থাকতে হবে।
  5. দশ বছরের শিক্ষকের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    শিক্ষক নিয়োগ পদ্ধতি:
  6. লিখিত পরীক্ষা ৬০ নম্বর।
  7. একাডেমি কোয়ালিফিকেশন ২৮ নম্বর
  8. শিক্ষকতার অভিজ্ঞতার জন্য ৫ নম্বর।

শিক্ষকতার অভিজ্ঞতা 10 বছর হলে কোন নম্বর নেই। দশ বছরের বেশি হলে তিন নম্বর ।কুড়ি বছরের বেশি হলে পাঁচ নম্বর।

  1. ইন্টারভিউ তে থাকবে ৭ নম্বর।

সিলেবাস:
মোট চারটি পেপারে বিভক্ত থাকবে।

  1. জেনারেল এওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার রিলেটিং স্কুল এডুকেশন। 15 নম্বর। 15 MCQ প্রশ্ন থাকবে।
  2. ইংলিশ: 15 নম্বর। 15 MCQ প্রশ্ন থাকবে।
  3. ম্যাথমেটিক্স: 15 নম্বর। 15 MCQ প্রশ্ন থাকবে।
  4. স্কুল ম্যানেজমেন্ট: 15 নম্বর। 15 MCQ প্রশ্ন থাকবে।

কোনো নেগেটিভ নম্বর থাকবে না।

মোট : 60 নম্বর।

সময়: 1 ঘন্টা।

কোন বিষয়ে কি কি পড়বো?

  1. General Awareness and Current Affairs relating school education: 15 Marks 1) Educational Philosophy of Gandhi, Rabindranath, Jiddu Krishnan , Dewey, Skinner, Piaget, Vygotsky, Robinson, Vidyasagar , Aurobindo, Vivekananda, Macor

2) Radhakrishnan, Mudaliar and Kothari Commission,

3) NPE 1986, NEP 2020, WB SEP 2023.

4) Program of Action, Yashpal Committee – Learning without burden, Inclusive education

5) NCF 2005, RTE ACT 2009,WB RTE RULES, 2012

6) Bloom’s Taxonomy, Cognitive and social constructivism,

7) ICT in classroom

8) Education system in USA

9) Initiative in school education in West Bengal since 2011

10) New curriculum, textbook, CCE , PEACOCK Model in school education in West Bengal

  1. English

English এর জন্য কী পড়বো?

মাধ্যমিক লেভেলের ইংলিশ গ্রামার বইগুলি থেকে এবং প্রতিযোগিতামূলক বইগুলি থেকে এইগুলি পড়ুন –

1) Question and answer from Unseen Passage

2) Gender change, number change, voice change, narration change, verb forms, articles and prepositions, pharasal verbs, error correction, antonym and synonym

3 . Mathematics:

  • অঙ্কের প্রস্তুতি কী ভাবে নেবো ?

অঙ্কের জন্য প্র্যাক্টিস করতে হবে। একেবারে ক্লাস ফাইভ এর বই থেকে শুরু করে ক্লাস নাইন টেনের অঙ্ক বইয়ের এইগুলি প্র্যাক্টিস করুন – মৌলিক ও যৌগিক সংখ্যা, জোড় বিজোড় সংখ্যা, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, বর্গমূল, গ সা গু, ল সা গু, শতকরা, একক, সময় ও কার্য, অনুপাত, সমানুপাত, সরল ও চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি করবার, ত্রিভূজ, চতুর্ভূজ, বৃত্তের ক্ষেত্রফল ও পরিসীমা, চোঙ, শঙ্কু, আয়তঘন, ঘনক, গোলকের তলের ক্ষেত্রফল ও আয়তন, গড় ও মীন, পিথাগোরাসের উপপাদ্য সংক্রান্ত অঙ্ক।

  1. Issues in School Management: স্কুল অ্যাডমিনিস্ট্রেশন ও ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়গুলির প্রস্তুতি কেমন হবে ? প্রথমেই পড়ে ফেলুন পশুপতি ঘোষের মুসকিল আসান নামক প্রশ্নোত্তরের বইটা। এরপর বিভিন্ন অ্যাক্ট, রুলস, জি ও গুলির টেক্সটগুলি পড়ে নিন বি বি কুণ্ডুর হেডমাষ্টার ম্যানুয়াল থেকে। প্রয়োজনে ইন্টারনেট সার্চ করুন। এই সেকশনটা কিন্তু গুরুত্বপূর্ন। ইন্টারিউয়ের জন্যও। এখানে যেগুলি ভালো করে দেখবেন –

1) অ্যাডমিশন – ক্লাস এইট পর্যন্ত ও ক্লাস নাইনের পরবর্তী ক্লাসগুলোর ক্ষেত্রে RTE RULES অনুযায়ী।

2) Health safety and disaster management in school। এই অংশটা বি এড এর বইয়ে পেতে পারেন।

3) শিশুদের ফিজিক্যাল, ইমোশনাল, ও মানসিক নিরাপত্তা । BEd এর বইয়ে পাবেন।

4) RTE অনুযায়ী মেয়েদের শিক্ষার অধিকার সুনিশ্চিতকরণ।

5) CWSN, Weaker section এর বাচ্চাদের অধিকার সুরক্ষিত করা RTE অনুযায়ী।

6) বর্তমানে রাজ্যে চালু পাঠ্যক্রম, পাঠ্যবই, CCE, PEACOCK MODEL, সেগুলির বৈশিষ্ট্য, তাদের প্রয়োগ, প্রয়োজনীয়তা।

7) চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, অ্যাক্টিভ চাইল্ড পলিসি, সহ পাঠক্রমিক কার্যাবলী, স্কুলে সংস্কৃতির ও খেলাধূলার চর্চা।

8) বিদ্যালয়ের ম্যানেজমেন্ট ও ডিসিপ্লিন এর ক্ষেত্রে HOI এর ভূমিকা ।

9) POWERS AND DUTIES OF HM ( মেমো নং 215 SE, ডেট – 8/3/2018 দেখুন)

10) টিচারদের কোড অফ কন্ডাক্ট। মেমো নং 214 SE, ডেট -8/3/2018 দেখুন।

11) এমসির গঠন ( SPONSORED ও AIDED দুটোই) ও কার্যাবলী। একাডেমিক কাউন্সিল ও স্টাফ কাউন্সিল এর ভূমিকা।

12) স্কুল ডেভলপমেন্ট প্ল্যান ও অডিট।

13) CASHBOOK, ডেবিট ক্রেডিট ভাউচার , বিল কীভাবে রাখা হয় ।

14) স্টাফ প্যাটার্ন।

15) স্কুল টাইম টেবিল ও অ্যানুয়াল অ্যাকাডেমিক ক্যালেন্ডার।

16) বিভিন্ন স্কুল রেকর্ডস।

17) স্কুল ও সমাজ।

18) চাকরির রেকমেন্ডেশন, বিভিন্ন ধরনের টিচারদের ক্যাটাগরি, বেতনক্রম, APPROVAL, কনফার্মেশন, এডিশনাল ও রেগুলার পোস্ট, এডিশনাল পোস্ট RETENTION, BREAK SERVICE, CONDONATION OF BREAK SERVICE , পেনশন, পি এফ, এরিয়ার CLAIM, স্কুলের BANK ACCOUNT ও সেগুলির অপারেটর কারা হবেন, ট্রান্সফার এর নিয়মাবলী,LEAVE RULES, LIEN, HRA এর নিয়ম, বিভিন্ন ROPA ( বিশেষ করে ROPA 2019 ), সার্ভিস বুক সম্পর্কে ধারণা, মেমো নং প্রদান পদ্ধতি।

19) ACTS – WBBSE অ্যাক্ট 1963, WBCHSE অ্যাক্ট, 1975, RTE অ্যাক্ট 2009, WB RTE RULES, 2012, WB EXPENDITURE CONTROL অ্যাক্ট,2005, WB পঞ্চায়েত অ্যাক্ট,1973, মিউনিসিপ্যাল অ্যাক্ট, RTI অ্যাক্ট, 2005।

এই সিলেবাসের জন্য বাজার চলতি বই পড়বেন?

  1. মুশকিল আসান: পশুপতি ঘোষ
  2. হেডমাষ্টার ম্যানুয়াল: বি বি কুণ্ডু। মুল্য: 1600 টাকা।
  3. Complete guide for headmaster Recruitment Examination: Rita Publication মুল্য: 750 টাকা
  4. Guide book for the recruitment of Headmaster and Headmistress: Tapati Publisher , মুল্য: 595 টাকা ।
  5. Recruitment of Headmaster & Headmistress: BM Publication, মুল্য: 845 টাকা।

একজন পাস স্কেলের শিক্ষক প্রধান শিক্ষক পদে নিয়োগ হলে কতটা আর্থিক সুবিধা পাবেন?

একজন পাস স্কেলের শিক্ষকের Pay Level-11, Basic এর শুরু 33400 । এবার তিনি যেহেতু প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসবেন তাহলে অবশ্যই তার সার্ভিসের বয়স অন্তত ১০ বছর পেরিয়েছে অর্থাৎ তিনি দশটায় ইনক্রিমেন্ট পেয়েছেন। সে ক্ষেত্রে তার বেশি বেসিক গিয়ে দাঁড়াবে 44900 টাকা । তাহলে বর্তমান স্যালারী পাস স্কেলে : Basic 44900+ HRA (12%) 5388+ DA (14%) 6286 + MA 500 = 57074 টাকা ।

এখন যদি তিনি প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন তাহলে তার সেলারি গিয়ে দাঁড়াবে: Pay Level 16 হবে।

Basic: 56100+ DA (14%) 7854 + HRA (12%) 6732+ MA 500 + Additional allowance 500 HS school HM = 71686 ,

মাধ্যমিক স্কুলের শিক্ষক হলে ৫০০ টাকা কম।

বর্তমান আর্থিক তফাত: 71686 – 57074 = 14612 টাকা লাভ। সেই সঙ্গে প্রতিবছর ইনক্রিমেন্ট এও অনেকটা টাকা বাড়বে, সবশেষে অবসর সময়ে একটা ভালো পরিমাণ আর্থিক সুবিধা পাওয়া যাবে।

একজন পিজি স্কেলের শিক্ষক প্রধান শিক্ষক হলে কতটা আর্থিক সুবিধা পাবেন?

PG Scale Teacher Pay Level- 15

শুরুতে Basic Pay : 42600 , যেহেতু প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসছেন তাই শিক্ষকতার অভিজ্ঞতা মিনিমাম ১০ বছর হতে হবে অর্থাৎ ১০ টি ইনক্রিমেন্ট পাবেন তাই বর্তমান পিজি স্কেলের বেসিক গিয়ে দাড়াবে: 57300 টাকা।

Salary বর্তমান PG স্কেল:

Basic 57300+ DA (14%) 8022+ HRA (12%) 6876 + MA 500= 72698 টাকা।

এখন যদি তিনি প্রধান শিক্ষক হন তাহলে সেলারি গিয়ে দাঁড়াবে।

HM Scale : Pay Level 16

Basic 57800+ HRA (12%) 6936 + DA (14%) 8092 + MA 500 A. Allowance 500 = 73828

বর্তমান তফাত: 73828 – 72698 = 1130 টাকা।

হলে লাভ বর্তমানে খুব একটা বেশি না হলেও অবসরকালীন সময়ে বেতনের একটা বিশাল ফারাক তৈরি হবে এবং আর্থিক লাভ অনেক বেশি হবে।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

Leave a Comment

Exit mobile version