Utsashree Portal: শিক্ষকরা অফলাইনে ট্রান্সফারের আবেদন করবেন কিভাবে?

Utsashree Portal: শিক্ষক শিক্ষাকর্মীদের ট্রান্সফারের (wb Teacher Transfer) উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উৎসশ্রী প্রকল্পের (Utsashree Prakalpa) চালু করেছেন। এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষক ও শিক্ষার্মীরা ট্রান্সফারের সুযোগ পান। কিন্তু দীর্ঘদিন হয়ে গেল এই উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) বন্ধ রয়েছে। সম্প্রতি ডিসেম্বর মাসেই আবারো উৎসশ্রী পোর্টাল চালু হতে পারে। ইতিমধ্যেই হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন শিক্ষকদের অফলাইনে ট্রান্সফার (offline teacher transfer ) প্রসেস করতে হবে।

এখন প্রশ্ন হল উৎসশ্রী পোর্টাল বন্ধ! শিক্ষক ও শিক্ষা কর্মীরা কিভাবে ট্রান্সফারের জন্য আবেদন করবেন? উৎসশ্রী পোর্টালের ( Utsashree Portal) মাধ্যমে প্রাথমিক এবং সেকেন্ডারি শিক্ষক ও শিক্ষা কর্মীরা দুই ধরনের ট্রান্সফার পেয়ে থাকেন।

  1. জেনারেল ট্রান্সফার (GeneralTransfer)।
  2. মিউচুয়াল ট্রান্সফার (MutualTransfer)।

উৎসশ্রী পোর্টালে এই দুই ধরনের ট্রান্সফার ছাড়াও অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার, প্রাথমিক শিক্ষকদের ইন্ট্রা ডিস্ট্রিক্ট ট্রান্সফার (intra district Transfer) ও ইন্টারডিস্টিক ট্রান্সফার (inter district Transfer) হয়ে থাকে।

বর্তমানে বহু সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মী ট্রান্সফার প্রত্যাশী। এমন অনেক শিক্ষক বা শিক্ষাকর্মী আছেন যাদের বর্তমানে ট্রান্সফার খুবই প্রয়োজন কিন্তু উৎসশ্রী পোর্টাল ( Utsashree Portal) বন্ধ থাকার জন্য আবেদন করতে পারছেন না। অনেকের মেডিকেল গ্রাউন্ড (Medical Ground Transfer) রয়েছে। অনেকের ডিসটেন্স গ্রাউন্ড (Distance ground Transfer) রয়েছে। এছাড়াও অনেকে মিউচুয়াল (Mutual transfer) ট্রান্সফার পার্টনার পেয়েছেন। তা সত্ত্বেও ট্রান্সফারের জন্য আবেদন করতে পারছেন না।

মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশের পর বহু সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মী ট্রান্সফারের জন্য অফলাইনে আবেদন করতে চান । মাননীয় বিচারপতি বলেছেন পোর্টাল বন্ধের অজুহাতে কারো ট্রান্সফার আটকে রাখা যাবে না অর্থাৎ অনলাইন বন্ধ থাকলেও অফলাইন প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। তারা কিভাবে আবেদন করবেন। চলুন এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক।

প্রাথমিক শিক্ষকরা কিভাবে অফলাইনে আবেদন করবেন?

মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা প্রাথমিক শিক্ষকদের ( Primary Teacher) জন্য অফলাইনে আবেদনের নির্দেশ দিয়েছেন । এখন প্রশ্ন হল উৎসশ্রী পোর্টাল বন্ধ তাই অফলাইনে কোথায় আবেদন করবেন?
যারা মিউচুয়াল ট্রান্সফারের জন্য পার্টনার পেয়েছেন এবং অফলাইনে আবেদন করতে চাইছেন। সেই সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীরা অফলাইনে ফর্ম ফিলাপ করে সেই সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে এস আই (SI) অফিসে জমা করতে পারেন । যদি এসআই অফিস এই ট্রান্সফারের আবেদন গ্রহণ করতে না চান। তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ডিপিএসসিতে (DPSC) আবেদন জমা দিতে পারেন। যদি ডিপিএসসিতে ট্রান্সফারের আবেদন জমা না নেয়, তাহলে সরাসরি প্রাথমিক শিক্ষা সংসদে (wbppe) ট্রান্সফারের আবেদন জমা করতে পারেন।

মাধ্যমিক স্তরের শিক্ষকরা অফলাইনে ট্রান্সফারের জন্য কোথায় আবেদন করবেন?

প্রাথমিক শিক্ষকদের মতোই মাধ্যমিক স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীরা, ট্রান্সফারের জন্য কোথায় আবেদন করবেন ? যেহেতু উৎসশ্রী পোর্টাল বন্ধ রয়েছে সেই কারণে অফলাইনে ট্রান্সফার আবেদন জমা দেওয়ার জন্য সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (west Bengal central school service commission) এর অফিসে ট্রান্সফারের ফরম ফিলাপ করে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে জমা করতে পারেন।

স্কুল সার্ভিস কমিশন যদি অফলাইনে ট্রান্সফারের ফর্ম জমা নিতে না চান, তাহলে সরাসরি মধ্যশিক্ষা পর্ষদের বা শিক্ষা দপ্তরে জমা করতে পারেন।

যদি কোন দপ্তর ট্রান্সফারের আবেদন জমা নিতে না চান তাহলে করণীয় কি?

উপরে উক্ত বিভিন্ন যে দপ্তরের কথা বলা হয়েছে, সেখানে যদি ট্রান্সফারের ফর্ম অফলাইনে জমা না নেওয়া হয়। বা রিজেক্ট করে দেও য়া হয় তাহলে সেই রিজেক্ট কপি নিয়ে ট্রান্সফারের জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। যদি আপনার ট্রান্সফারের উপযুক্ত কারণ থাকে , তা সত্ত্বেও যদি আপনি ট্রান্সফার না পান তাহলে এই পথ অবলম্বন করতে পারেন। কিন্তু বলে রাখি কোর্ট কেস করা মানে একটা খরচ সাপেক্ষ বিষয়। তাই সবকিছু জেনে বুঝে তারপর এই পথে এগোবেন। সেক্ষেত্রে বিভিন্ন উকিল বাবুর সঙ্গে কথা বলতে পারেন সম্প্রতি বিভিন্ন শিক্ষক বা শিক্ষাকর্মী কোর্ট কেসের পথে হাটছেন । অনেকে কোর্টের মাধ্যমে ট্রান্সফার পাচ্ছেন, আবার অনেকে পাচ্ছেন না। তাই সবকিছু ভেবেচিন্তে তারপর এই পথে এগোবেন।

আর যারা ট্রান্সফার পোর্টাল উৎসশ্রী খোলার পর অনলাইনে আবেদন করতে চান। তারা অবশ্যই ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অপেক্ষা করতে পারেন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

2 thoughts on “Utsashree Portal: শিক্ষকরা অফলাইনে ট্রান্সফারের আবেদন করবেন কিভাবে?”

  1. ডিসেম্বর ২০২৪ এর পর কি পোর্টাল খুলবে।
    আর খুললে কি ২০১৬ সালের নবম দশম শিক্ষকরা সুযোগ পাবেন।

    Reply

Leave a Comment

Exit mobile version