wbcssc Upper Primary counseling schedule : আরো ২৬০০ জন শিক্ষক এর ভাগ্য খুলতে চলেছে। আজ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (wbcssc) থেকে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। আপার প্রাইমারি ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের ভাগ্য খুলতে চলেছে। সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক;
সূচিপত্র
কাউন্সেলিং এর সুযোগ পাবেন কারা?
মহামান্য হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের (wbcssc) মাধ্যমে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রথম দফায় শেষ হয়েছে। সেই কাউন্সিলিং এ বহু সংখ্যক চাকরিপ্রার্থী স্কুল চয়েজ করেননি, তাছাড়া অনেকে স্কুল চয়েস করলেও সেই স্কুলে জয়েন করেননি। হলে দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু হতে চলেছে । ফলে প্রায় ২৬০০ টি শূন্যপদ খালি হয়েছে । সেই শূন্যপদ পূরণের জন্য ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের কাউন্সেলিং এ ডাকা হয়েছে। এই কাউন্সেলিং এ পার্বত্য অঞ্চলের চাকরিপ্রার্থীরা ও দশ শতাংশ পার্শ্ব শিক্ষকরা সুযোগ পাবেন না।
কবে ইন্টিমেশন লেটার ডাউনলোড করা যাবে?
প্রথম এসএলএসটি (1st SLST Upper Primary) আপার প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের জন্য ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের কাউন্সেলিং লেটার ডাউনলোড করার নোটিফিকেশন জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে আগামী ১৩ ই ডিসেম্বর কাউনসিলিং লেটার ডাউনলোড করা যাবে। সেটি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিজস্ব ওয়েবসাইট থেকে।
আলিয়া বিশ্ববিদ্যালয় বিভিন্ন শূন্য পদে চাকরি আবেদন করুন
কোন কোন বিষয়ে কাউন্সেলিং হবে?
সেইসঙ্গে কাউন্সিলিং ডাকা চাকরিপ্রার্থীদের জন্য শূন্যপদ ও প্রকাশ করা হবে ১৩ ডিসেম্বর ২০২৪। দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং এ বাংলা, ইংরেজি ,ইতিহাস, ভূগোল , বায়ো সাইন্স, পিওর সাইন্স, হিন্দি ,আরবি, উর্দু, সংস্কৃত, ও নেপালি বিষয়ে শূন্যপদে কাউন্সেলিং হবে।
কবে থেকে কাউন্সেলিং শুরু হবে?
কাউন্সেলিংয়ের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ন’টা থেকে। কাউন্সেলিং এর তারিখ গুলি হল ১৭, ১৮, ১৯, কুড়ি ও ২৩ ডিসেম্বর। দুটি বোর্ডের মাধ্যমে কাউন্সেলিং হবে বোর্ড ওয়ান ও বোর্ড টু।
সমস্ত তথ্য পেতে চোখ রাখুন, স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে।