WB Teachers Rationalization Start Shortly: শিক্ষকদের সংযুক্তিকরন খুব দ্রুত শুরু হচ্ছে!

WB Teachers Rationalization Start Shortly: শিক্ষক ও শিক্ষাকর্মীদের Rationalization অর্থাৎ শিক্ষকদের সংযুক্তিকরণ খুব দ্রুত শুরু হতে চলেছে এ নিয়ে আজ পশ্চিমবঙ্গ শিক্ষাদপ্তর থেকে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে সরকারি স্কুলের শিক্ষকদের খুব দ্রুত সংযুক্তিকরণ শুরু হবে এর জন্য একটি পোর্টাল ও খোলা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে আরো কি কি রয়েছে দেখে নেওয়া যাক।

কল্যাণী বিশ্ববিদ্যালয় চাকরির সুযোগ এখনই আবেদন করুন

“Teachers Rationalization” বা “শিক্ষক যৌক্তিকীকরণ এর মানে হল শিক্ষক নিয়োগ, সংখ্যা বা বিতরণে যুক্তি এবং ন্যায্যতা প্রতিষ্ঠা করা। এটি সাধারণত শিক্ষকদের সংখ্যা কমানো বা বাড়ানোর প্রক্রিয়া বা প্রয়োজনীয়তার ভিত্তিতে স্কুলে তাদের শ্রেণী অনুযায়ী পুনর্বিন্যাস করার সিদ্ধান্তকে বোঝায়। সোজা কথায় যে সমস্ত স্কুলগুলোতে শিক্ষক এর সংখ্যা কম, সেই সমস্ত স্কুলগুলিতে উদ্বৃত্ত শিক্ষকদের ট্রান্সফার করা হবে।

পশ্চিমবঙ্গ কমিশনার অফ স্কুল এডুকেশন থেকে সমস্ত প্রধান শিক্ষক, শিক্ষিকা ও টিচার ইনচার্জদের উদ্দেশ্যে এ নোটিফিকেশন জারি করা হয়েছে। অর্থাৎ সংযুক্তিকরণের (Teachers Rationalization) জন্য সমস্ত শিক্ষকদের তথ্য একত্রিতে করা জরুরী। এর জন্য একটি পটালো তৈরি করা হয়েছে, যার মাধ্যমে এই প্রক্রিয়াটি চলবে। এর জন্য সমস্ত প্রধান শিক্ষক শিক্ষিকা ও টিচার ইনচার্জ দের কাছ থেকে দ্রুত শিক্ষকদের তথ্য পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। আগামী ২০ জানুয়ারির মধ্যে প্রত্যেকটি বিদ্যালয়ে নিযুক্ত শিক্ষকদের তথ্য দ্রুত পাঠাতে হবে।

প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে আরও জানানো যাচ্ছে যে আপনাদের স্কুলে সম্প্রতি যে সমস্ত শিক্ষকরা জয়েন করেছেন। তাদের সমস্ত মেডিকেল সার্টিফিকেট নির্দিষ্ট প্রোফরমার মাধ্যমে জমা দিতে হবে ২৭ জানুয়ারি মধ্যে। যদি যথাযথ চিকিৎসা সংক্রান্ত তথ্য ওই নির্দিষ্ট তারিখের মধ্যে জমা না দেওয়া হয়। তাহলে বুঝতে হবে ঐ শিক্ষক তথ্য জমা করা হয়নি।

এছাড়া যে সমস্ত রেগুলার শিক্ষকরা রয়েছেন তাদের তথ্য দ্রুত পাঠাতে হবে।

এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন- এই প্রক্রিয়াটা সম্পূর্ণ রূপে সরকারি স্কুলের শিক্ষকদের জন্য । এর মাধ্যমে সরকারি স্কুলের শিক্ষকদের এক স্কুল থেকে অন্য স্কুলে পাঠানো হবে অর্থাৎ যে স্কুলে কমসংখ্যক শিক্ষক রয়েছে, সেই সমস্ত স্কুলে বেশি সংখ্যক শিক্ষক যে স্কুলে রয়েছেন। সেখান থেকে তাদেরকে ট্রান্সফার করে এই স্কুলে আনা হবে। সরকারি স্কুলের মত সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুল গুলির ক্ষেত্রেও এইরকম অর্ডার জারি করে সারপ্লাস ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      
WhatsApp channel Join Now
Telegram channel Join Now

Leave a Comment

Exit mobile version