পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর (West Bengal Education Department) মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)উদ্যোগে সরকার পোষিত বা সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীদের ট্রান্সফারের উদ্দেশ্যে উৎসশ্রী প্রকল্প ( Utsashree Portal) চালু করেছে।উৎসশ্রী (Utsashree latest update) প্রকল্পের (General Transfer on Medical Ground) আওতায় এখনো পর্যন্ত ৩০ থেকে ৩৫ হাজার শিক্ষক শিক্ষাকর্মীরা ট্রান্সফারের সুযোগ পেয়েছেন । তবে এখনো বহু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ট্রান্সফারের আওতায় আসতে পারেননি।
উৎসশ্রী পোর্টালের (Utsashree Portal) মাধ্যমে জেনারেল ট্রান্সফার ( General Transfer) ও মিউচুয়াল ট্রান্সফার (Mutual transfer) এই দুই ধরনের ট্রান্সফার হয়ে থাকে। জেনারেল ট্রান্সফারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ট্রান্সফার হলো মেডিকেল গ্রাউন্ড ট্রান্সফার (General Transfer on Medical Ground) এই ট্রান্সফারের যোগ্যতা? কোন কোন রোগ থাকলে আবেদন করা যায়? কি কি নিয়ম রয়েছে? সবগুলি বিস্তারিত আজকের প্রতিবেদনে আলোচনা করব।
- কোন শিক্ষক বা শিক্ষকর্মীকে অবশ্যই পাঁচ বছর কনফার্ম সার্ভিস করতে হবে।
- বাড়ি থেকে বর্তমান স্কুলের দূরত্ব ২৫ কিলোমিটারের কম হলে চলবে না।
- আগে কোনো ট্রান্সফার নিয়ে থাকলে তার পাঁচ বছর পর আবারো যেকোন ট্রান্সফার নেওয়া যাবে।
- যদি কোন শিক্ষক বা শিক্ষাকর্মী একবার ট্রান্সফার অর্ডার পাওয়ার পর জয়েন না করেন তাহলে আগামী সাত বছরের জন্য তিনি আর কোন কাজ করে আবেদন করতে পারবেন না।
কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে?
- সংশ্লিষ্ট রোগের জন্য ডাক্তারের প্রেসক্রিপশন বা সার্টিফিকেট আপলোড করতে হবে।
- দুরত্বের সার্টিফিকেট এর ছবি আপলোড করতে হবে। সংশ্লিষ্ট অফিস বা গুগল ম্যাপ থেকে দুরত্বের সার্টিফিকেট নিতে পারেন।
- ডিভোর্স হলে সেই সংক্রান্ত কাগজপত্র আপলোড করতে হবে।
- সমস্ত তথ্য 200 kb এর মধ্যে থাকতে হবে।
প্রথমেই আমরা জেনে নেব উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ট্রান্সফারের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন;
২০১৫ সালে গেজেট নোটিফিকেশন এর পরিপেক্ষিতে ২০২১ সালে একটি গেজেট সংশোধনী নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। সেখানে ট্রান্সফার নিয়ে যা বলা হয়েছে তা দেখে নেওয়া যাক। Memo No – 1123/SE/S/IS-4/95 III, date : 21.12.2021
মেডিকেল গ্রাউন্ড ট্রান্সফার নিয়ে ২০১৫ সালে একটি গেজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল। সেখানে কি বলা হয়েছিল তা আগে দেখে নেওয়া যাক, Memo no- 159/SE/S/IS-4/95 date 27.02.2015
মেডিকেল গ্রাউন্ড ট্রান্সফারের প্রাথমিক শর্ত গুলি :
- কোন শিক্ষক বা শিক্ষাকর্মীকে তার বর্তমান স্কুলে নূন্যতম পাঁচ বছর কন্টিনিউয়াস সার্ভিসের অভিজ্ঞতা থাকতে হবে।
- কোন শিক্ষক বা শিক্ষাকর্মী তার বর্তমান স্কুল থেকে ২৫ কিমি কম দূরত্বে বাড়ি ঠিকানা থাকলে ট্রান্সফারে আবেদন করলে চলবে না।
- যদি কোন শিক্ষক বা শিক্ষাকর্মী ট্রান্সফার রেকমেন্ডেশন পাওয়ার পর অন্য স্কুলে জয়েন না করেন তাহলে পরবর্তী তিনটি ট্রান্সফারে তিনি আবেদন করতে পারবেন না।
- জেনারেল ট্রান্সফার প্রতিবছরে একবার আবেদনের সুযোগ আসবে।
- কোন শিক্ষক বা শিক্ষাকর্মী বা তার সন্তান বা স্ত্রী ম্যালিগন্যান্ট ডিজিজ, হার্ট ডিজিজ, রেনাল ফেলিওর,থ্যালাসেমিয়া, রিপ্লেসমেন্ট অফ অর্গান ও সিরিয়াস গাইনো ইকোলজিক্যাল ডিসঅর্ডার, তাছাড়া শারীরিকভাবে অক্ষম ৪০ শতাংশ বা তার বেশি হলে এই ট্রান্সফার আবেদন করতে পারে।
- একজন মহিলা শিক্ষক বা শিক্ষাকর্মী যদি তার স্বামী মারা যান বা ডিভোর্সি হন কোন ক্রাইম এর শিকার হন। তাহলে জেনারেল ট্রান্সফাররে আবেদন করতে পারবেন।
- কোন শিক্ষক বা শিক্ষা কর্মী বা তার স্বামী বা স্ত্রী যদি কোন সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত স্কুলে ৫০ কিলোমিটারের বেশি দূরত্ব চাকরি করলে ।
- মেডিকেল গ্রাউন্ড ট্রান্সফারের ক্ষেত্রে আবেদনকারীর অসুস্থতা পরীক্ষা করা হবে।
- একজন শিক্ষক বা শিক্ষাকর্মী নির্দিষ্ট মিডিয়ামে ট্রান্সফারের সুযোগ পাবেন অর্থাৎ বাংলা মিডিয়ামের শিক্ষক ও শিক্ষাকর্মীরা বাংলা মিডিয়াম স্কুলে এবং ইংলিশ মিডিয়ামের শিক্ষক বা শিক্ষাকর্মীরা ইংলিশ মিডিয়াম স্কুলে ট্রান্সফারের সুযোগ পাবেন।
- একজন পুরুষ শিক্ষক গার্লস স্কুলে ট্রান্সফার নিতে পারবেন না। কিন্তু একজন মহিলা শিক্ষক গার্লস স্কুল, বয়েজ স্কুল, কোয়েট স্কুলে ট্রান্সফার নিতে পারবেন।
- কোন শিক্ষক বা শিক্ষাকর্মী তার অবসরের দুবছর আগে ট্রান্সফার নিতে পারবেন না অর্থাৎ ৫৮ বছর বয়স পেরিয়ে গেলে ট্রান্সফারের সুযোগ পাওয়া যাবে না।
- স্কুল ম্যানেজিং কমিটি মোট শিক্ষকের দশ শতাংশ ট্রান্সফারের জন্য ছাড়তে পারবে।
- কোন শিক্ষক বা শিক্ষা কর্মী পাঁচ বছর কন্টিনিউয়াস সার্ভিস করে থাকলে এই ট্রান্সফারের ক্ষেত্রে যোগ্য।
- কোন শিক্ষক বা শিক্ষাকর্মী বা তার পরিবারের বিশেষ করে স্ত্রী, পুত্র, রাজ্য সরকার নির্ধারিত রোগের মধ্যে কোন একটিতে রোগে আক্রান্ত হলে এই ট্রান্সফারের সুযোগ পাবেন । রোগ গুলি নিয়ে পরে বিস্তারিত আলোচনা করছি।
- কোন শিক্ষক বা শিক্ষাকর্মী শারীরিকভাবে অক্ষম ৬০ শতাংশ হলে ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন। শারীরিক সক্ষমতা পরিমাপ আগে ৪০ শতাংশ ছিল।
- স্কুল ম্যানেজিং কমিটি সমস্ত শিক্ষকের দশ শতাংশ ট্রান্সফারের জন্য অনুমতি দিতে পারেন।
- এনওসি দেওয়ার ক্ষেত্রে স্কুল ম্যানেজিং কমিটি স্কুলের ছাত্র শিক্ষক অনুপাত, শিক্ষকের সংখ্যা বিবেচনা করবেন। যদি সিঙ্গেল সাবজেক্ট টিচার থাকেন, তাদের ট্রান্সফারের জন্য সরকারী গাইডলাইন মেনে চলতে হবে।
- যদি কোন স্কুলের শিক্ষকের সংখ্যা পাঁচের কম হয়, তাহলে তাদের ট্রান্সফারের ক্ষেত্রে সরকার আলাদা গাইড লাইন প্রকাশ করবে।
দুরত্বের ভিত্তিতে নম্বর বিভাজন:
দুরত্ব (কিমি) | প্রাপ্ত নম্বর |
25 – 50 KM | 0 |
50- 100 KM | 1 |
100 – 200 KM | 2 |
200 – 500 KM | 3 |
500 KM এর ওপরে | 5 |
বয়সের ভিত্তিতে নম্বর বিভাজন:
বয়স (বছর) | প্রাপ্ত নম্বর |
40 বছরের বেশি | 1 |
41 থেকে 50 | 2 |
51 বছরের বেশি | 3 |
কিভাবে আবেদন করবেন?
উৎসশ্রী পোর্টালে আবেদন করতে হবে নির্দিষ্ট গ্রাউন্ড সিলেক্ট করার পর। আবেদন করার পর প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটি আবেদনপত্র বিচার করে এনওসি দেবেন।
স্কুল ম্যানেজিং কমিটি সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষাকর্মীর আবেদন পত্রটি দুই সপ্তাহের মধ্যে ডিআই অফিসে ফরওয়ার্ড করবেন।
CMOH সমস্ত শিক্ষক ও শিক্ষা কর্মী মেডিকেল গ্রাউন্ড আবেদনটি যাচাই করবে এবং দুই সপ্তাহের মধ্যে ডিআই অফিসে পাঠাবেন।
ডিআই অফিস আবেদন পত্রটি যাচাই করে স্কুল সার্ভিস কমিশনের কাছে পাঠাবেন ট্রান্সফার রেকমেন্ডেশন এর জন্য ।
স্কুল সার্ভিস কমিশন আবেদন পত্রটি যাচাই করে আবেদনকারীর তিনটি চয়েজ স্কুলের মধ্যে র্যাঙ্ক অনুযায়ী স্কুল রেকমেন্ট করবেন এবং মধ্যশিক্ষা পর্ষদের কাজে পাঠাবেন।
মধ্যশিক্ষা পর্ষদ রিকমেন্ডেশন অর্ডারটি যাচাই করে ট্রান্সফার অর্ডার জারি করবেন এবং সংশ্লিষ্ট শিক্ষকের ইমেইল আইডিতে বা প্রধান শিক্ষকের ইমেল আইডিতে ফরওয়ার্ড করবেন।
এরপর পর্ষদের দেওয়া সময় অনুযায়ী ঐ শিক্ষক বা শিক্ষাকর্মীকে নতুন স্কুলে জয়েন করতে হবে।
মেডিকেল গ্রাউন্ড ট্রান্সফারের জন্য যে রোগ গুলি বিচার্য তা নিয়ে কলকাতা গেজেট থেকে ২০২২ সালে আরো একটি সংশোধনী প্রকাশিত হয়েছে যার মেমো নম্বর হলো 08-SE/ S/IS/95 III
কোন শিক্ষক বা শিক্ষা কর্মী নিম্নলিখিত সমস্যাগুলি যদি ফেস করেন, তাহলে তিনি মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফারের জন্য আবেদন করতে পারেন।
- Malignant Dieases:
লিম্ফোমা এবং মাল্টিপল মাইলোমা হল ম্যালিগন্যান্সি যা ইমিউন সিস্টেমের কোষে শুরু হয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্যান্সার হল ম্যালিগন্যান্সি যা মস্তিষ্ক এবং মেরুদন্ডের টিস্যুতে শুরু হয়। ক্যান্সারও বলা হয়।
রোগ গুলি হল ;
Osteosarcoma
Adrenocortical carcinoma
Breast cancer
Colorectal cancer
Leukemia
Myeloma
Sarcoma
Bladder cancer
Lymphoma
Melanoma
Carcinoma
Esophageal cancer
Gallbladder cancer
Hairy cell leukemia
Hodgkin lymphoma
Multiple endocrine neoplasia syndromes
Parathyroid cancer
Prostate cancer
Acute myeloid leukemia
Adenoid cystic carcinoma
Brainstem glioma
Chondrosarcoma
Ependymoma
- Severe Heart disease :
স্টেজ ডি সবচেয়ে উন্নত হৃদযন্ত্রের ব্যর্থতা বোঝায়। “এই পর্যায়ে, আপনি সাধারণত খুব অসুস্থ এবং অস্ত্রোপচারের চিকিত্সা বিবেচনা করছেন,” ডাঃ পিনা বলেছেন৷ “শ্বাসকষ্টের মতো উপসর্গগুলি দৈনন্দিন জীবনে হস্তক্ষেপ করছে, এমনকি আপনি বিশ্রামে থাকলেও।
রোগ গুলি হল ;
coronary heart disease.
stroke.
peripheral arterial disease.
aortic disease.
- Renal Failure : কিডনির অসুখ,
- Thalassemia: রক্তাল্পতা
- Replacement of Organ: শরীরের কোন অঙ্গের প্রতিস্থাপন।
- Serious Gynecological disorder:
বিশেষ করে বেদনাদায়ক খিঁচুনি, তীব্র পেটে ব্যথা, বা পিরিয়ডের মধ্যে বা সহবাসের সময় ভারী এবং/অথবা দীর্ঘ রক্তপাতের সম্মুখীন হচ্ছেন, কারণ এগুলি আরও গুরুতর মহিলাদের স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে।
Endometriosis
PCOS
Fibroids
Dysmenorrhea
Vaginitis
Ovarian cysts
Uterine prolapse
Menopause
Pelvic pain
Ovarian cancer
Abnormal uterine bleeding
Cervical cancer
Pelvic inflammatory disease
Urinary incontinence
Bacterial vaginosis
Cervical disorders
Infertility
Uterine cancer
Genital herpes
Miscarriage
Adenomyosis
HIV/AIDS
Ovarian disorders
Painful intercourse
উপরে উল্লেখিত রোগ গুলি গুগল সার্চ এর ফলাফল, এ সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য জানতে আপনাদের নির্দিষ্ট ডাক্তার বাবুদের সঙ্গে পরামর্শ করে তবেই ট্রান্সফারের জন্য আবেদন করবেন। সবচেয়ে ভালো হয় আপনাদের স্কুলে CMOH এর পরামর্শ নেওয়া।
1 thought on “Utsashree Portal for Medical Ground: কোন কোন রোগ থাকলে মেডিকেল গ্রাউন্ড এ ট্রান্সফার পাওয়া যায়!”