Utsashree Portal: শিক্ষকদের প্রোফাইল ভেরিফিকেশনের নোটিশ।

উৎসশ্রী পোর্টালে (Utsashree Portal) শিক্ষকদের প্রোফাইল ভেরিফিকেশনের নোটিশ দিল ডিআই ( DI)। হঠাৎ করে এই শিক্ষকদের প্রোফাইল ভেরিফিকেশন এর কারণ কি? কোন কোন সাব ডিভিশনের শিক্ষকদের প্রোফাইল ভেরিফিকেশন হবে? কিভাবে প্রোফাইল ভেরিফিকেশন হবে সে বিষয়ে এই নোটিফিকেশনে কি জানা যাচ্ছে তা দেখে নেওয়া যাক।

ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ( DI) দক্ষিণ 24 পরগনা মেমো নম্বর 572/Gen, তারিখ 02.08.24 অনুযায়ী সকল প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশন জারি করা হয়েছে। দ্রুত উৎসশ্রী পোর্টালে (Utsashree Portal) প্রোফাইল ভেরিফিকেশন এর কাজ শেষ করতে হবে সেই সঙ্গে হার্ড কপি ও পাঠাতে হবে।

হঠাৎ করে শিক্ষকদের উৎসশ্রী পোর্টালে (Utsashree Portal) প্রোফাইল ভেরিফিকেশন এর কারণ হলো- হাইকোর্টে সোমা রায় ভার্সেস পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এন্ড আদারস মামলা। এই ভেরিফিকেশনের মূল উদ্দেশ্য হলো- উৎসশ্রী পোর্টালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের সঠিক তথ্য রয়েছে কিনা! কোন ভুয়ো শিক্ষক আছে কিনা ! তা জানার জন্য এই ভেরিফিকেশন। তাছাড়া অনেকেই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ট্রান্সফার নিয়ে এসেছেন তাদের প্রোফাইলেও ট্রান্সফার হয়ে এসেছে সেইসব প্রোফাইলে যদি কোন ভুল থেকে থাকে তা দ্রুত সমাধান করে নিতে হবে।

ডি আই থেকে নির্দেশ দেও য়া হয়েছে আগামী 5 ই আগস্ট এর মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে। তবে head of the institution এর থেকে উৎসশ্রী পোর্টালে (Utsashree Portal) কোন তথ্য এডিট করা যাবে না। কোন তথ্য পরিবর্তন করতে গেলে সেই সম্পর্কীয় অরিজিনাল ডকুমেন্ট ডিআইকে পাঠাতে হবে এবং ডিআই এর পক্ষ থেকে সেগুলি পরিবর্তন করে দেওয়া হবে।

দক্ষিণ ২৪ পরগনার ডিআই এর অন্তর্গত আলিপুর, বারইপুর এছাড়া এ ডি আই এর অন্তর্গত ডায়মন্ড হারবার, ক্যানিং, কাকদ্বীপ এই সমস্ত সাব ডিভিশনের শিক্ষকদের প্রোফাইলের তথ্য ভেরিফিকেশন হবে।

জানা যাচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই সমস্ত সাব ডিভিশন, যাদের নাম উপরে উল্লেখ রয়েছে। তারা ৫ ই আগস্ট এর মধ্যে এই কাজটি সম্পন্ন করবেন।

অর্ডার কপি : click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

1 thought on “Utsashree Portal: শিক্ষকদের প্রোফাইল ভেরিফিকেশনের নোটিশ।”

Leave a Comment