মাদ্রাসা সার্ভিস কমিশনের (WBMSC NT Recruitment) মাধ্যমে 3233 টি গ্রুপ ডি (Group D) নিয়োগ!

মাদ্রাসা সার্ভিস কমিশনের 3233 টি গ্রুপ ডি (Group D) নিয়োগের (wbmsc NT Recruitment) জন্য পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে এবার ইন্টারভিউ এর পালা। যারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন চলুন তা দেখে নেওয়া যাক;

মাদ্রাসা সার্ভিস কমিশনের (wbmsc NT Recruitment)3233 টি গ্রুপ ডি (1st SLST NT Group D) নিয়োগের জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোষ্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ ও ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ প্রকাশ করা হয়েছে এবং শূন্যপদের নিরিখে ইন্টারভিউতে ডাকা হয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদ নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি জারি হয়েছিল ২০১১ সালে। আজ 12.09.24 তারিখ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। যোগ্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হল।

মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে নিয়োগের জন্য ইন্টারভিউ তারিখ ঘোষণা করা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোষ্ট ওয়াইজ ,মিডিয়াম ওয়াইজ ও ক্যাটাগরি ওয়াইজ।

যে সমস্ত চাকরিপ্রার্থীরা ইন্টারভিউয়ের সুযোগ পেয়েছেন তাদের লিস্ট কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ইন্টারভিউ এর তারিখ:

মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগের জন্য ইন্টারভিউ হবে নিম্নলিখিত তারিখ গুলিতে- 18.09.24, 21.09.24, 23.09.24, 28.09.24

ইন্টারভিউ এর স্থান:

Baitul Hujjal (Haj House) 26- B, Dilkhushna Street , Park Circus Kolkata 700017.

মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট
www.wbmsc.com এ লগইন করুন।

WBMSC Group D , Vacancy, Interview Call Letter , List of candidates for call Interview all details please Vist This wbmsc Official website

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment