WB Food Department Recruitment 2024: খাদ্য দপ্তরের শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা জেনে নিন।
পাঞ্জাব সিন্ধ ব্যাংকে চাকরির সুযোগ এখনই আবেদন করুন
পদের নাম :
এই চাকরির জন্য মোট তিনটি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে । পদগুলি হল –
১. সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল
২. ডেটাবেস অ্যাডডমিনিস্ট্রেটর
৩. সফটওয়্যার ডেভলপার
শিক্ষাগত যোগ্যতা :
যে সকল আগ্রহী প্রার্থীরা সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল পদের জন্য আবেদন করতে চান, তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই কম্পিউটার সাইন্সে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং(BE ) , ব্যাচেলার অফ টেকনোলজি (B.TECH) ডিগ্রী পাস হতে হবে।
বেতন :
খাদ্য দপ্তরে চাকরির বেতন সবিস্তারে জানানো হলো –
• ডেটাবেস অ্যাডডমিনিস্ট্রেটর পদে কর্মরতদের মাসিক বেতন হবে ৪০,০০০ টাকা।
- সফটওয়্যার ডেভিলপার পদে কর্মরতদের মাসিক বেতন হবে ৩৩,০০০ টাকা ।
- সফটওয়্যার সাপোর্ট personal পদে কর্মরতদের মাসিক বেতন হবে ২১,০০০ টাকা ।
আবেদন প্রক্রিয়া :
যারা খাদ্য দপ্তরের নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে ইচ্ছুক, তারা সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ টি খুলবেন , তারপর আবেদনের লিংকে ক্লিক করবেন । সেখান থেকে আবেদনের ফর্ম ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট একত্রে সাবমিট করবেন । এইভাবেই আবেদনকারীরা নিজেদের আবেদন পত্র জমা দিয়ে দেবেন অনলাইনের মাধ্যমে।
আবেদনের সময়সীমা :
এই চাকরির নিয়োগের আবেদন প্রক্রিয়া, গ্রহণ করা শুরু হয়ে গেছে । আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ শে অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে নিজ নিজ আবেদন সাবমিট করে দেবেন । এ বিষয়ে আরো কিছু জানার থাকলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
গুরুত্বপূর্ণ লিংক:
wb food Department Recruitment Notification pdf
Official website: click here