Utsashree Teacher Transfer: অফলাইনে মিউচুয়াল ট্রান্সফারের অর্ডার!

Utsashree Teacher Transfer: উৎসশ্রী অনলাইন ট্রান্সফার প্রক্রিয়া বন্ধ থাকার ফলে অফলাইনে মিউচুয়াল ট্রান্সফারের (Mutual transfer) অর্ডার পেলেন শিক্ষক ও শিক্ষিকা। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের ট্রান্সফার প্রক্রিয়া চলে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে। উৎসশ্রী পোর্টাল (Utsashree Teacher Transfer) বন্ধ থাকায় ট্রান্সফার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। যার ফলে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা, এবারও তা ব্যতিক্রম হয়নি।

নদীয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল (DPSC) এর অন্তর্গত একই জেলার মধ্যে মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন এক শিক্ষক অরিজিৎ আচার্য্য ও শিক্ষিকা অনন্যা ভট্টাচার্য। নদীয়ার ডিপিএসসি এই দুই শিক্ষক ও শিক্ষিকার মিউচুয়াল ট্রান্সফারের (Mutual transfer) আবেদন মঞ্জুর করেননি। ফলস্বরূপ এই দুই শিক্ষক ও শিক্ষিকা মিউচুয়াল ট্রান্সফারের জন্য হাইকোর্টের দ্বারস্থ হন।

শিক্ষক অরিজিৎ আচার্য ও শিক্ষিকা অনন্যা ভট্টাচার্য ইতিমধ্যেই দুই বছর সার্ভিস পূর্ণ করেছেন কিন্তু এখনো কনফার্মেশন পাননি। তারা মিউচুয়াল ট্রান্সফারে আবেদন করেন। কিন্ত উৎসশ্রী পোর্টাল (Utsashree Teacher Transfer) বন্ধ থাকার কারনে তারা ট্রান্সফার পাননি।

মাননীয়া বিচারপতি অমৃতা সিনহা এই শিক্ষক-শিক্ষিকার ট্রান্সফারের জন্য আদেশ দেন এবং আগামী 90 দিনের মধ্যে অফলাইনে শিক্ষক ও শিক্ষিকার মিউচুয়াল ট্রান্সফার কার্যকর করার নির্দেশ দেওয়া হয় নদিয়া ডিপিএসিকে। পিটিশনারের আইনজীবী হিসেবে ছিলেন শুভ্র প্রকাশ লাহিড়ী।

ট্রান্সফার সংক্রান্ত মাননীয়া বিচারপতি অমৃতা সিনহার অর্ডার কপি পেতে এখানে Click here করুন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

1 thought on “Utsashree Teacher Transfer: অফলাইনে মিউচুয়াল ট্রান্সফারের অর্ডার!”

Leave a Comment