UIDAI Recruitment 2024: কোনরকম লিখিত পরীক্ষার মাধ্যম ছাড়াই সরকারি চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা একনজরে দেখে নিন।
সহকারী অধ্যাপক নিয়োগের নোটিফিকেশন অনলাইন আবেদন করুন
১. পদের নাম :
UIDAI এর হায়দ্রাবাদ আঞ্চলিক অফিসে ডেপুটি ডিরেক্টর এবং সিনিয়র একাউন্ট অফিসার পদে আগ্রহী প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
এই পদগুলোতে নিয়োগের জন্য কোনরকম লিখিত পরীক্ষার প্রয়োজন হবে না বরং আগ্রহী প্রার্থীদের পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা এবং আবেদনের ভিত্তিতেই তাদেরকে নির্বাচন করা হবে।
২. বয়স সীমা :
আবেদনের শেষ তারিখ অনুযায়ী আগ্রহী প্রার্থীদের ৫৬ বছরের বেশি বয়স হওয়া যাবেনা ।
৩. শিক্ষাগত যোগ্যতা :
এই পথ গুলোতে নিয়োগের জন্য আবেদনকারীদের অবশ্যই চার্টার্ড অ্যাকাউনট্যান্ট , কাস্ট অ্যাকাউনট্যান্ট , এমবিএ ( ফাইন্যান্স) এর যোগ্যতা থাকতে হবে অথবা অবশ্যই আগ্রহী প্রার্থীদের এসএএস বা সামনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও আবেদনকারীদের অবশ্যই পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী সরকারি চাকরিতে কমপক্ষে পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
৪. বেতন :
এই পদে চাকরির জন্য বেতন কিরকম হতে পারে তা সবিস্তারে জানানো হলো :
- ডেপুটি ডাইরেক্টর : এই পদে নির্বাচিত প্রার্থীদের বেতন ৬৭,৭০০ থেকে ২,০৮,৭০০ টাকার মধ্যে বেতন পাবেন ( ৭ ম বেতন কমিশন অনুযায়ী লেভেল -১১) ।
- সিনিয়র অ্যাকাউন্ট অফিসার : এই পদে নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা ( লেভেল -১০,৭ম বেতন কমিশন অনুসারে ) বেতন পাবেন ।
৫. আবেদনের সময়সীমা
: এই পদে আগ্রহী প্রার্থীরা ২৪ এ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা official website এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ওয়েবসাইট টি হল – uidai.gov.in ।
৬. আবেদন প্রক্রিয়া : আগ্রহীপ্রার্থীরা প্রথমে ভারতীয় অনন্য সনাক্তকরণ কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে সেই ফর্মটি পূরণ করবেন প্রয়োজনীয় নথিপত্র সহ সঠিক ঠিকানায় নথিপত্রগুলিকে পাঠিয়ে দিতে হবে।
পরিচালক: মানবসম্পদ
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)
আঞ্চলিক কার্যালয়, 6th তোলা ,পূর্ব ব্লক ।
স্বর্ণজয়ন্তী কমপ্লেক্স , মাতৃ বনম এর কাছে ।
আমিরপেট, হায়দ্রাবাদ – 500038
এই পদে চাকরির বিষয়ে আরো কিছু তথ্য জানতে চাইলে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov. in এ যেতে পারেন।
Official website: click here
1 thought on “UIDAI Recruitment 2024: কোনরকম পরীক্ষা ছাড়াই সরকারি চাকরির বিজ্ঞপ্তি :”