দূরত্বের ভিত্তিতে ট্রান্সফার (Teacher Transfer for Distance ground) পেলেন একজন শিক্ষক তবে এটি হাইকোর্টের অর্ডারের মাধ্যমে। উৎসশ্রী পোর্টালে (Utsashree Portal) বিভিন্ন কারণে শিক্ষকদের ট্রান্সফার পাওয়া যায় । তবে কেবলমাত্র দূরত্বের ভিত্তিতে ট্রান্সফারের সুযোগ খুব কম রয়েছে। তা সত্ত্বেও হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য এমনই নির্দেশ দিয়েছেন।
স্কুলের সংস্কৃত বিষয়ে কোন ছাত্রছাত্রী না থাকায় ওই শিক্ষককে ট্রান্সফারের নির্দেশ হাইকোর্টের
তন্ময় রায় বনাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও অন্যান্য দের একটি মামলায় এমনই গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন মাননীয় বিচারপতি । যার কেস নম্বর WPA 20588 of 2023 কিন্তু এই অর্ডার জারি করা হয়েছে 03.10.2024 তারিখে। কিভাবে কেবলমাত্র দূরত্বের ভিত্তিতে ট্রান্সফার পেলেন শিক্ষক তন্ময় রায় বিস্তারিত দেখে নেওয়া যাক।
শিক্ষক তন্ময় রায় কেবলমাত্র দূরত্বের ভিত্তিতে ট্রান্সফারের (Distance ground transfer) জন্য উৎসশ্রী পোর্টালে (Utsashree Portal) আবেদন করেন এবং তার আবেদন সংশ্লিষ্ট স্কুল ফরওয়ার্ড করেন ডিসট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল কে। তিনি আবেদন করেছিলেন 26 আগস্ট 2022. তখন কিন্তু উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) চালু ছিল এবং ট্রান্সফারের কাজ হচ্ছিল। 8 সেপ্টেম্বর 2022 ওই আবেদন ডিসটিক ইন্সপেক্টর অফ স্কুল এর কাছে পৌঁছালেও তিনি কোন পদক্ষেপ করেননি। এরপর 29 সেপ্টেম্বর ২০২২ উৎসশ্রী পোর্টাল সাসপেন্ড করা হয়।
ফলে ঐ শিক্ষক হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট সমস্ত বিষয়ে পর্যালোচনা করে আট সপ্তাহের মধ্যে ট্রান্সফারের নিয়ম অনুযায়ী ট্রান্সফার দেওয়ার নির্দেশ দেন। বিচারপতি এও বলেন পোর্টাল বন্ধ থাকার জন্য ট্রান্সফার প্রক্রিয়া বন্ধ রাখার কোন মানেই হয় না। কারণ যখন ওই শিক্ষক আবেদন করেছিলেন তখন পোর্টাল চালু ছিল এবং ট্রান্সফার প্রক্রিয়া চলছিল। বিচারপতি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল কে নির্দেশ দেন যে চার সপ্তাহের মধ্যে অফলাইনে আবেদন কমিশনের কাছে পাঠাতে হবে । স্কুল সার্ভিস কমিশন আর্ট সপ্তাহের মধ্যে নিয়ম অনুযায়ী ট্রান্সফারের ব্যবস্থা করবেন। এই মামলার আইনজীবী হিসেবে ছিলেন শুভ্র প্রকাশ লাহিড়ী এবং বিচারপতি ছিলেন মাননীয় সৌগত ভট্টাচার্য।