WB Teacher Transfer order: পশ্চিমবঙ্গের সরকার পোষিত ও সাহায্য প্রাপ্ত স্কুলগুলির সহকারি শিক্ষক ও প্রধান শিক্ষকদের জন্য ট্রান্সফার অর্ডার সংগ্রহের নির্দেশ দিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (WBBSE)। আগামী ১৭ ই ডিসেম্বরের মধ্যে এই ট্রান্সফার অর্ডার সংগ্রহ করতে হবে। বিস্তারিত দেখে নিন।
সূচিপত্র
মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে যার মেমো নম্বর: Admin/1642 তারিখ: 10.12.2024.
কোথা থেকে ট্রান্সফার অর্ডার নিতে হবে?
ট্রান্সফার অর্ডার সংগ্রহের জন্য শিক্ষক ও অশিক্ষক কর্মীদের যেতে হবে, নিবেদিতা ভবন, করুণাময়ী, ডিজে -৮, সেক্টর ২ , সল্টলেক, কোলকাতা- 700091.
তারিখ ও সময়:
আগামী ১৭ ই ডিসেম্বর ২০২৪, দুপুর ১২ টায় উপরে উল্লেখিত ঠিকানায় যেতে হবে।
1000 স্কুলকে সোলার প্যানেল দেবে রাজ্য আবেদন করুন
কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে?
নিম্নলিখিত ডকুমেন্টগুলি জেরক্স অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে। যেমন;
- রিকমেন্ডেশন লেটার।
- সর্বশেষ অ্যাপ্রুভালের ক্যান্ডিডেট কপি।
- এডিশনাল পোস্ট হলে রিটেনশন কপি নিয়ে যেতে হবে।
- একটি ফটো সমেত আইডেন্টি প্রুভ ডকুমেন্ট নিয়ে যেতে হবে। যেমন আধার কার্ড /ভোটার কার্ড /ড্রাইভিং লাইসেন্স/রিকমেন্ডেশান লেটারের সঙ্গে মিল রয়েছে এমন যেকোন ডকুমেন্ট নিয়ে যাওয়া যাবে/ম্যারেজ সার্টিফিকেট ও নিয়ে যাওয়া যাবে।
- দুটি কালার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে।
কাদের জন্য এই নির্দেশ?
মূলত উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) বন্ধ থাকার জন্য বহু শিক্ষক ও শিক্ষকর্মী ট্রান্সফার আটকে রয়েছে। সেই জন্য কোর্ট কেস করে জয়লাভ করেছেন এমন শিক্ষক ও শিক্ষাকর্মীদের ট্রান্সফার অর্ডার সংগ্রহের জন্য ডাকা হয়েছে। মোট ১৫ জন শিক্ষক ও প্রধান শিক্ষকদের ডাকা হয়েছে।
Official website: Click Here