ইন্টারভিউ এর মাধ্যমে মুর্শিদাবাদ (wb health jobs) মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভিন্ন পদে চাকরি!

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ (wb health jobs) মেডিকেল কলেজ ও হাসপাতালে সাইকিয়াটিক বিভাগে বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। কারা আবেদন করতে পারবেন দেখে নিন।

মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কাউন্সিলর স্টাফ নার্স ও ডাটা ম্যানেজার নিয়োগ করা হবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং এক বছরের জন্য। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের সাইকিয়াটিক বিভাগে এই নিয়োগ হবে।
বিজ্ঞপ্তি, অফলাইন আবেদন, ইন্টারভিউ ব্যবস্থা, নোটিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত দেখে নেওয়া যাক;

ইন্টারভিউ এর মাধ্যমে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ

পদের নাম: কাউন্সিলর , স্টাফ নার্স ও ডাটা ম্যানেজার।

শূন্যপদ: 3টি।

বিজ্ঞপ্তি নম্বর: MSD/MCH/PR/2791/24 তারিখ: 28.09.24

শূন্য পদের বিবরণ:

  1. কাউন্সিলর:

যোগ্যতা:

ক) সাইকোলজি/ সোসিওলজি /সোশ্যাল ওয়ার্ক এই সমস্ত বিষয়ে গ্রাজুয়েশন থাকতে হবে।

খ) এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

গ) সাইকোলজি/ সোসিওলজি /সোশ্যাল ওয়ার্ক এই সমস্ত বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন থাকলে ও হবে।

বয়স সীমা:

01.07.24 অনুযায়ী 50 বছরের বেশি বয়স হলে চলবে না।

বেতন: 20000 টাকা।

  1. স্টাফ নার্স

যোগ্যতা:

ক) ANM কোর্স করে থাকতে হবে।

খ) এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

গ) GNM ও বিএসসি নার্সিং থাকলেও চলবে।

বয়স সীমা:

01.07.24 অনুযায়ী ৫০ বছরের বেশি বয়স হলে চলবে না।

বেতন: 20000 টাকা।

  1. ডাটা ম্যানেজার:

শিক্ষাগত যোগ্যতা:

ক) গ্রেজুয়েশন ডিগ্রি থাকতে হবে।

খ) কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে।

গ) এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা:

01.07.24 অনুযায়ী 40 বছরের বেশি বয়স হলে চলবে না।

বেতন: 15000 টাকা।

আবেদন পদ্ধতি:

আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন করার জন্য আবেদনপত্র , শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ফটো আইডেন্টি প্রুফ, এক্সপেরিয়েন্স এর সার্টিফিকেট, এক কপি জেরক্স ও অরিজিনাল নিয়ে ইন্টারভিউতে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ এর তারিখ ও সময়:

ইন্টারভিউ হবে 29.10.24 তারিখে সময় দুপুর 2.30 টা।

ইন্টারভিউ এর স্থান:

কলেজ কাউন্সিল রুম, অফিস অফ দা প্রিন্সিপাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বহরমপুর, মুশিদাবাদ।

রিপোর্টিং টাইম: ইন্টারভিউ এর জন্য দুপুর একটার মধ্যে উপস্থিত হতে হবে । 29.10.24 তারিখে।

গুরুত্বপূর্ণ লিংক

Recruitment Notification PDF

official website: Click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

Leave a Comment

Exit mobile version