বর্তমান ভারতে সরকারি চাকরির সংকট গভীরভাবে প্রকট হয়েছে। তাই এই দশটি কোর্স (top 10 job course) করা উচিত। সঙ্গে প্রাইভেট কোম্পানিগুলির চাকরিও পাওয়া খুব মুশকিল হয়ে পড়েছে। তাই এই মুহূর্তে এমন দশটি কোর্সের (Top 10 job course ) কথা বলব যা সম্পূর্ণ করতে পারলে চাকরি আপনার হাতের মুঠোয় চলে আসবে।
বর্তমান পরিস্থিতিতে কি নিয়ে পড়বো? কোন কোর্স করব ? কিভাবে দ্রুত চাকরি পাওয়া যাবে ? এ নিয়ে চাকরিপ্রার্থীদের চিন্তার শেষ নেই । তবে সঠিক পথে এগোতে পারলে এবং সঠিক কোর্স সঠিক সময়ে সম্পন্ন করতে পারলে চাকরি নিয়ে কোন অসুবিধা হবে না। আজকের এমন দশটি কোর্সের (top 10 job course ) কথা বলব যেগুলি দ্রুত চাকরি পাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে।
আরো পড়ুন ; ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এ ৫৫০ টি শূন্য পদে নিয়োগ
সময়োপযোগী কোর্স ও অর্থের অপচয় না করে সঠিক কোর্স করতে পারলে অর্থ ও সময়ের অপচয় দুটোই বাঁচবে। সেই সঙ্গে চাকরির পথ ও প্রশস্ত হবে। দেখে নেওয়া যাক দশটি কোর্স (top 10 job course) সম্পর্কে যে কোর্স গুলি সম্পন্ন করতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোথায় এই সমস্ত কোর্স গুলি করানো হয়, তাদের খরচ কেমন, সমস্তটা দেখে নেওয়া যাক।
- ডাটা সায়েন্স সার্টিফিকেট: (Data science certificate)
কোর্সের বিষয়বস্ত: পাইথন/ R প্রোগ্রামিং, ডাটা এনালিসিস, মেশিন লার্নিং, স্ট্যাটিস্টিকাল মেথড,SQL
শিক্ষাগত যোগ্যতা: অংক স্ট্যাটিস্টিক CS অথবা বেসিক প্রোগ্রামিং স্কিলে আন্ডার গ্রাজুয়েট হতে হবে।
সময়কাল: 6 থেকে 12 মাস।
কোর্সের খরচ: 50 হাজার থেকে দু লাখ টাকা।
কোর্সগুলি কোথায় করানো হয়:
- Great Learning: পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করতে গেলে দু লাখ টাকা লাগবে।
- Simplilearn : ডাটা সাইন্স সার্টিফিকেটের জন্য 50 হাজার থেকে 1 লাখ টাকা লাগবে।
2. ডিজিটাল মার্কেটিং: (Digital Marketing)
কোর্সের বিষয়বস্ত: SEO, SEM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কনটেন্ট মার্কেটিং গুগল অ্যানালিটিক্স ইমেইল মার্কেটিং
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাশ হলে হবে। এছাড়া নির্দিষ্ট কোন শিক্ষাগত যোগ্যতা মেনশন করা থাকে না ডিজিটাল মার্কেটিং এর জ্ঞান থাকতে হবে।
সময়কাল: 2 থেকে 6 মাস।
কোর্সের খরচ: 25000 থেকে 50000 হাজার টাকা
কোর্সগুলি কোথায় করানো হয়:
- Simplilearn: 30000 থেকে 50000 হাজার টাকা
- Digital Vidya: 30000 থেকে 60000 হাজার টাকা
3. ওয়েব ডেভেলপমেন্ট: (web development)
কোর্সের বিষয়বস্ত: HTML, CSS, JavaScript, React, Nod.js ডাটাবেস ( MySQL, MongoDB)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাশ হলে হবে কম্পিউটারে বেসিক জানতে হবে।
সময়কাল: 12 থেকে 24 সপ্তাহ
কোর্সের খরচ: 40000 থেকে 100000 টাকা
কোর্সগুলি কোথায় করানো হয়:
- Coding Ninjas: 50000 থেকে 90000 টাকা
- Masai School : 100000 টাকা
4. মেডিকেল কোডিং ও বিলিং : (Medical Coding & Billing)
কোর্সের বিষয়বস্ত: মেডিকেল টার্মেনোলজি কোডিং সিস্টেম (ICD, CPT ) বিলিং প্রসিডিওর হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাশ হলে হবে।
সময়কাল: 6 থেকে 12 মাস।
কোর্সের খরচ: 30000 থেকে 50000 টাকা
কোর্সগুলি কোথায় করানো হয়:
- Aptech : মেডিকেল কোডিং অ্যান্ড বিলিং এর জন্য 30000 থেকে 50000 টাকা লাগবে
- Careerera : মেডিকেল কোডিং সার্টিফিকেটে জন্য কোর্স ফি 20 থেকে 40 হাজার টাকা।
5. সাইবার সিকিউরিটি সার্টিফিকেট (cyber security certificate)
কোর্সের বিষয়বস্ত: নেটওয়ার্ক সিকিউরিটি ইতিকাল হ্যাকিং থ্রেট এনালিসিস ক্রিপটোগ্রাফি সিকিউরিটি প্রটোকলস।
শিক্ষাগত যোগ্যতা: বেসিক আইটি ( IT) নলেজ থাকতে হবে
সময়কাল: 3 থেকে 6 মাস ।
কোর্সের খরচ: 30 হাজার থেকে 1 লাখ টাকা
কোর্সগুলি কোথায় করানো হয়:
- EC- Council: ইথিক্যাল হ্যাকিং সার্টিফিকেটের জন্য 80 হাজার থেকে 1 লাখ টাকা লাগবে।
- CompTIA: সিকিউরিটি প্লাস কোর্সের জন্য 30 থেকে 35 হাজার টাকা খরচ হবে।
6. সেলস ফোর্স সার্টিফিকেট (Salesforce Certificate)
কোর্সের বিষয়বস্ত: সেলস ফোর্স প্ল্যাটফর্ম ফিচারস কাস্টমাইজেশন অ্যাডমিনিস্ট্রেশন CRM প্রিন্সিপাল
শিক্ষাগত যোগ্যতা: CRM সিস্টেম সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে কোন স্পেসিফিক ডিগ্রি লাগে না।
সময়কাল: 2 থেকে 6 মাস।
কোর্সের খরচ: 20 হাজার থেকে 50 হাজার টাকা
কোর্সগুলি কোথায় করানো হয়:
- Salesforce India: সার্টিফিকেট কোর্সের জন্য 20 থেকে 40 হাজার টাকা লাগবে
- Simplilearn: সেল ফোর্স অ্যাডমিনিস্ট্রেটর/ ডেভেলপমেন্ট কোর্স করতে 25 হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে।
7. আইটি সাপোর্ট সার্টিফিকেট (IT support Certificate)
কোর্সের বিষয়বস্ত: হার্ডওয়্যার ও সফটওয়্যার ট্রাভেল শুটিং অপারেটিং সিস্টেম নেটওয়ার্ক বেশিস সিকিউরিটি
শিক্ষাগত যোগ্যতা: বেসিক কম্পিউটার নলেজ থাকলে চলবে আই টিতে স্পেশাল কোর্স না থাকলেও চলবে।
সময়কাল: 3 থেকে 6 মাস
কোর্সের খরচ: 15 হাজার টাকা থেকে 35 হাজার টাকা।
কোর্সগুলি কোথায় করানো হয়:
- Google: আইটি সাপোর্ট প্রফেশনাল কোর্সের সার্টিফিকেটের জন্য খরচ হবে 1500 টাকা থেকে 2500 টাকা প্রতি মাস।
8. প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল : (Project Management Profesional )
কোর্সের বিষয়বস্ত: প্রজেক্ট লাইফ সার্কেল, আগিলে মেথডোলজি, রিস্ক ম্যানেজমেন্ট, বাজেটিং রিসোর্স ম্যানেজমেন্ট।
শিক্ষাগত যোগ্যতা: তিন বছরের অভিজ্ঞতার সহ প্রজেক্ট ম্যানেজমেন্ট এ ডিগ্রী কোর্স করে থাকতে হবে অথবা হাই স্কুল থেকে ডিপ্লোমা করে থাকতে হবে ও ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
সময়কাল: 2 থেকে 3 মাস।
কোর্সের খরচ: কোর্স টি করতে খরচ হবে 30 হাজার থেকে 50 হাজার টাকা
কোর্সগুলি কোথায় করানো হয়:
- Simplilearn: PMP সার্টিফিকেট ট্রেনিংয়ের জন্য 40 হাজার টাকা খরচ হবে
- PMI: সার্টিফিকেট কোর্সের খরচ 30 থেকে 40 হাজার টাকা
9. UX/UI ডিজাইন:
কোর্সের বিষয়বস্ত: ইউজার রিসার্চ wirefaming, ফটো টাইপিং ইউজার টেস্টিং ডিজাইন টুলস (Adobe XD, Sketch, Figma
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
সময়কাল: 3 থেকে 6 মাস।
কোর্সের খরচ: পঞ্চাশ হাজার থেকে 1 লাখ টাকা খরচ হবে।
কোর্সগুলি কোথায় করানো হয়:
- Designers Labs: UX/UI ডিজাইনের জন্য 50 হাজার টাকা থেকে 1 লাখ টাকা লাগবে
10. ট্রেড স্কিল: (Electrical & Plumbing)
কোর্সের বিষয়বস্ত: প্র্যাকটিকাল হ্যান্ডস অন ট্রেনিং, থিউটিক্যাল নলেজ ইন স্পেসিফিক ট্রেডস।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাশ হলে হবে
সময়কাল: ছয় মাস থেকে দুই বছর।
কোর্সের খরচ: 10 হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা
কোর্সগুলি কোথায় করানো হয়:
ITI: 10 থেকে কুড়ি হাজার টাকা
ওপরে উল্লেখিত 10 টি গুরুত্বপূর্ণ কোর্স (top 10 job course) সম্পর্কে জানানো হয়েছে। যাতে শিক্ষাগত যোগ্যতা, ফি সম্পর্কে জানানো হয়েছে। যা একটি অনুমান মাত্র, যারা এই কোর্সগুলিতে ভর্তি হবেন, তারা এই শিক্ষা কেন্দ্রগুলির অফিসিয়াল নোটিফিকেশন ভালো করে দেখে যাচাই করে নিশ্চিত হলে তবেই কোর্স গুলিতে ভর্তি হবেন।
3 thoughts on “বর্তমানে এই দশটি চাকরির কোর্স (top 10 job course) করতে পারলে চাকরি হাতের মুঠোয়!”