উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal Mutual transfer) বন্ধ থাকার আগে থেকে যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীরা মিউচুয়াল ট্রান্সফারের আবেদন করেছিলেন, পোর্টাল বন্ধ থাকার জন্য ছাড়া হয়নি তাদের জন্য ভালো খবর!
উৎসশ্রী পোর্টালে মিউচুয়াল ট্রান্সফারের (Utsashree Portal Mutual transfer) আবেদন করা যায় অনলাইনে, পোর্টাল বন্ধ হওয়ার আগে থেকেই বহু শিক্ষক ও শিক্ষাকর্মীরা মিউচুয়াল ট্রান্সফারের আবেদন করে রেখেছিলেন কিন্তু পোর্টাল বন্ধ হয়ে যাওয়ার কারণে মিউচুয়াল ট্রান্সফার পাননি। পোর্টাল বন্ধ থাকলেও তাদের মিউচুয়াল ট্রান্সফার দিতে হবে। এ নিয়ে কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। যার কেস নম্বর WPA 22076 of 2024 পল্লব বিশ্বাস ও অনুপ কুমার রায় বনাম দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এর করা মামলায় একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য।
উৎসশ্রী পোটাল চালু থাকাকালীন দুইজন শিক্ষক পল্লব বিশ্বাস ও অনুপ কুমার রায় মিউচুয়াল ট্রান্সফারের জন্য অনলাইনে আবেদন করেন এবং সেই আবেদন প্রধান শিক্ষকদের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের কাছে পৌঁছায়। কিন্তু এখনো পর্যন্ত সেই মিউচুয়াল ট্রান্সফার এর কোন রেকমেন্ডেশন জারি করেনি স্কুল সার্ভিস কমিশন। কারণ হিসাবে বলা হয়েছে যেহেতু উৎসশ্রী পোর্টাল বন্ধ রয়েছে তাই এই মুহূর্তে মিউচুয়াল ট্রান্সফার প্রসেস করা যাবেনা।
এরপর ওই শিক্ষকগণ মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হন। মহামান্য হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বিষয়টিকে পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে নির্দেশ দেন যে ওই দুই শিক্ষকের মিউচুয়াল ট্রান্সফার যাতে ৬ সপ্তাহের মধ্যে সম্পন্ন হয় তার জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
মাননীয় বিচারপতি এও বলেছেন যে উৎসশ্রী পোর্টাল সাসপেনশন থাকার কারণে মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া বন্ধ রাখা যাবে না।