আর্মি পাবলিক স্কুলে শিক্ষক নিয়োগ :(Teacher Recruitment army public school)

পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের আর্মি পাবলিক স্কুলে শিক্ষক নিয়োগ Teacher Recruitment army public school) এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পুরোটা দেখে নিন!

পশ্চিমবঙ্গের দার্জিলিং এর শুকনা আর্মি পাবলিক স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ Teacher Recruitment army public school) হতে চলেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। শূন্যপদ ,শিক্ষাগত যোগ্যতা, ফি, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ও নোটিফিকেশন বিস্তারিত দেখে নেওয়া যায়।

আরো পড়ুন , বর্তমানে এই দশটি চাকরির কোর্স করতে পারলে চাকরি আপনার হাতের মুঠোয়

পদের নাম: Assistant Teacher (TGT, PGT, special Educator)

আবেদন ফি:

আর্মি পাবলিক স্কুলে শিক্ষক পদে আবেদনের জন্য 250 টাকা ডিমান্ড ড্রাফ্ট কাটাতে হবে। ডিমান্ড ড্রাফট কাটাবেন Army Public school Sukna Payable at Darjeeling.

বয়সসীমা:

বয়সের ঊর্ধ্বসীমা 40 বছরে বেশি হলে চলবে না।

শূন্য পদের বিবরণ:

  1. PGT (Painting): 1 টি ।

যোগ্যতা: ফাইন আর্টস এ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী সঙ্গে 50 % নম্বর ও বিএড থাকতে হবে।

বেতন: 31639 টাকা প্রতি মাসে

  1. TGT (Science) 1 টি।

যোগ্যতা : সাইন্স নিয়ে গ্রাজুয়েশন পাশ হতে হবে। বিষয়ে অবশ্যই থাকতে বোটানি জিওলজি কেমিস্ট্রি ফিজিক্স (যে কোন দুটি)।

বেতন: 31215 টাকা প্রতি মাসে।

  1. Special Educator: গ্রাজুয়েশন সঙ্গে স্পেশাল বি এড অথবা এক বছরে স্পেশাল বি এড ডিগ্রি।

বেতন: 30260 টাকা প্রতি মাস।

গুরুত্বপূর্ণ তারিখ:

অফলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 10.09.24 থেকে।

অফলাইন আবেদনের শেষ তারিখ 15.10.24

ইন্টারভিউ এর তারিখ ও সময়:

ইন্টারভিউ শুরু হবে সকাল ন’টা থেকে 22.10.24 তারিখে।

আবেদন প্রক্রিয়া :

আর্মি পাবলিক স্কুলে শিক্ষকতার পদে চাকরির জন্য আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে অফলাইনে আবেদনপত্র পাবেন এই ওয়েবসাইট থেকে www.awesindia.com

ইন্টারভিউ এর স্থান:

APS Sukna, PO.: Sukna District: Darjeeling, West Bengal, Pin : 734009.

Army public school Teacher Recruitment notification

Army public school official website

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment