WBSED: পশ্চিমবঙ্গের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুল গুলিকে টাকা পাঠাবে শিক্ষাদপ্তর। এজন্য শিক্ষাদপ্তর (wbsed) থেকে ২৩ কোটি ৯ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। হঠাৎ করে স্কুলগুলিকে শিক্ষাদপ্তর ( wbsed) টাকা পাঠাবে কেন? এর মূল কারণ কি? এ বিষয়ে কি জানা যাচ্ছে দেখে নেওয়া যাক।
পশ্চিমবঙ্গের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মেমো নম্বর- 358-SED- 18099/41/2020-PB-SEC -Dept of SE date : 02.07.2024 অনুযায়ী পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত উচ্চ মাধ্যমিক স্তরের (HS Section School) 1084 টি স্কুলকে 2024- 25 শিক্ষাবর্ষের জন্য এই অর্থ প্রদান করা হবে।
এই অর্থ প্রদান এর জন্য শিক্ষাদপ্তর (wbsed) যে ক্রাইটেরিয়া রেখেছে তা হল – সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে (HS School) যাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও জিওগ্রাফি বিষয়টি রয়েছে তারা কেবল এই অর্থ পাবেন।
কি কারনে এই অর্থ প্রদান?
সরকারি সাহায্যপ্রাপ্ত বা পোষিত হায়ার সেকেন্ডারি (HS school) স্কুল গুলিতে প্রধানত ল্যাবরেটরী গ্র্যান্ড ( Labotery Grand) হিসাবে এই টাকা দেওয়া হচ্ছে।
কত টাকা পাওয়া যাবে?
হায়ার সেকেন্ডারি স্কুলগুলিকে ( HS School) সাবজেক্ট অনুযায়ী টাকা দেওয়া হবে। সর্বনিম্ন ৬০ হাজার টাকা ও সর্বোচ্চ ২ লাখ ৬০ হাজার টাকা। বিষয় অনুযায়ী টাকার হিসেব হলো-
Geography থাকলে 60000 টাকা।
Biology থাকলে 60000 টাকা।
Physics থাকলে 70000 টাকা ।
কেমিস্ট্রি থাকলে 70000 টাকা।
কোন স্কুলে এই চারটি সাবজেক্ট থাকলে তারা ২ লাখ ৬০ হাজার টাকা পাবেন। কোন স্কুলে একটি বা দুটি সাবজেক্ট থাকলে তেমন হিসাবে টাকা পাবেন।
স্কুলগুলি শিক্ষাদপ্তরের (wbsed) প্রতিও এই টাকা গ্রহণ করার পরে ল্যাব ডেভেলপমেন্ট ( laboratory Grand) এর জন্য বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন এবং খরচের হিসাব সমস্ত শিক্ষাদপ্তরকে (wbsed) জমা দিতে হবে। শিক্ষাদপ্তর দ্বারা পাঠানো annuxre এর মাধ্যমে UC দ্বারা জমা দিতে হবে।
কোন কোন স্কুল গুলি এই অর্থ পাবেন বা তাদের প্রদেয় টাকার পরিমাণ কত? সে বিষয়ে জানার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে সম্পূর্ণ দেখে নিতে পারবেন।
নোটিফিকেশন : Click here
আরো গুরুত্বপূর্ণ খবর পেতে www.msbanglanews.com ওয়েবসাইট টি follow করুন।