WBCSSC Headmaster Recruitment preparation Online MockTest-9 : পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBCSSC) মাধ্যমে সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের (WB HM Recruitment) জন্য যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রস্তুতি পর্ব শুরু হল Online Mock Test (MCQ) মাধ্যমে।
মোট ৬০ নম্বরের পরীক্ষা হয়। ৪টি বিভাগে, প্রতিটা বিভাগ ১৫ নম্বর করে।
- General awareness & current affairs relating to school education
- English
- Mathematics
- Issues in school Management
আজকে প্রস্তুতির প্রথম পর্বে জেনারেল এওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত স্কুল শিক্ষা সম্পর্কে Section B থেকে Five Issues related to school এর 4 নং বিষয় Programeof action (1992) Yash Pal commitee Report titled Learning with out Burden (1993) , including concept of inclusive education থেকে।
WBCSSC Headmaster Recruitment preparation online Mock:
অনলাইন টেস্টে (Online Moct Test) মোট চল্লিশটি প্রশ্ন দেওয়া রয়েছে। কুইজ শুরুর পূর্বে প্রথমে নিজের নাম অবশ্যই লিখতে হবে । তারপর দ্বিতীয় সেকশনে প্রশ্ন গুলি আসবে। সেই প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে হবে। কুইজ শেষে সাবমিট করার পর আপনারা আপনাদের রেজাল্ট দেখে নিতে পারবেন। কোন প্রশ্ন ভুল হলো তার সঠিক উত্তর কি এবং কোন প্রশ্নের উত্তর সঠিক হলো তাও দেখে নিতে পারবেন। কুইজটিতে কোন নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি। তবে প্রতিটি প্রশ্নের জন্য ৬০ সেকেন্ড করে সময় দেয়া হয়েছে। তবে আপনারা একবারের বেশি এটেন্ড করতে পারবেন না।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | জয়েন করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
আরো অনলাইন মক টেস্ট দেওয়ার জন্য ক্লিক করুন নিচের লিংকে:
WBCSSC Headmaster Recruitment preparation: Click here
5/5=100%
5/5=100 %
Next page dekhun
Thank you sir
5/5
Sir 40 টি প্রশ্ন আছে দেখুন
4/5
37 /40
40/40=100%
Congratulations sir . Keep it up