WBNSOU PhD Admission 2024: নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় থেকে পিএইচডি কোর্সে ভর্তি শুরু!

PhD Admission: যারা পিএইচডি করতে চান তাদের জন্য ভালো খবর। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ( Netaji Subhas Open University) থেকে পিএইচডি কোর্সে (PhD Admission) ভর্তির জন্য আবেদন আহবান করা হচ্ছে। পিএইচডিতে ভর্তির (wbnsou PhD Admission) যোগ্যতা কোন কোন বিষয়ে পিএইচডি করা যাবে খরচ কেমন সমস্ত কিছু দেখে নেওয়া যাক।

নেতাজী মুক্ত বিশ্ববিদ্যালয় ( wbnsou phd Admission) থেকে বিভিন্ন বিষয়ে পিএইচ দের জন্য 49 টি শূন্য পদে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে আবেদন করার জন্য কি কি লাগবে ? কিভাবে আবেদন করবেন? সিলেকশন কিভাবে হবে? মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করলে কোন অসুবিধাই আছে কিনা? এ নিয়ে অনেকের প্রশ্ন থাকে সে বিষয়ে অবশ্যই জানাবো।

শূন্যপদ: 49 টি।

বিশ্ববিদ্যালয়: Netaji Subhas Open University , West Bengal

কোন কোন বিষয়ে পিএইচডির জন্য আবেদন করা যাবে?

নন ল্যাব বেসড ও ল্যাব বেসড উভয় বিষয়ে পিএইচডি তে ভর্তি হওয়া যাবে। বিষয়গুলি হল অংক, বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা ,কমার্স, ম্যানেজমেন্ট, লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স, শিক্ষাবিজ্ঞান, স্পেশাল এডুকেশন, রসায়ন, ভূগোল, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, কম্পিউটার সায়েন্স ইত্যাদি।

যোগ্যতামান: ইউজিসির নিয়ম অনুযায়ী ভর্তি করা হবে।

উপরিক্ত বিষয়গুলি তে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অথবা পিজিতে 1 বছর/ 2 টি সেমিস্টার অথবা 4 বছর/ 8 টি সেমিস্টার এর ব্যাচেলর ডিগ্রী।

অথবা
তিন বছরের ব্যাচেলর ডিগ্রী।
সব ক্ষেত্রে 55% নম্বর থাকতে হবে।

অথবা
4 বছর/ 8 টি সেমিস্টার এর ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে এবং সঙ্গে 75% নম্বর থাকতে হবে।

অথবা
এমফিল এ 55% নম্বর নিয়ে পাশ করে থাকলে।

অথবা
UGC NET , UGC- CSIR NET /GATE/ CEED

অথবা

NSOU – RET কোয়ালিফাই করে থাকবে সরাসরি পিএইচডিতে ভর্তি সুযোগ পাবেন। সঙ্গে ইন্টারভিউ পাশ করতে হবে।

সংরক্ষিত শ্রেণীর ছাত্রছাত্রীরা সব ক্ষেত্রে 5% ছাড় পাবেন।

সময়কাল: পিএইচডির জন্য নূন্যতম সময়কাল 3 বছর এবং সর্বোচ্চ 6 বছর।

আবেদন ফি: 2000 টাকা।

আবেদন প্রক্রিয়া: সম্পূর্ণ অনলাইনে আবেদন করা যাবে নেতাজি সুভাষ যুক্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিংক নিচে দিয়ে দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

Eventfromto
online form fill up start31.07.24 (10.00 am )19.08.24 (4 PM)
Fess collection31.07.24 (10.00 am19.08.24 (4 PM
Document verification28.08.24…….

শূন্যপদের বিবরণ:

বিষয়মোট শূন্যপদ
zoology5
Mathematics7
geography1
Chemistry11
Physics5
Environmental Science4
Botany4
Bengali1
English2
Political science3
Sociology2
commerce2
Social work2
wbnsou subject wisc PhD vacancies

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

PhD NotificationClick Here
Official websiteClick Here

আবেদনকারীদের কাছে অনুরোধ, আপনার পি এইচ ডি নোটিফিকেশন ভালো করে , বিস্তারিত জেনে তারপর আবেদন করবেন । আরো বিভিন্ন তথ্য ও খবর পেতে আমাদের ওয়েবসাইট অবশ্যই ফলো করুন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment