প্রাথমিক শিক্ষা পর্ষদে নতুন কমিটি (wbbpe Appeal Committee) তৈরি হলো , এই কমিটির কাজ কি?

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আবার একটি নতুন কমিটি গঠন (wbbpe Appeal Committee) করলো। এই কমিটিতে কারা কারা রয়েছেন? এই কমিটির কাজ কি ? সমস্ত বিস্তারিত দেখে নেওয়া যাক।

মোবাইল অ্যাপের মাধ্যমে শিক্ষকদের এটেন্ডেন্স ডিপারচার ও প্রতিদিনের লেসন প্ল্যান জমা করতে হবে।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ গত 27.09.24 তারিখে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করেছে, যার মেমো নম্বর 1628/WBBPE/2024/52-A, তারিখ 27.09.24 এই নম্বর অনুযায়ী একটি আপিল কমিটি গঠন করা হয়েছে। এর আরো অনেক আগে 20.09.24 তারিখে একটি গেজেট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। যেখানে এই কমিটিতে কারা কারা রয়েছেন তাদের নাম প্রকাশ করা হয়েছে।

ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাক্ট 1973 এর নিয়ম অনুযায়ী (91/2) অনুসারে আপিল কমিটি গঠন করা হয়েছে।

এই আপিল কমিটির কাজ কি? ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বা প্রাইমারি স্কুল কাউন্সিলের অধীনে থাকা কোন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষাকর্মীরা বা ওই কাউন্সিলের মেম্বাররা (সেক্রেটারি ও ফিনান্স অফিসার কে বাদ দিয়ে) যদি মনে করে ওই কাউন্সিলের নেওয়া কোন সিদ্ধান্ত তার বিরুদ্ধে হয়েছে। তাহলে সেই স্কুল বা ব্যক্তি আপিল কমিটিতে অভিযোগ জানাতে পারবেন।

প্রাথমিক শিক্ষা পর্ষদের কোন মেম্বার (সেক্রেটারি ও ফিনান্স অফিসার কে বাদ দিয়ে) যদি মনে করে বোর্ডের নেওয়া সিদ্ধান্ত উনার বিপরীতে গেছে । তাহলে উনি সরাসরি আপিল কমিটিতে অভিযোগ জানাতে পারবেন।

তখন আপিল কমিটি যা সিদ্ধান্ত নেবে তা চূড়ান্ত বলে গণ্য হবে।

আপিল কমিটিতে যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন তাদের পরিচয় জেনে নেওয়া যাক।

  1. শ্রী দুর্গাচরণ খৈতান: WBJS এর চেয়ারপারসন।
  2. শ্রী অলক কুমার শুক্ল: এড হোক কমিটি, WBBPE & Assistant Teacher আদর্শ বিদ্যালয়।
  3. এই সুবর্ণ কুমার মন্ডল:এড হোক কমিটি,WBBPE & Assistant Teacher
  4. শ্রী উদয়ন ভৌমিক: ডেপুটি ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন। নমিনি অফ স্কুল এডুকেশন।
  5. ডিসটিক ইন্সপেক্টর অফ স্কুল (প্রাইমারি এডুকেশন) দক্ষিণ 24 পরগনা: বোর্ড নমিনি

প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে নোটিফিকেশন প্রকাশ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment

Exit mobile version