DA update News today: বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে একটি শিক্ষক সংগঠন। সম্প্রতি নবান্নের সামনে তিন দিন ধর্না কর্মসূচিও রেখেছিল। এরপর মাননীয় শিক্ষা সচিব ও মুখ্যমন্ত্রীকে গুরুত্বপূর্ণ দাবি পত্র পেশ করলেন সংগ্রামী যৌথ মঞ্চ। দাবি পত্রে DA ছাড়াও আরো কি কি দাবি তোলা হয়েছে দেখে নেওয়া যাক।
সূচিপত্র
মহার্ঘ ভাতা (DA)
সর্বভারতীয় ভোগ্য পণ্য সূচক AICPI অনুসারে প্রাপ্য দিন থেকে মহার্ঘ ভাতা (DA) অবিলম্বে প্রদান করতে হবে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুসরণ করে কেন্দ্র ও অন্যান্য রাজ্যের মত প্রাপ্য দিন থেকে মহার্ঘ ভাতা (DA) দেওয়া হোক। ভারতবর্ষের অন্যান্য রাজ্য পারলেও পশ্চিমবঙ্গ সরকার চূড়ান্তভাবে ব্যর্থ। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে বেতনের কার্যকরী মূল্যের যে ক্ষতি হয় তা পূরণ করার উদ্দেশ্যে মহার্ঘ ভাতা দেওয়া হয়ে থাকে। আদর্শ নিয়়গকর্তা হিসেবে রাজ্য এই দায় এড়াতে পারে না।
দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অবসরপ্রাপ্তরা। দিল্লির বঙ্গভবন এবং চেন্নাই ইয়ুথ হোস্টেল এ কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা যেখানে কেন্দ্রের হারে ডিএ পায়। সেখানে রাজ্য সরকারি কর্মীরা কেন বঞ্চিত হবেন। তাই আমাদের দাবি এআই সিপিআই (AICPI ) অনুসারে স্থায়ী মহার্ঘ ভাতা প্রদানের আদেশনামা জারি করতে হবে।
সমস্ত শূন্য পদে স্থায়ী নিয়োগ:
জনগণের কাছে সঠিক সময়ে পরিষেবা পৌঁছাতে গেলে সমস্ত শূন্যপদ দ্রুত পূরণ প্রয়োজন । স্বচ্ছ নিয়োগের মাধ্যমে রাজ্যের বর্তমান যে ৬ লক্ষ শূন্যপদ রয়েছে তা অবিলম্বে পূরণ করতে হবে। যে সব ক্ষেত্রে নিয়োগের পরেও এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি , সেখানে দ্রুত নিয়োগপত্র প্রদান করতে হবে।
অস্থায়ীদের স্থায়ীকরণ:
বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত অস্থায়ী চাকরিজীবীরা রয়েছেন, তাদের মধ্যে যারা যোগ্য তাদের অবিলম্বে স্থায়ী কর্মচারীর মর্যাদা দিতে হবে। এবং সম যোগ্যতার সমবেতন দিতে হবে।
পিতৃত্বকালীন ছুটির জন্য আবেদন কিভাবে করবেন দেখে নিন
প্রতিহিংসা মূলক বদলি বাতিল:
বর্তমানে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিহিংসা মূলক বদলি দিচ্ছে সরকার। এই সমস্ত বদলির ফলে মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার ব্যাহত হচ্ছে। বদলির ফলে কর্মচারীরা মানসিকভাবে বিধ্বস্ত থাকছে। ফলে সরকারি পরিষেবা ঠিকমতো দিতে পারছেন না। রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলে বদলির ভয় দেখিয়ে ভীতির সঞ্চার করা হচ্ছে। গণতান্ত্রিক দেশে এগুলো কাম্য নয়।
এসএসসি ২০১৬ নিয়োগ প্রক্রিয়া:
সুপ্রিম কোর্টের পূর্বের শুনানি মোতাবেক এসএসসি ২০১৬ নিয়োগ প্রক্রিয়া নিয়ে সম্ভাব্য আগামী ৭ জানুয়ারি ২০২৫ এ সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে শিক্ষা দপ্তর ও স্কুল সার্ভিস কমিশন কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যোগ্য অযোগ্যদের আলাদা লিস্ট করে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে কমিশন ও শিক্ষা দপ্তরকে। যাতে একটিও যোগ্য শিক্ষক বঞ্চিত না হন। স্কুল সার্ভিস কমিশন ও শিক্ষা দপ্তরের ভুলের মাশুল যোগ্য চাকরিপ্রার্থীদের যেন না দিতে হয়।
উপযুক্ত বিষয়গুলো সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য ডেপুলেশন দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। সংগ্রামী যৌথ মঞ্চের আহবাহক অনিরুদ্ধ ভট্টাচার্য, ভাস্কর ঘোষ ও চন্দন গড়াই এর পক্ষ থেকে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | জয়েন করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |