রাজ্যে 14000 হোম গার্ড নিয়োগ (WB Home Guard Recruitment 2024) করতে চলেছে, অষ্টম শ্রেণী পাশে।

পশ্চিমবঙ্গে হোম গার্ড নিয়োগের ( WB Home Guard Recruitment 2024) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কারা আবেদন করতে পারবেন ।সমস্ত কিছু বিস্তারিত দেখে নিন।

পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম বিভাগে নিয়োগ এখনই আবেদন করুন

পশ্চিমবঙ্গ হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে হোমগার্ড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ,নোটিফিকেশন বিস্তারিত দেখে নেওয়া যাক।

পদের নাম: অস্থায়ী হোম গার্ড (Temporary Home Guard)

মোট শূন্যপদ: 14000 টি।

বয়স সীমা:

১৮ থেকে ৪০ বছর বয়সী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা:

হোমগার্ড নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে অষ্টম শ্রেণী পাস। তবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন , পোস্ট গ্রেজুয়েশন থাকলেও এই পদের জন্য আবেদন করা যাবে।

নিয়োগ প্রক্রিয়া:

অস্থায়ী হোম গার্ড নিয়োগের জন্য কোন লিখিত পরীক্ষা হবে না। তাছাড়া কোন ইন্টারভিউ হবেনা। আবেদনের ভিত্তিতে শূন্য পদ অনুযায়ী নেওয়া হবে। মূলত দশ দিনের জন্য অস্থায়ী হোমগার্ড পদে নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গে দুর্গাপূজা উপলক্ষে ভিড় সামলানোর জন্য পুলিশের সহযোগী হিসেবে কাজ করতে হবে। প্রধানত ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে হবে। যারা এই পদের জন্য নির্বাচিত হবেন তাদের তিনদিনের একটি ফরমাল ট্রেনিং দেওয়া হবে। শারীরিকভাবে সক্ষম চাকরিপ্রার্থীরা এই পদে নিয়োগ পাবেন।

বেতন: অস্থায়ী হোমগার্ড নিয়োগের জন্য চাকরিপ্রার্থীকে প্রতিদিন 626 টাকা করে দেওয়া হবে অর্থাৎ মোট 10 দিনের জন্য 6260 টাকা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

অস্থায়ী হোমগার্ড নিয়োগের জন্য একটি সাদা কাগজে আবেদন করতে হবে আপনার নির্দিষ্ট এলাকার থানাতে। আবেদনপত্রের সঙ্গে দিতে হবে শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কসিট ও সার্টিফিকেট। সেইসঙ্গে ভোটার কার্ড আধার কার্ড ও ব্যাংকের পাস বইয়ের জেরক্স জমা দিতে হবে।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment