শিক্ষক শিক্ষাকর্মীদের ট্রান্সফারের (wb Teacher Transfer) জন্য রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসশ্রী পোর্টাল ( Utsashree Portal) চালু করেছেন। এই পোর্টালের আওতায় সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল গুলির শিক্ষক ও শিক্ষাকর্মীরা অনলাইনে ট্রান্সফার পেয়ে থাকেন। দীর্ঘদিন হল উৎসশ্রী পোর্টাল ( Utsashree portal) বন্ধ রয়েছে কিন্তু এবার এই পোর্টাল খোলা হবে বলে জানা যাচ্ছে।
উৎসশ্রী পোর্টাল আগামী ৩১ শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বন্ধ থাকবে। এ বিষয়ে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর ( wbsed) আগেই নোটিফিকেশন জারি করেছে কিন্তু বর্তমানে শিক্ষক শিক্ষাকর্মীদের সমস্ত রকম ট্রান্সফার বন্ধ থাকায় মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছেন অনলাইন উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) বন্ধ থাকলেও প্রাথমিক শিক্ষকদের ট্রান্সফারের ( Primary Teacher Transfer) আবেদন অফলাইনে জমা করা যাবে।
প্রাথমিক শিক্ষকদের সমস্ত মামলা ও বদলি সংক্রান্ত মামলা সবই মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে বিচার হতো। কিন্তু বর্তমানে বদলি সংক্রান্ত কিছু মামলা মাননীয়া বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে জমা পড়েছে। সোমবার একটি মামলা শুনানি কালে মাননীয়া বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের কাছে উৎসশী পোটাল (Utsashree Portal) খোলার জন্য তথ্য তলব করলেন।
মামলাকারী পুতুল সিটের আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী জানান – মাননীয় বিচারপতি রাজাশেখর মানথা অনলাইন পোর্টাল বন্ধ থাকার কারণে অফলাইনে প্রাথমিক শিক্ষকদের ট্রান্সফারের ( Primary Teacher Transfer) আবেদন জমা দেওয়ার কথা বলেন। এরপর প্রাথমিক শিক্ষকদের ট্রান্সফারের বহু আবেদন অফলাইনে জমা পড়তে থাকে। পরবর্তীকালে মামলা মাননীয়া বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আসার ফলে উৎসসী পোর্টাল (Utsashree Portal) কবে খোলা হবে? তা নিয়ে তথ্য তলব করেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। কিন্তু প্রাথমিক শিক্ষক ছাড়া মাধ্যমিক শিক্ষকদের বদলি নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি।
এ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান যে বদলি সংক্রান্ত বহু আবেদন অফলাইনে প্রাথমিক শিক্ষা পর্ষদে জমা পড়ছে। সেই সমস্ত আবেদন প্রসেস করতে গেলে অনেক তথ্যের প্রয়োজন এবং সেই তথ্যগুলি পাওয়া যাবে উৎসশ্রী পোর্টাল থেকে। ওই তথ্য না পেলে সুষ্ঠুভাবে বদলির আবেদন প্রক্রিয়া চালানো যাবে না। সেই কারণে রাজ্যের কাছে উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়ার জন্য আবেদন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্যের কাছ থেকে কোন জবাব পাওয়া যায়নি।
উৎসশ্রী পোর্টাল খোলা সংক্রান্ত মত রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি সেকেন্ডারি শিক্ষকদের ট্রান্সফারের জন্য পোর্টাল খোলার ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ করেনি। যেহেতু উৎসশ্রী পোর্টালে মাধ্যমিক ও প্রাথমিক উভয় ধরনের শিক্ষকদের ট্রান্সফার হয়ে থাকে। তাই প্রাথমিক শিক্ষকদের জন্য খোলা হলে সেটা অবশ্যই সেকেন্ডারি শিক্ষকদেরও কাজে লাগবে। এখন দেখার বিষয় রাজ্য সরকার কবে পোর্টাল খোলার অনুমোদন দেয়।
ট্রান্সফার সংক্রান্ত মামলাটি আবারও হাইকোর্টে মাননীয়া বিচারপতি অমৃত সিনহার এজলাসে উঠবে আগস্ট মাসে। তখন মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদ পোর্টাল খোলার ব্যাপারে কি তথ্য আদালতে জমা দেন । তার উপর নির্ভর করবে পোর্টাল খোলা এবং শিক্ষকদের ট্রান্সফার প্রক্রিয়া চালু নিয়ে।