সারপ্লাস টিচার ট্রান্সফার (WB surplus Teacher Transfer) খুবই শীঘ্রই শুরু হবে। এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষা সচিব বিনোদ কুমার। যা নিয়ে পশ্চিমবঙ্গের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুল গুলির শিক্ষক ও শিক্ষাকর্মীরা উদ্বেগে রয়েছেন। কিভাবে হবে এই সারপ্লাস ট্রান্সফার? তা নিয়ে বিভিন্ন প্রশ্ন জাগছে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। একটি নোটিফিকেশনের সূত্র ধরে জেনে নেওয়া যাক কিভাবে হতে চলেছে সারপ্লাস ট্রান্সফার।
রিমোট সেন্সিং ও জিআইএস নিয়ে পড়াশোনা করলে কি কি চাকরি পাওয়া যায়
সারপ্লাস টিচার ট্রান্সফার (wb surplus transfer) কি নিয়মে হবে? কিভাবে কোন একটি স্কুলে সারপ্লাস টিচার নির্ণয় করা হবে? সিনিয়রটির ভিত্তিতে নাকি সাবজেক্ট অনুযায়ী এ নিয়ে শিক্ষকদের মধ্যে নানান প্রশ্ন রয়েছে।
সারপ্লাস শিক্ষক বলতে বোঝায় উদ্বৃত্ত শিক্ষক। কিভাবে এই উদ্বৃত্ত শিক্ষক হয় স্কুলগুলিতে। এ নিয়ে ২০১৭ সালে পশ্চিমবঙ্গ শিক্ষাদপ্তরের পক্ষ থেকে একটি নোটিফিকেশন বেরিয়েছিল তা থেকে পরিষ্কার ভাবে বলা হয়েছিল কিভাবে সারপ্লাস টিচার নির্ণয় করা হবে। এই নোটিফিকেশনে উদ্বৃত্ত শিক্ষকদের তালিকা চেয়ে পাঠিয়েছিল শিক্ষাদপ্তর। বিশেষ করে আপার প্রাইমারি ও সেকেন্ডারি স্কুল গুলির থেকে।
আপার প্রাইমারি ও সেকেন্ডারি শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে সারপ্লাস টিচার নির্ণয় করার যে ছাত্র শিক্ষক (PTR) (Puple teacher Ratio ) রেশিও নির্ধারণ করা হয়েছিল তা হলো 40:1. অর্থাৎ প্রতি. 40 জন ছাত্রছাত্রী পিছু একজন করে শিক্ষক থাকবেন। যদি এই রেশিওর বাইরে কিছু থাকে অর্থাৎ কোন স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা অনেক বেশি কিন্তু শিক্ষক সংখ্যা কম আবার অন্যদিকে ছাত্রছাত্রী সংখ্যা অনেক কম তুলনায় শিক্ষক শিক্ষকর্মীদের সংখ্যা বেশি । তাহলে যে স্কুলে বেশি সংখ্যক শিক্ষক রয়েছেন, সেই স্কুল থেকে যে স্কুলের শিক্ষক সংখ্যা কম সেই স্কুলে ওই শিক্ষককে ট্রান্সফার করা হবে।
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের 10c মামলা অনুযায়ী যেকোনো শিক্ষক-শিক্ষাকর্মীকে শিক্ষার স্বার্থে যে কোন স্কুলে পাঠানো যেতে পারে। এমনই নিয়ম রয়েছে সম্প্রতি সুপ্রিমকোর্ট থেকে এই সংক্রান্ত রায় ও রাজ্য সরকারের পক্ষে গিয়েছে।
২০২৩ সালে শিক্ষাদপ্তর থেকে সারপ্লাস টিচার্স ট্রান্সফার সংক্রান্ত আরো একটি নোটিফিকেশন জারি হয়েছিল। যেখানে প্রধানত বলা হয়েছিল ছাত্র শিক্ষক অনুপাত ঠিক রাখতে সারপ্লাস ট্রান্সফার করা হবে।
কিভাবে শিক্ষাদপ্তর সারপ্লাস ট্রান্সফার করতে পারে?
বিভিন্ন সূত্র মারফত পাওয়া তথ্য অনুযায়ী এবং বিগত দিনের সারপ্লাস ট্রান্সফার সংক্রান্ত কিছু নোটিফিকেশনের তথ্য অনুযায়ী ব্যক্তিগতভাবে যেটা আপনাদের জানাতে পারি। কিভাবে ট্রান্সফার হতে পারে তার একটা সম্ভাব্য সম্ভাবনা নিয়ে আলোচনা করব। আমি দাবি করছি না যে এই নিয়মে সারপ্লাস ট্রান্সফার হবেই, তবে হতে পারে।
- সারপ্লাস ট্রান্সফার এর জন্য সারপ্লাস টিচার নির্ণয়ের জন্য স্কুলগুলিকে নোটিফিকেশন করতে পারে শিক্ষাদপ্তর অথবা শিক্ষা দপ্তর নিজেই তাদের কাছে থাকা শিক্ষকদের তথ্য অনুযায়ী সারপ্লাস শিক্ষক নির্ণয় করতে পারে।
- সারপ্লাস শিক্ষক নির্ণয়ের পর ট্রান্সফারের জন্য তালিকা প্রকাশ করতে পারে। যেমন ইতিমধ্যে দু দফা হ ১৩০০ এর বেশি সারপ্লাস টিচার ট্রান্সফারের জন্য তালিকা প্রকাশ করেছে শিক্ষাদপ্তর।
- সারপ্লাস শিক্ষকদের মধ্য থেকে সাবজেক্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ এবং সম স্কেল অনুযায়ী কোন শিক্ষককে এক স্কুল থেকে অন্য স্কুলে বদলি করতে পারে।
- বদলি করার ক্ষেত্রে শিক্ষক যে জেলায় চাকরি করেন সেই জেলায় তার পুরাতন স্কুল থেকে বা বাড়ি থেকে ২৫ কিলোমিটার দূরত্বের মধ্যে বদলি করতে পারে।
- প্রথমে নিজস্ব সাব ডিভিশন ও জেলার মধ্যে রাখার চেষ্টা করা হবে, কিন্তু যদি সঠিক শূন্যপদ পাওয়া না যায় তাহলে পার্শ্ববর্তী জেলাতেও বদলি করা যেতে পারে।
- সারপ্লাস টিচার ট্রান্সফারের ক্ষেত্রে যে সমস্ত শিক্ষকের অবসরের বয়স আর মাত্র দু’বছর বাকি আছে তাছাড়া কোন শিক্ষিকার ছোট সন্তান আছে এবং কোন শিক্ষক বা শিক্ষিকা যদি দুরারোগ্য ব্যাধিতে ভোগেন তাহলে তাদেরকে সারপ্লাস ট্রান্সফার থেকে অব্যাহতি দেওয়া হবে।
- Normal সেকশন শিক্ষকদের জন্য নরমাল সেকশনের যে কোন পোস্টে বদলি করা হবে। নরমাল সেকশন শিক্ষক বলতে বোঝায় আপার প্রাইমারি নবম দশম শ্রেণীর শিক্ষকদের বোঝায়। বদলি হবে বিষয় অথবা বিষয়ের গ্রুপ অনুযায়ী। বিষয়ের গ্রুপ বলতে সায়েন্স গ্রুপ ল্যাঙ্গুয়েজ গ্রুপ সোশ্যাল সায়েন্স গ্রুপ অনুযায়ী।
- সারপ্লাস টিচার ট্রান্সফারের ক্ষেত্রে সিনিয়রটি কে প্রায়োরিটি দিতে পারে শিক্ষাদপ্তর। তবে সিনিয়রটি নির্ণয় করা হবে ডেট অফ জয়েনিং নাকি শিক্ষকের বয়স তা এখনো সঠিক বলা সম্ভব নয়। অর্থাৎ কোন শূন্যপদে সর্বশেষ যে শিক্ষক যোগদান করেছেন তাকে সারপ্লাস টিচার হিসেবে চিহ্নিত করা হতে পারে।
- কোন শিক্ষক যদি বদলি নিয়ে বর্তমান স্কুলে এসে সারপ্লাস হন কিন্তু তিনি সিনিয়র শিক্ষক অন্যান্য শিক্ষকের চেয়ে। তাহলে তাকে ট্রান্সফার করা হবে কিনা এ নিয়ে সঠিক তথ্য এখনো জানানো হয়নি।
- সারপ্লাস শিক্ষক নির্ণয়ের পর কাউন্সিলিংয়ের মাধ্যমে স্কুল চয়েজ করা হতে পারে। তবে সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীন।
আপনি সারপ্লাস টিচার কিনা দেখে নিন?
সারপ্লাস শিক্ষক নির্ণয়ের ক্ষেত্রে শিক্ষাদপ্তরের যে প্রপোজাল দেওয়া হয়েছিল ২০১৭ সালে সেটি দেখে নেওয়া যাক। পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষকদের জন্য।
Total Students | Total Teachers | L. group | SC. group | H& G group | PHY group |
upto 50 | স্কুল বন্ধ হয়ে যাবে | ||||
upto 100 | 5 Teacher ,no HM | 2 | 1 | 1 | 1 |
upto 250 | 7. Teacher, No HM | 3 | 2 | 1 | 1 |
upto 350 | 9 Teacher, with HM | 3 | 3 | 2 | 1 |
upto 400 | 11 Teacher, with HM | 4 | 3 | 2 | 2 |
upto 500 | 13 Teacher, with HM | 4 | 4 | 3 | 2 |
above 500 | 13 Teacher with HM | 4 | 4 | 3 | 2 |
সর্বোপরি সারপ্লাস ট্রান্সফার এর ক্ষেত্রে শিক্ষাদপ্তরের চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। তবে কোন সমস্যা দেখা দিলে স্কুল শিক্ষা কমিশনারকে জানানো যাবে । এখন দেখার বিষয় শিক্ষাদপ্তর এই ট্রান্সফারের জন্য কোন নোটিফিকেশন জারি করে কিনা। তাহলে পরিষ্কার একটি গাইডলাইন পাওয়া যাবে।
Surplus Teacher Transfer order pdf