WB Police Recruitment: পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি, শীঘ্রই আবেদন করুন।

MS Bangla News: পশ্চিমবঙ্গ পুলিশে (wb Police Recruitment) গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হতে চলেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী এই পদগুলিতে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন যোগ্যতা কি, জেনে নেওয়া যাক।

পশ্চিমবঙ্গ পুলিশে (wb Police Recruitment) 3 টি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হতে চলেছে।

  1. সিনিয়র সফটওয়্যার ডেভেলপার ( Senior Software Developer)

2.সফটওয়্যার ডেভেলপার, (Software Developer)

  1. সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। (System Administrator)
    পদ গুলিতে নিয়োগ হবে চুক্তিভিত্তিক( Contractual) , এক বছরের জন্য।

উপরোক্ত পদগুলির জন্য যোগ্যতা কি লাগবে বেতন কেমন দেখে নেওয়া যাক

পদের নামযোগ্যতাশূন্যপদবেতন
Senior Software Developer1st class MCA or
1st class M.sc in IT/Computer science, BE in IT/Computer,
B. Tech in IT/ Computer,
5 year Experience
140000/month
Software Developer)1st class MCA or
1st class M.sc in IT/Computer science, BE in IT/Computer,
B. Tech in IT/ Computer,
133000/month
System AdministratorB.Tech/ BE/MCA/ M.sc & OEM, server Linux, server windows129000/month
wb Police details Vacancy 2024

আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। উপরিক্ত পদগুলিতে আবেদন করতে হলে প্রথমে আপনাকে আসতে হবে www.wbpolice.gov.in এই ওয়েবসাইট এ। নিচে আবেদনের জন্য গুরুত্বপূর্ণ লিংক দিয়ে দেওয়া হবে।

আবেদন করার জন্য চাকরি প্রার্থীকে তার ছবি, সই এবং আধার কার্ড, অভিজ্ঞতার সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।

চাকরিতে নিয়োগের জন্য প্রথমে লিখিত পরীক্ষা বা অনলাইন টেস্ট ও পরে প্র্যাকটিকাল টেস্ট। অবশেষে ইন্টারভিউ নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন আবেদন শুরু08.08.2024
অনলাইন আবেদনের শেষ তারিখ23.08.2024
Official NotificationClick here
Online applicationClick here
Official websiteClick here

চাকরিপ্রার্থীর কাছে অনুরোধ পশ্চিমবঙ্গ পুলিশের (wb Police Recruitment) নিজস্ব ওয়েবসাইট যেটির লিঙ্কে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা আবেদন করার আগে নোটিফিকেশন ভালো করে পড়ে নেবেন। যোগ্যতা ভালো করে দেখে নেবেন। এবং শেষে নিশ্চিত হলে তারপরে আবেদন করবেন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment