পশ্চিমবঙ্গে স্কুলগুলিতে প্রশাসক নিয়োগ (WBBSE School Run by Administrator ) করছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (WBBSE)এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনে বলা হয়েছে ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়া স্কুলগুলিতে দ্রুত প্রশাসক নিয়োগ করা হবে।
উৎসশ্রী সিঙ্গেল সাবজেক্ট টিচারদের নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিলো হাইকোর্ট
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (wbbse) থেকে সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলের উদ্দেশ্যে জানানো হয়েছে যে; দ্রুত স্কুলগুলিতে ম্যানেজিং কমিটির বদলে প্রশাসক নিয়োগ করতে হবে। কোন কোন স্কুলগুলি প্রশাসক পাচ্ছে, কোন কোন স্কুলগুলি ম্যানেজিং কমিটি দ্বারা চলবে, সমস্ত কিছু বিস্তারিত দেখে নেওয়া যাক।
ম্যানেজিং কমিটি অফ এডেড ও নন এডেড স্কুলগুলি যাদের ম্যানেজিং কমিটির মেয়াদ ২০২২ সালের আগে শেষ হয়ে গিয়েছে। সেই সমস্ত স্কুলগুলিতে প্রশাসক নিয়োগের জন্য ডিসটিক ইন্সপেক্টর অফ স্কুলগুলিকে নির্দেশ দেয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলগুলিতে দ্রুত প্রশাসক নিয়োগ করতে হবে যাতে স্কুলগুলি সঠিকভাবে চলতে পারে।
গভর্নমেন্ট স্পন্সর স্কুল গুলির ক্ষেত্রে যেখানে ম্যানেজিং কমিটিকে নমিনেট করা হয়েছিল 2022 সালে, তাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিন্তু ম্যানেজিং কমিটির মেয়াদ বাড়িয়ে বর্তমানে স্কুলগুলি চলছে। সেই স্কুলগুলিতে ও ম্যানেজিং কমিটিকে সরিয়ে দ্রুত প্রশাসক নিয়োগ করতে হবে।
ম্যানেজিং কমিটির মেয়াদ ও বিভিন্ন বিষয়ে যে সমস্ত স্কুলগুলিতে কোর্ট কেস চলছে। আপাতত সেই সমস্ত স্কুলগুলিতে প্রশাসক নিয়োগ করা হচ্ছে না । কোর্ট কেস মিটলে সেই স্কুলগুলিতে প্রকাশক নিয়োগ করা হবে।
প্রশাসক নিয়োগ করে যাতে স্কুলগুলি সক্ষম ভাবে চলে তার ব্যবস্থা করতে হবে । কারণ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা আর কিছুদিনের মধ্যে শুরু হবে ফেব্রুয়ারি মাসে তাই দ্রুত এই পরীক্ষা পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করতে হবে।
সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল কি নির্দেশ দেয়া হয়েছে। এই অর্ডার পাওয়ার পর আগামী ১০ দিনের মধ্যে স্কুলগুলিতে প্রশাসক নিয়োগের ব্যবস্থা চূড়ান্ত করতে হবে। এবং দ্রুত রিপোর্ট পাঠাতে হবে । সেই রিপোর্টে জানাতে হবে- স্কুলগুলির নাম ,কোনগুলিতে ম্যানেজিং কমিটির মেয়াদ কত দিন রয়েছে? যদি স্কুলগুলিতে ম্যাজিক কমিটির মেয়াদ বর্ধিত করা হয় তা জানাতে হবে? সম্পূর্ণ ম্যাজিক কমিটির দ্বারা যে সমস্ত স্কুলগুলি চলছে সেগুলির তথ্য দিতে হবে । তাছাড়া কতগুলি স্কুল প্রশাসক দ্বারা চলছে সেগুলি তথ্য জানাতে হবে।
এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন – “সরকার ম্যানেজিং কমিটি নিয়ে যা সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক বলেই আমরা মনে করি। এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিলো। অনেক স্কুলের কমিটি সম্পূর্ণ বেআইনিভাবে ৭থেকে ৮বছর চলছিল। তারফলে অনেক জটিলতা হচ্ছিলো”।