WB Head Teacher Recruitment: সহকারী শিক্ষক থেকে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মাধ্যমে নির্দিষ্ট নিয়োগ-নীতি মেনে প্রধান শিক্ষক (Head Teacher Recruitment) হওয়া যায়। কিন্তু এবার উল্টো পূরণ ! প্রধান শিক্ষক থেকে সহকারী শিক্ষক পদে নিয়োগের নোটিশ দিল জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। কি কারনে এই নোটিশ? এমন উলট-পুরান কি করা যায় দেখে নেওয়া যাক।
প্রাথমিক স্কুলে হেড টিচার নিয়োগ (Head teacher Recruitment)বিভিন্ন ডিপিএস এর মাধ্যমে হয়েছে এবং হচ্ছে। প্রাথমিকে হেড টিচার নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা কাল সব মিলিয়ে তারপর কোন সহকারী শিক্ষক হেড টিচার হতে পারেন। কিন্তু এবার মালদা ডিপিএসসি থেকে সাব ইন্সপেক্টর অফ স্কুল কে মালদার কালিয়াচক সাউথ সার্কেলের একজন শিক্ষককে প্রধান শিক্ষক থেকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য নির্দেশ দিয়েছে। ঐ শিক্ষক তার পূর্বের স্কুলে সহকারী শিক্ষক হিসেবে ফিরবেন।
মালদা ডিপিএসসি থেকে এ নিয়ে একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যার মেমো নম্বর 2117/MDPSC/24 তারিখ 22.08.24 সেই নোটিফিকেশনে পরিষ্কার বলা হয়েছে যে – হেড টিচার অনিন্দ্য কান্তি দত্ত মহাশয় কে খলতিপুর এম জি ডি স্কুল থেকে হেড টিচার পদ (Head Teacher Recruitment) থেকে অব্যবহতি দেওয়া হল।
মালদা ডিপিএসসি থেকে নির্দেশ দেওয়া হয়েছে হেড টিচার (Head Teacher Recruitment) অনিন্দ্য কান্তি দত্ত মহাশয় খলতিপুর এমজিডি স্কুল থেকে তার পূর্বের স্কুল জি জি ওসমানী প্রাইমারি স্কুল এ সহকারী শিক্ষক হিসাবে যোগদান করবেন। তা আগামী পহেলা সেপ্টেম্বর ২০২৪ তারিখে। শেষে এও বলা হয়েছে ওই শিক্ষককে দ্রুত তার পূর্বের স্কুলে নিয়োগ দেওয়া হোক এবং সেই সম্পর্কিত সমস্ত কাগজপত্র ডিপিএসসিতে জমা করার কথা বলা হয়েছে এস আইকে।
এখন প্রশ্ন হল হেড টিচার (Head Teacher Recruitment) থেকে কি সহকারী শিক্ষক হিসেবে পুনরায় ফিরে আসা যায়? এ প্রসঙ্গে সহকারী শিক্ষক শুভ তোজো মান্না স্যার বলেছেন – ডিপিএসসি তার ক্ষমতা বলে এমনটি করতে পারেন। এ নিয়ে নির্দিষ্ট অর্ডার ও রয়েছে খুব সহজে এটি সম্পন্ন হবে। কেবলমাত্র ওই শিক্ষকের ৪০০ টাকা বাড়তি পেতেন সেটা বাদ যাবে।
তবে কি কারণে ওই শিক্ষক হেড টিচার থেকে সহকারী শিক্ষকের ফেরত আসছেন সে বিষয়ে তেমন কোন তথ্য পাওয়া যায়নি।
Malda DPSC Order Click here