WBCSSC Headmaster Recruitment preparation: প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তুতি:

WBCSSC Headmaster Recruitment preparation: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এর মাধ্যমে সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের (WB HM Recruitment) জন্য যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রস্তুতি পর্ব শুরু হল Online Mock Test (MCQ) মাধ্যমে।

মোট ৬০ নম্বরের পরীক্ষা হয়। ৪টি বিভাগে, প্রতিটা বিভাগ ১৫ নম্বর করে।

  1. General awareness & current affairs relating to school education
  2. English
  3. Mathematics
  4. Issues in school Management

আজকে প্রস্তুতির প্রথম পর্বে জেনারেল এওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত স্কুল শিক্ষা সম্পর্কে বিভিন্ন দার্শনিকদের তত্ত্বের বিষয়ে। যেমন বি এফ স্কিনার, জন ডিউই, ভাইগৎস্কি, পিয়াজেট, ব্রুনস, ও রবিনসন কে নিয়ে।

অনলাইন টেস্টে মোট চল্লিশটি প্রশ্ন দেওয়া রয়েছে। কুইজ শুরুর পূর্বে প্রথমে নিজের নাম অবশ্যই লিখতে হবে । তারপর দ্বিতীয় সেকশনে প্রশ্ন গুলি আসবে। সেই প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে হবে। কুইজ শেষে সাবমিট করার পর আপনারা আপনাদের রেজাল্ট দেখে নিতে পারবেন। কোন প্রশ্ন ভুল হলো তার সঠিক উত্তর কি এবং কোন প্রশ্নের উত্তর সঠিক হলো তাও দেখে নিতে পারবেন। কুইজটিতে কোন নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি। তবে আপনারা একবারের বেশি এটেন্ড করতে পারবেন না।

Online Mock Test Link: Start Mock Test Now

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

33 thoughts on “WBCSSC Headmaster Recruitment preparation: প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তুতি:”

Leave a Comment

Exit mobile version