উৎসশ্রী পোর্টালে (utsashree portal) ট্রান্সফারের ক্ষেত্রে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছেন সিঙ্গেল সাবজেক্ট টিচাররা। সেই সিঙ্গেল সাবজেক্ট টিচার ( single subject Teacher) দের জন্য হাই কোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ অর্ডার প্রকাশিত হলো। যা সিঙ্গেল সাবজেক্ট টিচার দের ক্ষেত্রে খুব উপকারে আসবে। এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিতে চাইলে এখানে ক্লিক করুন
একটি স্কুলে যদি একটি নির্দিষ্ট বিষয়ে নরমাল সেকশনের শিক্ষক থাকেন। তাহলে ওই স্কুলের এইচএস সেকশনে ওই বিষয়ের শিক্ষককে সিঙ্গেল সাবজেক্ট টিচার বিবেচনা করা যাবে না। আগে এইচএস সেকশনে শিক্ষকদের সিঙ্গেল সাবজেক্ট টিচার (single subject Teacher) ধরা হতো। যার ফলে বহু শিক্ষক ট্রান্সফার পাননি। তবে এর পর থেকে বহু শিক্ষক ট্রান্সফারের সুযোগ পাবেন।
পার্নালী দেব বনাম পশ্চিমবঙ্গ সরকারের করা একটি মামলায়, যার মেমো নম্বর WPA 22541 of 2022 এমনই গুরুত্বপূর্ণ রায় দান করেছেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য। কিসের পরিপ্রেক্ষিতে এমন রায় তা বিস্তারিত দেখে নেওয়া যাক।
রহড়া ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস এর শিক্ষিকা পার্নালী দেব যিনি একজন এইচএস সেকশনের অংক বিষয়ের শিক্ষিকা। তিনি উৎসশ্রী পোর্টালে (Utsashree Portal) ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন কিন্তু উত্তর 24 পরগনা ব্যারাকপুরের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল তার ট্রান্সফারের আবেদন গ্রহণ করেননি কারণ হিসেবে বলা হয়েছে তিনি ওই স্কুলের এইচএস সেকশনের সিঙ্গেল সাবজেক্ট টিচার। সিঙ্গেল সাবজেক্ট টিচারদের নতুন নিয়ম অনুযায়ী ট্রান্সফার প্রায় বন্ধ। এক্ষেত্রেও তার ট্রান্সফারের আবেদনে কর্ণপাত করা হয়নি। ফলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন কারণ ওই স্কুলে আরও দুইজন নরমাল সেকশনের অংক বিষয়ের শিক্ষিকা আছেন।
ফলে মাননীয় বিচারপতি বিচার বিশ্লেষণ করে রায় দান করেন যে রহড়া ভবনাথ ইনস্টিটিউশনের অথোরিটিকে দ্রুত ঐ শিক্ষিকার ট্রান্সফারের আবেদন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এর চেয়ারম্যান এর কাছে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ওই শিক্ষিকা ট্রান্সফারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেনষ এই অর্ডার পাওয়ার পর এক সপ্তাহের মধ্যে ওই শিক্ষিকাকে ট্রান্সফারের জন্য যোগাযোগ করতে নির্দেশ দেয়া হয়েছে এবং ছয় সপ্তাহের মধ্যে ট্রান্সফারের ব্যবস্থা করতে বলা হয়েছে।