মোবাইল অ্যাপে (UD AMS) শিক্ষকদের অ্যাটেনডেন্স, ডিপারচার ও প্রতিদিনের লেসন প্ল্যান জমা দিতে হবে!

এবার প্রতিদিন মোবাইল অ্যাপের (UD AMS) মাধ্যমে শিক্ষকদের উপস্থিতি, স্কুল ত্যাগ ও প্রতিদিনের প্রতিটা বিষয়ের পড়ানোর জন্য তৈরি লেসন প্ল্যান অনলাইনে জমা করতে হবে এমনই গুরুত্বপূর্ণ অ্যাপ চালু হতে চলেছে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মীদের আটেন্ডেন্স ও ডিপারচার এর জন্য বায়োমেট্রিক পদ্ধতি চালু রয়েছে কিন্তু এবার এক ধাপ এগিয়ে মোবাইল অ্যাপের (UD AMS) মাধ্যমে শিক্ষক ও শিক্ষাকর্মীদের অ্যাটেনডেন্স ডিপারচার এবং সর্বোপরি কোন দিন কোন ক্লাসে কি পড়ানো হচ্ছে তার সমস্তটাই আপলোড করতে হবে অনলাইনে UD AMS অ্যাপের মাধ্যমে।

একাদশের সেমিস্টার পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ প্রজেক্ট প্র্যাকটিক্যাল নম্বর তোলা কিভাবে

এছাড়া প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের স্কুল শুরুর ৩০ মিনিট আগে এটেনডেন্টস দিতে হবে জিও ট্রেকিং অ্যাপের মাধ্যমে।

আটেনডেন্স অ্যাপটির নাম হল UD AMS: Attendance & Monitoring System

যার লগিং স্ক্রিনে থাকবে সাইন ইন অপশন। থাকবে রেজিস্টার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড। আপনাকে প্রথমে মোবাইল নম্বর দিয়ে গেট নিউ পাসওয়ার্ড করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার পর মোবাইল অ্যাপে প্রবেশ করলে কতগুলি মেনু দেখা যাবে। যেমন New schedule, Class history, Syllabus, Attendance তাছাড়া সমস্ত প্রোফাইল ডিটেলস চলে আসবে।

এরপর UD AMS অ্যাপে নিজের ছবি আপলোড করতে হবে। ছবির সঙ্গে নিজের মুখ দেখানোর পর ম্যাচ করে গেলে একটি সবুজ রাইট চিহ্ন আসবে অর্থাৎ আপনার অ্যাটেনডেন্স সফল হয়েছে। এবার আপনার অ্যাটেনডেন্স রিপোর্টে সমস্ত তথ্য চলে আসবে । আপনি কখন ক্লাস শুরু করেছেন, কি পড়িয়েছেন সেগুলি আপলোড করতে হবে।

আপনার সারাদিনের যা যা ক্লাস হয়েছে? কোন ক্লাসে কি পড়িয়েছেন, তার সমস্ত লেসন প্লান আপলোড করতে হবে। তাছাড়া শিডিউল ক্লাসে কখন কিভাবে শুরু হচ্ছে তার সমস্ত বিবরণ দেওয়া যাবে। সেই সঙ্গে অনলাইনে লেসন প্ল্যান কোন অধ্যায়ের কোন বিষয় পড়ানো হয়েছে, কোন চ্যাপ্টার সমস্ত কিছু আপলোড করা যাবে। সমস্ত কিছু আপলোড করার পর সমস্ত ক্লাস শেষে আপনার সমস্ত রিপোর্ট বা লেসন প্ল্যান আপলোডের হিস্ট্রি দেখতে পাবেন।

সবশেষে স্কুল ছুটির সময় আবার ও আপনাকে ডিপারচার দিতে হবে মোবাইল অ্যাপের (UD AMS) মাধ্যমে। তবে এখনই এই বিষয়টি কার্যকর হবে কিনা তা এখনো পর্যন্ত শিক্ষাদপ্তর থেকে কিছু বলা হয়নি। তবে এ নিয়ে প্রশিক্ষণ চলছে আশা করা যাচ্ছে খুব দ্রুত এটি কার্যকর করা হবে।

UD AMS Teacher Attendance pdf

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

2 thoughts on “মোবাইল অ্যাপে (UD AMS) শিক্ষকদের অ্যাটেনডেন্স, ডিপারচার ও প্রতিদিনের লেসন প্ল্যান জমা দিতে হবে!”

Leave a Comment

Exit mobile version