wbchse: শিক্ষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশ, এই কাজগুলি করতে হবে!

wbchse: ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন (wbchse) থেকে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সকল শিক্ষক ও প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে। কি রয়েছে এই নোটিফিকেশনে? কি কি কাজ করতে হবে ? শিক্ষকদের কেন এই কাজগুলি গুরুত্বপূর্ণ তা দেখে নেওয়া যাক।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (wbchse) বর্তমানে উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বড়সড়ো পরিবর্তন এনেছে তা হল সেমিস্টার পরীক্ষা পদ্ধতি। যা সম্পূর্ণরূপে নতুন এ বছর থেকে একাদশ শ্রেণি তে পঠনরত ছাত্র-ছাত্রীদের দ্বারা শুভ সূচনা হচ্ছে। এর আগে উচ্চমাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি নিয়ে যাবতীয় তথ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (wbchse) নির্দেশিকার মাধ্যমে সম্মুখে নিয়ে এসেছে। এবার শিক্ষক- শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ করল wbchse। কিভাবে এই পদক্ষেপে অংশগ্রহণ করবেন শিক্ষকরা তা আছে জেনে নেব।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (wbchse) কর্তৃক যে নোটিফিকেশন জারি করা হয়েছে তার মিমো নম্বর L/PR/341/2024 তারিখ: 23.08.24 যেখানে সকল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উদ্দেশ্যে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিকের বিষয় অনুযায়ী টিচার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম (teachers orientation programs) শুরু হবে । যার জন্য এর আগে মেমো নং L/PR/334/2024 তারিখ 14.08.24 ঘোষণা করা হয়েছিল। তা কার্যকর করা হবে আগামী 27.08 24 থেকে।

প্রধানত উচ্চ মাধ্যমিকের (wbchse) সেমিস্টার নিয়ে জুম মিটিং ( Zoom Meeting) এর মাধ্যমে বিষয় অনুযায়ী শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেেয়া হবে। যার তারিখ ও সময় ঘোষণা করা হয়েছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (wbchse) জানিয়েছে জুম মিটিং (Zoom meeting) এর মাধ্যমে বিষয় অনুযায়ী আলাদা আলাদা প্রশিক্ষণ শুরু হবে। যা শুরু হচ্ছে আগামী 27.08.24 থেকে চলবে 12.09.24 পর্যন্ত। প্রতিদিন দুটি অর্ধে এই প্রোগ্রাম চলবে। প্রথম অর্ধ শুরু হবে সকাল 11.30 am থেকে, চলবে 1.30 pm পর্যন্ত। দ্বিতীয় অর্ধ শুরু হবে 2.30 pm থেকে 4.30 pm পর্যন্ত। প্রত্যেকটা অর্ধে বিষয় অনুযায়ী জুম( Zoom) এর লিংক দিয়ে দেওয়া হয়েছে। যেগুলি আপনারা আপনাদের ইমেইলে পাবেন তাছাড়া মিটিং আইডি ও পাসকোডও দিয়ে দেওয়া হয়েছে।

এই প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য আপনাদের জুম অ্যাপ (Zoom meeting) ব্যবহার করতে হবে। যেটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া ল্যাপটপ ডেস্কটপেও জুম অ্যাপ (Zoom app) ব্যবহার করতে পারবেন। নির্দিষ্ট দিন ও নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মিটিংয়ে জুম এর মাধ্যমে এই প্রোগ্রাম গুলিতে অংশগ্রহণ করতে পারবেন।
নির্দিষ্ট মিটিংগুলোতে জয়েন করার জন্য জুম অ্যাপের লিংক ও আইডি এবং পাসওয়ার্ড পেতে নিচে দেওয়া লিঙ্ক দেখে নিতে পারেন।

wbchse Notification Click here

অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন!

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

Leave a Comment

Exit mobile version