wbchse Essay Compititon: ছাত্রছাত্রীদের জন্য দারুন পদক্ষেপ উচ্চ মাধ্যমিক কাউন্সিলের

Wbchse: কেবলমাত্র ছাত্রছাত্রীদের কথা ভেবে উচ্চ মাধ্যমিক কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন wbchse গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে। “wbchse এর গোল্ডেন জুবলি (Golden Jubilee) উপলক্ষে বিরাট “Essay Compititon” এর আয়োজন করা হয়েছে। ছাত্রছাত্রীরা কিভাবে অংশগ্রহণ করবে? প্রধান শিক্ষকের কি কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখে নেওয়া যাক।

ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন (wbchse) 2024-25 শিক্ষাবর্ষে গোল্ডেন জুবিলী (Golden Jubilee) উপলক্ষে আগামী 27.10.24 তারিখে রবীন্দ্র মিলন মঞ্চ বিদ্যাসাগর ভবনে “Essay Compititon” অনুষ্ঠিত হবে।

কারা অংশ গ্রহণ করতে পারবে?

উচ্চ মাধ্যমিক কাউন্সিলের (wbchse) অন্তর্গত সরকারি ও সরকার পপোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুল গুলির একাদশ ও দ্বাদশ শ্রেণী সাইন্স, আর্টস ও কমার্স বিভাগের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে।

ছাত্র-ছাত্রীরা কিভাবে অংশগ্রহণ করবে?

উচ্চ মাধ্যমিক কাউন্সিল (wbchse) নির্ধারিত বিষয়ের উপর “Essay Compititon” হবে। ছাত্রছাত্রীরা তাদের Essay গুলি কাউন্সিলের নির্দিষ্ট ইমেলে পাঠাতে পারবে।

wbchse নির্ধারিত নিয়ম গুলি হল;

  1. কাউন্সিল নির্ধারিত বিষয়গুলি থেকে কেবলমাত্র একটি করে “Essay” পাঠাতে পারবেন। বিভিন্ন গ্রুপের যে সমস্ত ছাত্রছাত্রী দের প্রধান শিক্ষক এই কাজে নিয়োজিত করবে। কেবল তারাই আর্টস, কমার্স ও সায়েন্স এই তিনটি গ্রুপ থেকে একটি করে Essay পাঠানো যাবে।
  2. Essay এর বিষয় গুলি:

সায়েন্স গ্রুপ:

a) Vaccination Campaign Effectiveness

b) The benefits and future of Space Exploration

c) Black hole: an Unseen Phenomenon

আর্টস গ্রুপ:

a) Humanities versus the science in the Digital world

b) The culture Significance of food

c) The Relationship between religion and violence

কমার্স গ্রুপ:

a) The importance of branding in Marketing

b) An E – commerce team’s role in Business

c) Sustainable Business Practices for Environmental Conservation

  1. Essay গুলি লিখতে হবে বাংলা অথবা ইংরেজিতে। কোন কম্পিউটার টাইপিং নয়। ছাত্র-ছাত্রীদের নিজের হাতে লিখতে হবে। 1200 শব্দের মধ্যে লিখতে হবে। A4 সাইজের পেপার ব্যবহার করতে হবে। সেখানে প্রতিযোগীর নাম, স্কুলের নাম, ক্লাস এবং কোন জেলা তা ওই কাগজের উপরের দিকে লিখতে হবে।
  2. ওই নির্দিষ্ট Essay টি পিডিএফ আকারে পাঠাতে হবে এবং সেখানে প্রধান শিক্ষকের এটেস্টেড অবশ্যই থাকা চাই। Essay পাঠাতে হবে এই ইমেইলের email: wbchse.Compititon@gmail.com তা পাঠাতে হবে
    14.08.2024 মধ্য রাত্রির মধ্যে।
  3. Essay যেগুলি ইমেইলের মাধ্যমে পাঠানো হবে সেখান থেকে সংসদ নির্ধারিত এক্সপার্ট কমিটি দ্বারা বিবেচনা করে মোট ৩০ টি গুরুত্বপূর্ণ Essay সিলেক্ট করা হবে। এই ৩০ টি Essay নিয়ে ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতা হবে।
  4. নির্বাচিত ৩০ জন ছাত্রছাত্রী ফাইনাল কম্পিটিশনের জন্য আগামী 27.10.24 তারিখে রবীন্দ্র মিলন মঞ্চ বিদ্যাসাগর ভবনে ডাকা হবে।
  5. ফাইনালে নির্বাচিত ৩০ জন ছাত্রছাত্রীকে অন দা স্পট Essay লিখতে দেওয়া হবে। যেটি কমিটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।
  6. ফাইনাল রাউন্ডের জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা আসবে। তাদের সঙ্গে একজন করে অভিভাবক বা বিদ্যালয়ের শিক্ষক আসতে পারবেন । তাদেরকে বাস অথবা ট্রেনের টিকিটের মূল্য দেওয়া হবে, ট্রেনের এসি থ্রি টায়ারের টিকিট দেওয়া হবে।
  7. ফাইনাল রাউন্ডের যারা উঠবে। তাদের সঙ্গে তাদের অভিভাবক বা শিক্ষক শিক্ষিকা আসতে পারবেন। ছাত্রীদের জন্য কেবলমাত্র মহিলা অভিভাবক বা শিক্ষিকা আসতে পারবেন।
  8. ফাইনাল রাউন্ড কম্পিটিশন শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারও সার্টিফিকেট দেওয়া হবে।

ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন (wbchse ) এর প্রেসিডেন্ট মাননীয় ডক্টর চিরঞ্জিত ভট্টাচার্য মহাশয় এর নেতৃত্বে গোল্ডেন জুবলি সেলিব্রেশন অনুষ্ঠিত হবে।

Official Notification Click here
Official website See Details

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment