WBCHSE: শিক্ষক ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জন্য দারুণ খবর!

WBCHSE: উচ্চ মাধ্যমিক কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন (West Bengal Council of Higher Secondary Education) থেকে আজ সমস্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,শিক্ষাকর্মী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ খুশির খবর দেওয়া হয়েছে। আজ উচ্চ মাধ্যমিক কাউন্সিল (wbchse) থেকে প্রেসিডেন্ট চিরঞ্জীব ভট্টাচার্য স্বাক্ষর সম্বলিত তিনটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনগুলিতে কি বলা হয়েছে তা দেখে নেওয়া যাক।

উচ্চমাধ্যমিক কাউন্সিল (wbchse) এর নোটিফিকেশন নম্বর L/PR/296/2024 , তারিখ 30.07.24 অনুযায়ী বলা হয়েছে যে – একাদশ শ্রেণির বাংলা (ক) বইয়ে “আজব শহর কলকেতা ” গদ্যে কিছু টেক্সট ভুল ছিল। যা সংশোধন করে কাউন্সিলের নিজস্ব ওয়েবসাইট এ আপলোড করা হয়েছে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন।

উচ্চমাধ্যমিক কাউন্সিলের (wbchse) নোটিফিকেশন নম্বর L/PR/298/ 2024 তারিখ 31.07.24 আনুযায়ী এক নির্দেশিকায় বলা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের 2024-25 শিক্ষাবর্ষে গোল্ডেন জুবিলী সেলিব্রশন উপলক্ষে “বসে আঁকো” প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে 1 লা সেপ্টেম্বর 2024। বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সমস্ত স্কুলের একাদশ শ্রেণীর ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে একজন করে পেন্টিং এঁকে, নাম পাঠানোর কথা বলা হয়েছে। যেটি রিজিওনাল অফিসে পাঠাতে হবে । ছাত্র-ছাত্রীদের আঁকা ছবি হাতে হাতে বা পোস্ট এর মাধ্যমে পাঠানো যাবে।

পেন্টিং পাঠানোর নিয়ম:

  1. কেবলমাত্র একটি পেন্টিং পাঠাতে হবে। সেটি স্কুলের একাদশ অথবা দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কাছ থেকে। প্রত্যেকটি বিদ্যালয় থেকে কেবলমাত্র একটি করে পেন্টিং গ্রহণ করা হবে।
  2. পেন্টিং কেবলমাত্র ওয়াটার কালার দিয়ে করতে হবে।
  3. পেন্টিং ভাঁজ করে পাঠানো যাবে না। ভাঁজ হীন ভাবে পাঠাতে হবে।
  4. যে পেন্ডিং টি পাঠানো হবে, সেই পেইন্টিং এর পিছনের দিকে স্কুলের প্রধান শিক্ষকের স্বাক্ষর ও সিল দিয়ে পাঠাতে হবে।
  5. ছাত্র বা ছাত্রীর নাম, স্কুলের নাম, জেলা নাম, প্রধান শিক্ষকের মোবাইল নম্বর অবশ্যই পাঠাতে হবে।
  6. পেন্টিং এর বিষয়বস্তু হলো;

ক) Wildlife Conservation ( বন্যপ্রানী সংরক্ষণ)
খ) save water (জল সংরক্ষণ)

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ( wbchse) নোটিফিকেশন নম্বর L/PR/297/2024 তারিখ 31.07.24 অনুযায়ী সকল প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে – উচ্চমাধ্যমিক কাউন্সিল তাদের সমস্ত নোটিফিকেশন তথ্য সরবরাহের জন্য ওয়েবসাইটের পাশাপাশি নিজস্ব ইউটিউব চ্যানেল ও facebook একাউন্ট খোলা খুলেছে।

যার মাধ্যমে কাউন্সিলের সমস্ত তথ্য সরবরাহ, বিভিন্ন ট্রেনিং ,বিভিন্ন নোটিফিকেশন ,সমস্ত কিছু সময় সময়ে পাওয়া যাবে।

এর ফলে সোশ্যাল মিডিয়াতে থাকাকালীন সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকরা খুব সহজেই উচ্চ মাধ্যমিক কাউন্সিলের তথ্য গুলি সংগ্রহ করতে পারবেন । পূর্বে তথ্য বিকৃতি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হতো তা এখন আর করা যাবে না।

উচ্চ মাধ্যমিক কাউন্সিলের ইউটিউব চ্যানেল ও ফেসবুক একাউন্টের লিংক নিচে দেয়া হল;

YoutubeClick here
FacebookClick here

উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক অভিভাবক সহ ছাত্রছাত্রী সবাই।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment