SLST 2016 যোগ্য শিক্ষক শিক্ষা কর্মীরা রাজপথে| WBCSSC 2016 SLST Update News

WBCSSC 2016 SLST Update News: এসএসসি ২০১৬ সালের প্যানেলে নিযুক্ত শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরির অনিশ্চয়তা তৈরি হয়েছে। কিন্তু 2016 সালে নিযুক্ত অধিকাংশ শিক্ষক শিক্ষাকর্মীদের তারা সৎ ভাবে নিয়োগ পেয়েছেন কিন্তু সামান্য কয়েকজন শিক্ষকের অযোগ্যতার জন্য সমস্ত শিক্ষক কুল কেন বঞ্চিত হবেন ? এ নিয়ে যোগ্য শিক্ষক ও শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে আগামী 27 ডিসেম্বর কলকাতায় মিছিল কর্মসূচি পালন করতে চলেছে তারা। তাদের এই কর্মসূচিকে নৈতিক সমর্থন জানিয়েছে কয়েকটি শিক্ষক সংগঠন। তারা যে দাবিগুলি জানাচ্ছেন সেগুলি হল।

প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তুতি অনলাইন মক টেস্ট

২২ এপ্রিল 2024 কলকাতা হাইকোর্টের রায়ে SLST 2016 প্যানেলের অন্তর্ভুক্ত দুর্নীতিমুক্ত শিক্ষক শিক্ষিকাদের জীবনে নেমে এসেছে মিথ্যা ও অসুন্দরের কালো মেঘ। যা সম্পূর্ণরূপে অনৈতিক ও অবাঞ্চিত।

নবম দশম ও একাদশ দ্বাদশ স্তরের প্রায় 17200 শিক্ষক শিক্ষিকার মধ্যে প্রায় 15200 শিক্ষক শিক্ষিকার নামে কোনরকম দুর্নীতির অভিযোগ নেই। বাগ কমিটি, সিবিআই সহ সমস্ত তদন্ত রিপোর্ট অনুসারে নবম দশম ও একাদশ দ্বাদশ স্তরে অবৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকার পরিমান যথাক্রমে 8.5% এবং 14.47% অর্থাৎ প্রামাণ্য তথ্য অনুসারে উভয় স্তরে 92% ও 86% শিক্ষক-শিক্ষিকা দুর্নীতি মুক্তভাবে নিযুক্ত। তা সত্ত্বেও কোন এক অজ্ঞাত কারণে মহামান্য কলকাতা হাইকোর্ট ঠক বাঁচতে গা উজার করে দিয়েছেন এবং নিষ্কলঙ্ক শিক্ষক শিক্ষিকাদের জীবনে নেমে এসেছে মান সম্মান, জীবন জীবিকার এক ভয়ঙ্কর সংকটময় অধ্যায়।

যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দাবি একদিকে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি এবং অন্যদিকে বহুমুখী ষড়যন্ত্রের মাঝে পড়ে তাদের জীবন আছে দুর্বিষহ। বর্তমানে তারা ন্যায় বিচারের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাই আপামর শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে । কারণ এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই তাদের জিততে হবে।

তাই এই আন্দোলন থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ যে দাবি জানাচ্ছে তা হল-

  1. WBCSSC, WBBSE, এবং পশ্চিমবঙ্গ সরকারকে সুদক্ষ আইনজীবী নিয়োগ করে আমাদের অধিকার পাইয়ে দেওয়ার পর প্রশস্ত করতে হবে।
  2. দুর্নীতিমুক্ত শিক্ষক-শিক্ষিকাদের প্যানেল বাঁচানোর স্বার্থে এসএসসি কে সুপ্রিম কোর্টের সমস্ত রকম তথ্য জমা দিয়ে সহযোগিতা করতে হবে।
  3. অবৈধভাবে নিযুক্ত শিক্ষকদের আড়াল করতে গিয়ে বৈধভাবে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না।
  4. সর্বতোভাবে segregation এর পক্ষে সওয়াল করতে হবে।
  5. 8.5% ও 14.47% অবৈধ নিয়োগকে রাজনৈতিক স্বার্থে মিথ্যা মার্কেটিং করে প্যানেলের অন্তর্ভুক্ত 92% ও 86% শিক্ষক-শিক্ষিকাদের কালিমা লিপ্ত করা যাবে না।
  6. কোর্ট কে মিসগাইড করে প্যানেল ক্যানসেলের রাজনৈতিক ষড়যন্ত্র করা যাবে না।
  7. মাননীয় বিচারপতিদের কাছে আমাদের আবেদন তথ্য ও সত্যের গভীরে পৌঁছে দুর্নীতি মুক্ত শিক্ষক শিক্ষিকাদের ন্যায় পাইয়ে দিন।

যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের পাশে দাঁড়িয়েছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি , মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি এবং শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ তাদের দাবি একজনও যোগ্য শিক্ষক যেন বঞ্চিত না হন।

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন
আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

Leave a Comment

Exit mobile version