wbchse: ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন (wbchse) অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষাসংসদ উচ্চমাধ্যমিকের পরিবর্তিত সিলেবাস ও প্রশ্নপত্রের প্যাটার্ন অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে যে প্রথম সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মডেল প্রশ্নপত্র উচ্চমাধ্যমিকের (1st Semester model question paper ) বিদ্যাসাগর ভবনের সেলস কাউন্টার থেকে 250 টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে। তাছাড়া বিভিন্ন রিজওনাল অফিসেও পাওয়া যাচ্ছে।
উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারে প্রশ্নপত্র (wbchse 1st Semester model question paper ) যারা পিডিএফ আকারে পেতে চান। তাদের জন্য এই প্রতিবেদনে বিষয় অনুযায়ী লিংক দেওয়া হবে। আপনারা ডাউনলোড করে নিতে পারবেন।
একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র (wbchse 1st Semester model question pdf) কিভাবে করতে হবে? তার জন্য এই মডেল প্রশ্নপত্র দেওয়া হচ্ছে। একাদশের প্রথম সেমিস্টারে সম্পূর্ণ এমসিকিউ ( MCQ ) প্রশ্নপত্র হবে। প্র্যাক্টিকাল সাবজেক্ট গুলির জন্য 35 টি mcq প্রশ্ন হবে নম্বর থাকবে 35 । আবার থিওরি বেসড বিষয়গুলি তে 40 টি এম সি কিউ (MCQ ) প্রশ্ন থাকবে, নম্বর থাকবে 40।
উচ্চ মাধ্যমিক কাউন্সিলের নোটিফিকেশন অনুযায়ী (মেমো নম্বর L/PR/340/3024 তারিখ 14.08.24) জানানো হয়েছিল সমস্ত প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে উচ্চ মাধ্যমিক প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য সকল বিষয়ে মডেল কোশ্চেন পেপার বই প্রকাশ করা হয়েছে বিষয় অনুযায়ী এবং সিলেবাস অনুযায়ী সেটি কিনতে পাওয়া যাবে 250 টাকা দিয়ে। উচ্চ মাধ্যমিক কাউন্সিলের বিদ্যাসাগর ভবনের সেলস কাউন্টারে বইটি পাওয়া যাবে 16 আগস্ট থেকে। তাছাড়া MRO BRO NBRO থেকে 20 আগস্ট থেকে পাওয়া যাবে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বিক্রিত বই থেকে প্রতিটি মডেল প্রশ্নপত্র নিচে আপলোড করা হল।
উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টার বাংলা প্রশ্নপত্র
1st Semester model question paper Bengali
উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টার ইংরাজী প্রশ্নপত্র
1st Semester model question paper English
উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টার ভূগোল প্রশ্নপত্র
1st Semester model question paper Geography
উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টার অংক প্রশ্নপত্র পিডিএফ
1st Semester model question paper Mathematics
উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টার পরিবেশ বিদ্যা প্রশ্নপত্র
1st Semester model question paper Environmental studies
উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টার শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র
1st Semester model question paper Education
উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টার জীব বিদ্যা প্রশ্নপত্র
1st Semester model question paper Biology
উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টার পরিবেশ বিদ্যা প্রশ্নপত্র
1st Semester model question paper Environmental studies
আপনাদের কাছে অনুরোধ ধীরে ধীরে সমস্ত বিষয়ের প্রশ্নপত্রের আপলোড করা হবে। আপডেট হলে আপনারা নিতে পারবেন।
বিস্তারিত তথ্য পেতে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট: wbchse
ওপরে উল্লেখিত বিষয় গুলির পিডিএফ পেতে আপনারা যোগাযোগ করুন Mrinal Shikari Facebook profile এ। ফেসবুক মেসেঞ্জারে কমেন্ট করলে পিডিএফ পাঠিয়ে দেয়া হবে
Kokhon pabo Model question? Political Science
আপলোড করব স্যার।
Computer, nutrition er gulo deben
Yes please computer questions ta then
স্যার পরিবেশের pdf টায় একটা পেজ নেই।
274নম্বর পেজ এর পরে 276নম্বর পেজ আছে। 275 নম্বরের পেজটা নেই।
আর স্যার প্রতিটা সাবজেক্ট এর কতগুলো নমুনা প্রশ্নপত্র আছে বুঝতে পারছি না। মানে প্রতিটা সাবজেক্ট এর একটা করে না একাধিক নমুনা প্রশ্নপত্র আছে। এটা একটু ক্লিয়ার করে দেবেন, প্লীজ।
একাধিক নমুনা প্রশ্নপত্র আছে।
ধন্যবাদ স্যার
প্রতিটা সাবজেক্ট এর বাকি নমুনা প্রশ্নপত্র গুলো এই ওয়েবসাইটে পাওয়া যাবে তো?
একটা করে রয়েছে মাত্র। সব কটি পাওয়া যাবে?
Sir please commerce er subject
Accountancy, business study
Costax , ar economics er gulo upload korben
Ok
Sir economics question chai
Your writing style makes complex topics seem simple. Thanks!