Headmaster Recruitment: রাজ্যে প্রধান শিক্ষক নিয়োগ হতে চলেছে!

হুগলি জেলা প্রাথমিক শিক্ষা পরিষদ থেকে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক নিয়োগ (Headmaster Recruitment) হতে চলেছে। প্রধান শিক্ষক নিয়োগের যোগ্যতা নিয়োগ পদ্ধতি শর্তাবলী আবেদন পদ্ধতি সমস্ত কিছু দেখে নেওয়া যাক;

পশ্চিমবঙ্গ সরকার, স্কুল শিক্ষাদপ্তর, হুগলি, প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে প্রধান শিক্ষক নিয়োগের (Headmaster Recruitment) নীতিমালা প্রকাশ করা হয়েছে 2016 সালে সংশোধিত নিয়ম অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া চলবে।

31.12.24 এর শূন্যপদ অনুযায়ী প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ (Headmaster Recruitment) করা হবে। এর জন্য হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা পর্ষদ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে।

যোগ্যতা:

প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের (Headmaster Recruitment) জন্য যে যোগ্যতা মান নির্ধারণ করা হয়েছে তা দেখে নেওয়া যায়;

  1. ট্রেন্ড প্রাইমারি টিচার যারা পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী “এ” ক্যাটাগরির সুবিধা পেয়ে থাকেন।
  2. 01.01.2024 তারিখ অনুযায়ী কমপক্ষে পাঁচ বছর ধারাবাহিক ও সন্তোষজনক প্রাথমিক স্কুলে চাকরি করে থাকতে হবে।
  3. যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা চাইল্ড কেয়ার লিভ/ মেডিকেল লিভ/ মাতৃত্ব কালীন ছুটিতে রয়েছেন তারাও আবেদন করতে পারবে না।
  4. যে সার্কেলের অধীন চাকরিগত সেই সার্কেলেই প্রধান শিক্ষক নিয়োগের জন্য আবেদন করতে হবে।

আরো পড়ুন, উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকলেও শিক্ষকদের অফলাইনে মিউচুয়াল ট্রান্সফার!

অযোগ্যতা:

নিম্নলিখিত যোগ্যতা গুলি প্রধান শিক্ষক নিয়োগের পথে বাধা হতে পারে। এই সমস্ত কারণে প্রধান শিক্ষক নিয়োগে (Headmaster Recruitment) আবেদন করতে পারবেন না কোন শিক্ষক বা শিক্ষিকা।

  1. কোন শিক্ষক দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিত থাকলে শিক্ষক শিক্ষক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন না।
  2. আগে প্রধান শিক্ষক হিসাবে যারা নিয়োজিত হয়েছিলেন কিন্তু কিন্তু হুগলি ডিপিএসসি কোন কারণে তাকে সেই পদ থেকে অব্যাহতি দিয়েছেন, তারা আবেদন করতে পারবেন না ।
  3. 01.07.96 সালের আগে শুধুমাত্র বিএড কোয়ালিফিকেশন থাকা এবং ছয় মাসের স্পেশাল কোর্স ছাড়া “এ” ক্যাটাগরির সুবিধা ভোগ করছেন।
  4. যদি কোন শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকে অথবা বিচারাধীন বা সাময়িক বরখাস্ত হয়ে থাকেন তাহলে তারা আবেদন করতে পারবেন না।
  5. যদি কোন শিক্ষক বা শিক্ষিকার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকে।
  6. অসম্পূর্ণ আবেদন এবং অপর্যাপ্ত নথি দিয়ে আবেদন করলে আবেদন বাতিল হবে।
  7. মেমো নম্বর 1295/DPSC Hooghly তারিখ 12.09.2023 পূর্ববর্তী নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছিলেন কিন্তু কাউন্সিলিংয়ে উপস্থিত হননি অনিচ্ছুক বা স্কুলে যোগদান করেননি তারা আবেদন করতে পারবেন না।

সিনিয়রটি কিভাবে নির্ধারিত হবে?

  1. 2023 সালের পূর্ববর্তী প্যানেল থেকে শূন্য পদের ভিত্তিতে যদি কাউন্সিলিংয়ের সুযোগ না পান, তাহলে পরবর্তী বছর সেই প্যানেল বহাল থাকবে এবং উক্ত শিক্ষকের নাম ২০২৪ প্যানেলে প্রথমে থাকবে।
  2. ডিপিএসসি হুগলিতে প্রথম জয়নিং এর ভিত্তিতে সহকারী শিক্ষক হিসেবে নিযুক্ত হলে।
  3. হুগলি ডিপিএসসির অধীনে অন্য জেলা থেকে আন্ত:জেলা ট্রান্সফারের মাধ্যমে যোগদান করে থাকলে।
  4. একই সার্কেলে একই দিনে দুই শিক্ষক যোগদান করলে, সে ক্ষেত্রে শিক্ষকের জন্ম তারিখ তার সিনিয়ারিটি হিসেবে গণ্য হবে।
  5. একই সার্কেলে একাধিক শিক্ষকের যোগদান এর তারিখ ও জন্ম তারিখ এক হলে এক্ষেত্রে সিনিয়ারিটি হিসেবে গণ্য হবে, যে শিক্ষক প্রথম প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন।

আবেদনপত্র জমা দেওয়ার তারিখ:

  1. নির্ধারিত ফরমেটে আবেদন করতে হবে। সঙ্গে যাবতীয় নথি সব প্রত্যায়িত নকল জমা দিতে হবে। 06.09.24 থেকে 17.09.24 বিকাল ৫ টা পর্যন্ত। সাব ইন্সপেক্টর অফ স্কুল এর অফিসে জমা দিতে হবে।
  2. নির্দিষ্ট সময়সীমার বাইরে হুগলি ডিপিএসসিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

প্রধান শিক্ষক প্যানেলের মেয়াদ:

  1. বিধি মোতাবেক অনুমোদনের তারিখ থেকে এক বছর পর্যন্ত প্যানেলের বৈধতা থাকবে।
  2. অযোগদান/ সারেন্ডার হলে প্রধান শিক্ষকের নিয়োগ পত্র প্যানেলে থাকা পরবর্তী শিক্ষককে সুযোগ দেওয়া হবে।

পোস্টিং:

  1. যদি কোন স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা দশের কম থাকে, সেই স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের জন্য ফাইনাল ডিসিশন নেবে হুগলি ডিপিএসসি।
  2. নিয়োগ পত্রে উল্লেখিত সময়ের মধ্যে অবশ্যই জয়েন করতে হবে।বিশেষ পরিস্থিতিতে হুগলি ডিপিএসি কোনো শিক্ষক বা শিক্ষিকা যেমন (medical leave/ CCL/ Maternity Leave) নিয়ে থাকলে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
  3. নির্দিষ্ট সময়ের মধ্যে কোন শিক্ষক জয়েন না করলে ওই শিক্ষকের প্রার্থীপদ বাতিল করা হবে। ওই শিক্ষকের সঙ্গে কোন যোগাযোগ ছাড়াই প্যানেল থেকে নাম বাদ দেওয়া হবে।

Hooghly DPSC Headmaster Recruitment notification

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment