প্রাইমারি স্কুল থেকে আপার প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে যোগদান করলে সার্ভিস continution পাওয়া যাবে? Teachers News

Teachers News: প্রাথমিক শিক্ষকরা তাদের যোগ্যতা ও পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে শিক্ষক হিসাবে উচ্চ-প্রাথমিক (upper primary school) স্তরে যোগদান করলে সেই শিক্ষক কি সার্ভিস কন্টিনিউশন পে প্রটেকশন, নো অবজেকশন সার্টিফিকেট প্রভৃতি বিষয়ে সুবিধা পাবেন? এই প্রশ্ন সমস্ত শিক্ষকদের! এই বিষয়ে পশ্চিমবঙ্গ শিক্ষাদপ্তর (wb education department) বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর অবস্থান কি তা জানতে চেয়ে হাইকোর্টে মামলা করল বহু শিক্ষক। হাইকোর্ট কি জানালো দেখে নিন।

কারা হাইকোর্টে মামলা করেছিল?

সম্প্রতি আপার প্রাইমারি নিয়োগ (upper primary Teacher Recruitment) প্রক্রিয়ায় বহু শিক্ষক প্রাইমারি থেকে আপার প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছেন কিন্তু এখনো জয়েন করেননি। কারন তাদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে এই বিষয়ে। একজন প্রাইমারি শিক্ষক দেবাশীষ বৈদ্য সহ আরো আঠারো জন শিক্ষক এই তথ্য পাওয়ার জন্য হাইকোর্টে মামলা করেছেন।

শিক্ষকদের দাবি:

মামলাকারী শিক্ষকদের দাবি তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই প্রাথমিক স্কুলে ১৮ বছর সার্ভিস পূর্ণ করেছেন। এক্ষেত্রে তারা যদি আপার প্রাইমারি স্কুলে (upper primary school) শিক্ষক হিসেবে জয়েন করেন। তাহলে কি তারা সার্ভিস কন্টিনিউশন পাবেন অর্থাৎ ১৮ বছর সার্ভিস প্লাস আবার প্রাইমারিতে যতদিন সার্ভিস করবেন সেটা সম্পূর্ণ যোগ হবে কিনা? নাকি আপার প্রাইমারিতে গেলে জয়েন করার জন্য যেদিন থেকে আপার প্রাইমারি স্কুলে (upper primary school) জয়েন করেছেন। সেই দিন থেকে তার সার্ভিস পিরিয়ড ধরা হবে। এ নিয়ে অনিশ্চয়তা তাদের মধ্যে রয়েছে।

বকেয়া ডি এর দাবিতে অবস্থান বিক্ষোভ এবার কি তাহলে ডিএ পাওয়া যাবে?

তাছাড়া পে প্রটেকশন, নো অবজেকশন সার্টিফিকেট, সিনিয়রটি, এই সমস্ত বিষয়ে শিক্ষাদপ্তর (education department ) কোনোরকম ক্লারিফিকেশন দেয় নি। ইতিমধ্যে আপার প্রাইমারি (upper primary) স্কুলে জয়েন করার তারিখ। ও পেরিয়ে গিয়েছে ওই সমস্ত শিক্ষকদের।

তাছাড়া আবেদনকারী শিক্ষকদের আরও দাবি তারা যাতে প্রাথমিক স্কুলের (primary Teacher Recruitment) অ্যাপয়েন্টিং অথোরিটির কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পান, সে বিষয়েও দাবি তোলা হয়েছে।

আদালত কি জানিয়েছে?

এই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে ওই সমস্ত শিক্ষকদের সার্ভিস কন্টিনিউশন, পে প্রটেকশন, নো অবজেকশন, সিনিয়ারিটি দেওয়া নিয়ে পশ্চিমবঙ্গ শিক্ষাদপ্তরের (education department) অবস্থান কি তা অবশ্যই মামলাকারীদের জানাতে হবে আগামী দুই সপ্তাহের মধ্যেই।

আগামী ৬ই জানুয়ারির ২০২৫ এর মধ্যে আবেদনকারীদের আপার প্রাইমারি স্কুলে (upper primary school) যোগদানের সময়সীমা বাড়ানোর কথা বলা হয়েছে। তাছাড়া হিয়ারিং করে এই বিষয়ে আগামী দু সপ্তাহের মধ্যে শিক্ষাদপ্তরকে (wb education department) ডিসিশন নিতে বলা হয়েছে।

শিক্ষাদপ্তর কি জানিয়েছে?

গত ১৬ই ডিসেম্বর ২০২৪ এ এই মামলা নিয়ে হাইকোর্ট অর্ডার দিয়েছেন এ বিষয়ে শিক্ষাদপ্তর ( wb education department) থেকে এখনো কোনো পদক্ষেপ করা হয়নি। রাজ্য সরকার বিষয়টিকে কিভাবে দেখছেন, তা আগামী দুই সপ্তাহের মধ্যে অবশ্যই জানা যাবে।

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন
আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

Leave a Comment

Exit mobile version