Utsashree Portal Mutual transfer Problem: দীর্ঘ আড়াই বছর পর উৎসশ্রী পোর্টাল মিউচুয়াল ট্রান্সফারের জন্য খুললেও আবারও সমস্যায় শিক্ষক-শিক্ষাকর্মীরা। গত বৃহস্পতিবার উৎসশ্রী পোর্টাল মিউচুয়াল ট্রান্সফারের জন্য খুলে দেওয়া হয়েছে কিন্তু একাধিক সমস্যায় অনেকেই ট্রান্সফার নিতে পারছেন না। এর কারণগুলো কি কি? তা বিস্তারিত দেখে নেওয়া যাক ও সমাধানের পথ দেখে নেওয়া যাক।
মিউচুয়াল ট্রান্সফার (Mutual transfer)প্রক্রিয়া শুরু হলেও যে সমস্যাগুলির সমাধান প্রয়োজন সেগুলি হল:
- যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীরা ইতিমধ্যেই ট্রান্সফার নিয়ে ফেলেছেন। ট্রান্সফার হয়ে যাওয়া শিক্ষকদের আগের স্কুলের নামটাই দেখাচ্ছে। এতে পার্টনার খুঁজতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। একজন শিক্ষক জানিয়েছেন তিনি ট্রান্সফার নিয়েছেন তিন বছর আগে অথচ এই একই কারণে এখনো অনেকেই তাকে ফোন করে মিউচুয়াল ট্রান্সফারের (Mutual transfer) জন্য বলছেন।
Utsashree Portal Mutual transfer Application online
- মিউচুয়াল ট্রান্সফার (Mutual transfer) বা ততোধিক অর্থাৎ ৩-৪ জনের মধ্যে হওয়া উচিত। এতে কোন অসুবিধা হবে না। বরং জেনারেল ট্রান্সফারের উপর চাপটা কমবে। বহু শিক্ষক- শিক্ষাকর্মীরা আরো সুযোগ পাবেন।
- মিউচুয়াল ট্রান্সফারের (Mutual transfer) ক্ষেত্রে পাঁচ বছরের বিধি নিষেধ তুলে নিতে হবে অর্থাৎ লকিং পিরিয়ড পাঁচ বছর রাখা যাবে না। অনেকে দূরত্ব কমানোর জন্য বাড়ি থেকে দূরে হলেও মিউচুয়াল ট্রান্সফার নিয়েছেন। সেই সমস্ত শিক্ষকরা যদি আবারও সুযোগ পান । তাহলে তারা একেবারে বাড়ির কাছে পৌঁছোতে পারবেন। এর ফলে জেনারেল ট্রান্সফারের চাপটা কমবে।
- সমস্ত স্কুলের নাম উৎসশ্রী পোর্টালের তালিকায় দেখা যাচ্ছে না অথচ একই ব্যক্তির নাম একাধিকবার পোর্টালে দেখানো হচ্ছে। এটা যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে।
- নরমাল সেকশনে থেকে একই স্কেলের ব্যক্তিরা এইচএস সেকশনের সঙ্গে মিউচুয়াল (Mutual transfer) নিতে পারছেন না। এর ফলে অনেকেই বঞ্চিত হচ্ছেন। ফলে সেকশন সমস্যা দ্রুত মেটানো হোক।
- মিউচুয়াল ট্রান্সফারে যারা এর আগে দরখাস্ত জমা করেছিলেন সেই সমস্ত পেন্ডিং কেস গুলি দ্রুত ছেড়ে দিতে হবে।
- মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে যাদের পোর্টাল লক হয়ে গিয়েছিল এবং আনলক এর জন্য আবেদনও করেছেন তাদের দ্রুত আনলক করে দিতে হবে।
- প্রাথমিক স্কুলের শিক্ষকদের একই সার্কেলে মিউচুয়াল ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে।
এই সমস্ত সমস্যাগুলির দ্রুত সমাধান চেয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী মহাশয় কমিশনার অফ স্কুল এডুকেশন, প্রিন্সিপাল সেক্রেটারি এবং এসএসসি চেয়ারম্যানকে ডেপুটেশন দিয়েছেন । তিনি জানান পোর্টাল আপডেট করে এই সমস্ত সমস্যাগুলি সমাধান করে দ্রুত মিউচুয়াল ট্রান্সফারের ব্যবস্থা করা হোক।
উৎসশ্রী পোর্টাল অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | জয়েন করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |