Teachers Recruitment Army public School : পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের পানাগড়ে আর্মি পাবলিক স্কুলে পিজিটি (PGT) , টিজিটি (TGT) পি আর টি ( PRT) শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন বিস্তারিত দেখে নেওয়া যাক।
সূচিপত্র
পদের নাম:
সহকারী শিক্ষক (PGT, TGT, PRT)
কোন কোন বিষয়ে নিয়োগ:
APS Panagarh স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ হতে চলেছে।
PGT: ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি পলিটিকাল সায়েন্স এবং কমার্স।
TGT: সাইন্স সংস্কৃত এবং স্পেশাল এডুকেটর।
PRT: সমস্ত বিষয়।
বয়স সীমা :
পহেলা এপ্রিল ২০২৫ অনুযায়ী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ফ্রেসার হিসাবে ৪০ বছর এবং যারা ইতিমধ্যে চাকরি করছেন তাদের জন্য বয়স হতে হবে 57 বছরের মধ্যে।
প্রয়োজনীয় যোগ্যতা:
আর্মি পাবলিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় যে যোগ্যতা গুলি অবশ্যই থাকতে হবে সেগুলি হল;
- অনলাইন স্কিন টেস্ট (OST) যেটি আর্মি পাবলিক স্কুল AWES দ্বারা আয়োজিত হয়েছিল ২৩ ও ২৪ নভেম্বর ২০২৪ সালে সেটি অবশ্যই পাস করে থাকতে হবে।
- যারা অনলাইন স্ক্রীন টেস্ট পরীক্ষায় একশোর মধ্যে ৫০ পেয়েছেন অর্থাৎ ৫০ শতাংশ নম্বর পেয়েছেন তারা এই পরীক্ষার জন্য যোগ্য।
- CTET কোয়ালিফাইট হতে হবে।
- ইংরেজি মাধ্যমে পড়াতে হবে।
- কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
হুগলি কোচিন শিপ ইয়ার্ডে চাকরির বিজ্ঞপ্তি এখনই আবেদন করুন
শিক্ষাগত যোগ্যতা:
PGT: সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে। পোস্ট গ্রেজুয়েশনে 50 শতাংশ নম্বর থাকতে হবে। সেই সঙ্গে বিএড ডিগ্রী থাকতে হবে।
TGT: সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। গ্রাজুয়েশনে ৫০% নম্বর থাকতে হবে এবং বিএড ডিগ্রী অবশ্যই থাকতে হবে। তাছাড়া পোস্ট গ্রেজুয়েশনে ৫০% নম্বর থাকলেও এই পরীক্ষায় বসা যাবে।
PRT: গ্রাজুয়েশন থাকতে হবে সঙ্গে দু বছরের ডিএলএড কোর্স করে থাকতে হবে এবং ডি এল এড কোর্সে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। যাদের ডিএলএড ডিগ্রী নেই। কেবল বিএড ডিগ্রী আছে, তারা চাকরিতে নিযুক্ত হওয়ার পর ছমাসের একটি ব্রিজ কোর্স করতে হবে।
TGT (Special Rducator): গ্রাজুয়েশন থাকতে হবে সঙ্গে বিএড থাকতে হবে। সঙ্গে এক বছরের ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন ডিগ্রী থাকতে হবে।
আবেদন ফি:
আর্মি পাবলিক স্কুলে চাকরির জন্য আবেদন ফ্রি হিসেবে 250 টাকা ডিমান্ড ড্রাফ্ট কাটাতে হবে।
আবেদন পদ্ধতি:
আর্মি পাবলিক স্কুলে নিয়োগের জন্য অনলাইন আবেদন করতে হবে আবেদনের জন্য এই ওয়েবসাইটে আসতে হবে সেটি হলো www.awesindia.com অথবা আর একটি ওয়েবসাইট হলো www.apspanagarh.com
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদনের শেষ তারিখ 23.01.2025
ইন্টারভিউ হতে পারে ফেব্রুয়ারি ২০২৫ সালের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে।
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | জয়েন করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |