WBBSE Parsad Barta 2023: স্কুলগুলির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা মধ্যশিক্ষা পর্ষদের!

WBBSE Parsad Barta 2023: মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রতিটা স্কুলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনে স্কুলগুলির উদ্দেশ্যে কি বলা হয়েছে তা দেখে নেওয়া যাক।

ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ( wbbse) আজ একটি নোটিফিকেশন জারি করেছে যার মেমো নম্বর DS (Aca) 306/P/2 (E) তারিখ 09.09.2024. যেখানে মধ্যশিক্ষা পর্ষদের সেক্রেটারি সমস্ত সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে একটি বার্তা প্রেরণ করেছেন। সেই নোটিফিকেশন এর বিষয় হলো পর্ষদ বার্তা ২০২৩ (wbbse parsad Barta 2023) প্রকাশিত হয়েছে এটি সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে। এখন প্রশ্ন হল কি রয়েছে এই পর্ষদ বার্তায়?

সমস্ত সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলা হয়েছে- পর্ষদ বার্তা ২০২৩ (wbbse parsad Barta 2023 ) প্রকাশিত হয়েছে যেটি পাওয়া যাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (wbbse) এর অফিসে আগামী ১১ই সেপ্টেম্বর ও ১২ ই সেপ্টেম্বর পাওয়া যাবে। এরপর 12 ই সেপ্টেম্বর থেকে পর্ষদের রিজিওনাল অফিসগুলিতেও পাওয়া যাবে।

কি রয়েছে পর্ষদের এই বার্তাতে ? মধ্যশিক্ষা পর্ষদের মুখপাত্র ২০২৩ এ রয়েছে , পর্ষদের বহুবিধ জরুরী বিভাগ থেকে প্রকাশিত ২০২২ সালের এবং ২০২৩ সালের বিজ্ঞপ্তি , প্রজ্ঞাপন, পরিচয় পত্র, অধি সূচনা, নির্দেশিকা ও আদেশ নামার সংকলন!

এগুলি সমস্তটা অনলাইনে পাওয়া যাবে কিন্তু শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার্থে এই ব্যবস্থা অফলাইনে বইয়ের আকারে প্রকাশ করা হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে।

পর্ষদ বার্তা ২০২৩ এর দাম নির্ধারণ করা হয়েছে ১৯০ টাকা।

পর্ষদ বার্তা ২০২৩ এর সম্পাদক হলেন শ্রী সুব্রত ঘোষ সচিব মধ্যশিক্ষা পর্ষদ।

পর্ষদের ইমেইল হল: wbbse05.yahoo.co.in

wbbse parsad Barta 2023 official Notification

wbbse official Notification

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

Leave a Comment

Exit mobile version