পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ (wb health jobs) মেডিকেল কলেজ ও হাসপাতালে সাইকিয়াটিক বিভাগে বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। কারা আবেদন করতে পারবেন দেখে নিন।
মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কাউন্সিলর স্টাফ নার্স ও ডাটা ম্যানেজার নিয়োগ করা হবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং এক বছরের জন্য। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের সাইকিয়াটিক বিভাগে এই নিয়োগ হবে।
বিজ্ঞপ্তি, অফলাইন আবেদন, ইন্টারভিউ ব্যবস্থা, নোটিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত দেখে নেওয়া যাক;
ইন্টারভিউ এর মাধ্যমে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ
পদের নাম: কাউন্সিলর , স্টাফ নার্স ও ডাটা ম্যানেজার।
শূন্যপদ: 3টি।
বিজ্ঞপ্তি নম্বর: MSD/MCH/PR/2791/24 তারিখ: 28.09.24
শূন্য পদের বিবরণ:
- কাউন্সিলর:
যোগ্যতা:
ক) সাইকোলজি/ সোসিওলজি /সোশ্যাল ওয়ার্ক এই সমস্ত বিষয়ে গ্রাজুয়েশন থাকতে হবে।
খ) এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
গ) সাইকোলজি/ সোসিওলজি /সোশ্যাল ওয়ার্ক এই সমস্ত বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন থাকলে ও হবে।
বয়স সীমা:
01.07.24 অনুযায়ী 50 বছরের বেশি বয়স হলে চলবে না।
বেতন: 20000 টাকা।
- স্টাফ নার্স
যোগ্যতা:
ক) ANM কোর্স করে থাকতে হবে।
খ) এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
গ) GNM ও বিএসসি নার্সিং থাকলেও চলবে।
বয়স সীমা:
01.07.24 অনুযায়ী ৫০ বছরের বেশি বয়স হলে চলবে না।
বেতন: 20000 টাকা।
- ডাটা ম্যানেজার:
শিক্ষাগত যোগ্যতা:
ক) গ্রেজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
খ) কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে।
গ) এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা:
01.07.24 অনুযায়ী 40 বছরের বেশি বয়স হলে চলবে না।
বেতন: 15000 টাকা।
আবেদন পদ্ধতি:
আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন করার জন্য আবেদনপত্র , শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ফটো আইডেন্টি প্রুফ, এক্সপেরিয়েন্স এর সার্টিফিকেট, এক কপি জেরক্স ও অরিজিনাল নিয়ে ইন্টারভিউতে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ এর তারিখ ও সময়:
ইন্টারভিউ হবে 29.10.24 তারিখে সময় দুপুর 2.30 টা।
ইন্টারভিউ এর স্থান:
কলেজ কাউন্সিল রুম, অফিস অফ দা প্রিন্সিপাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বহরমপুর, মুশিদাবাদ।
রিপোর্টিং টাইম: ইন্টারভিউ এর জন্য দুপুর একটার মধ্যে উপস্থিত হতে হবে । 29.10.24 তারিখে।
গুরুত্বপূর্ণ লিংক
official website: Click here