পশ্চিমবঙ্গের প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ট্রান্সফারের অনলাইন পোর্টাল হল উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) । যা বর্তমানে বন্ধ থাকলেও ট্রান্সফার কিন্তু বন্ধ হয়নি মিউচুয়াল ট্রান্সফার (Mutual transfer)অফলাইনে পেলেন এক শিক্ষক ও শিক্ষিকা। কিভাবে দেখে নিন!
কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন শিক্ষক ও শিক্ষাকর্মীদের অনলাইন ট্রান্সফার পোর্টাল (Utsashree Portal) বন্ধ থাকলেও অফলাইনে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ট্রান্সফার প্রক্রিয়া চালাতে হবে। এমনকি কলকাতা হাইকোর্টের আরো অন্যান্য বিচারপতি ওই একই কথা বারবার বলেছেন। উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) বন্ধ থাকার অজুহাতে ট্রান্সফার প্রক্রিয়া বন্ধ রাখা যাবে না। এবার অফলাইনে মিউচুয়াল ট্রান্সফার (Mutual transfer) রেকমেন্ডেশন পেলেন শিক্ষক তন্ময় রাউত ও শিক্ষিকা মধুমিতা বাগ মান্না।
আরো পড়ুন , পাঁচ বছরের কম সার্ভিসে ও মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফার
শিক্ষক সঞ্জয় রাউত ও শিক্ষিকা মধুমিতা বাগ মান্না মিচুয়াল ট্রান্সফারের (Mutual transfer) জন্য সংশ্লিষ্ট ডিপিএসসিতে আবেদন করেন কিন্তু ওই ডিপিএসসি তাদের মিউচুয়াল ট্রান্সফার (Mutual transfer) প্রক্রিয়া নিয়ে কোন পদক্ষেপ করেননি । ফলে ওই দুই শিক্ষক ও শিক্ষিকা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্ট সমস্তটা বিচার বিবেচনা করে নির্দেশ দেন আগামী 10 সপ্তাহের মধ্যে এই দুই শিক্ষক ও শিক্ষিকার মিউচুয়াল ট্রান্সফার (Mutual transfer) প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং তাদের পছন্দের স্কুলে ট্রান্সফার দিতে হবে। এ মামলার আইনজীবী হিসেবে ছিলেন শুভ্র প্রকাশ লাহিড়ী।
মাননীয় হাইকোর্টের নির্দেশ মতো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই দুই শিক্ষক ও শিক্ষিকার পছন্দের স্কুলে ট্রান্সফারের জন্য রেকমেন্ডেশন জারি করলেন।