টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দল কতবার জিতেছে?: T20 World Cup Wining List

ICC ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্রতম সংস্করণ হল টি-টোয়েন্টি (T20 World Cup)অর্থাৎ কুড়ি ওভারের খেলা। টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে আই সি সি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল( International Cricket
Council)টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়।

ফাইনালে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন( T20 World Cup Champion )হয়েছিল ভারত। তখন ভারতের অধিনায়ক ছিল মহেন্দ্র সিং ধোনি। আজকে আমরা আলোচনা করব ২০০৭ থেকে ২০২২ পর্যন্ত কোন দল কতবার t20 বিশ্বকাপ জিতেছে ;

প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ:(2007) আইসিসি প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকায়। এই বিশ্বকাপের ফাইনালে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ভারত প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। এই বিশ্বকাপে ভারত একবার মাত্র হেরেছিল তাও আবার নিউজিল্যান্ডের কাছে সুপার এইটের খেলায়। এই বিশ্বকাপে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছিলেন পাকিস্তানের সাঈদ আফ্রিদি (sahid Afridi).

দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ: (2009) আইসিসি দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ডে। দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। প্রথম টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০০৭ এ পাকিস্তান রানার্স হিসেবে তাদের খেলা শেষ করেছিল। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ছিল এই বিশ্বকাপে পাকিস্তান দুবার হেরেছিল। এই বিশ্বকাপের প্রথম খেলায় ইংল্যান্ডের কাছে পাকিস্তান হেরেছিল। এবং সুপার এইট এর খেলায় শ্রীলংকার কাছেই আট উইকেটে হেরেছিল । তারপরেও ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে সমর্থ হয়েছিল। শ্রীলঙ্কার তিলক রত্নে দিনশান এই বিশ্বকাপের ম্যান অফ দ্যা সিরিজ হয়েছিলেন ও সর্বাধিক রানের অধিকারী ও তিনি হয়েছিলেন।

তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ:( 2010) তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড বিজয়ী হয়েছিল। ফাইনালে অস্ট্রেলিয়া কে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল। মজার বিষয় হল এই বিশ্বকাপের শুরুর প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইংল্যান্ড পরাস্ত হয়েছিল কিন্তু পরবর্তীতে সমস্ত ম্যাচ ধাপে ধাপে জিতে বিশ্বকাপ জয়ী হয়েছিল কেবিন পিটারশন বিশ্বকাপে ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয়েছিলেন।

চতুর্থ টি টোয়েন্টি বিশ্বকাপ: (2012) চতুর্থ টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ আয়োজক দেশ শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল । ফাইনালে শ্রীলঙ্কাকে ৩৪ রানে হারিয়ে প্রথমবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজের নাম করেছিল ওয়েস্ট ইন্ডিজ। মজার বিষয় হল ওয়েস্ট ইন্ডিজ এই বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছিল তা সত্ত্বেও বিশ্বকাপ জিততে তাদের কোন সমস্যা হয়নি। এই বিশ্বকাপে ম্যান অফ দ্যা সিরিজ এবং সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ছিলেন শ্রীলংকার অজন্তা মেন্ডিস।

পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপ:( 2014) পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা ভারতকে হারিয়ে প্রথমবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। এই ম্যাচে ভারতকে ছয় উইকেট হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এই বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিল বিরাট কোহলি তিনি ম্যান অব দ্যা সিরিজ এবং সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন।

ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬: ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এই বছর ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। মজার বিষয় হলো এই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানের কাছে পরাস্ত হয়েছিলে। এর আগে ২০১২ সালেও ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিল। ফলে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেকর্ড করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই বিশ্বকাপে ম্যান অব দ্যা সিরিজ হয়েছিলেন ভারতের বিরাট কোহলি এবং সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন বাংলাদেশের তামিম ইকবাল।

সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২১): সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপে বারোটি দল অংশগ্রহণ করেছিল ।তার মধ্যে দুটি গ্রুপে ভাগ হয়েছিল । এই বিশ্বকাপে অস্ট্রেলিয়া ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। মিচেল মার্শ এই বিশ্বকাপে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছিলেন।

অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২২): অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দ্বিতীয়বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। প্রথম সেমিফাইনাল ম্যাচ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে হয়েছিল যেখানে পাকিস্তান প্রথম সেমিফাইনাল ম্যাচ জিতেছিল। ফলে পাকিস্তান সরাসরি ফাইনালে উঠে গিয়েছিল। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে হয়েছিল। সেই ম্যাচে ইংল্যান্ড ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল। ফাইনালে পাকিস্তান কে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল। যার ফলে ইংল্যান্ড দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দেশ হিসেবে পরিগণিত হয়েছিল।

নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২৪): নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে যৌথভাবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ এ। এই বিশ্বকাপে কুড়িটি টিম অংশগ্রহণ করেছে , প্রথমে লীগের ম্যাচ হয় তারপর সুপার ১২ খেলা হয় । পহেলা জুন 2024 থেকে এই বিশ্বকাপ শুরু হয়েছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চারটি গুরুত্বপূর্ণ গ্রুপ ছিল।

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র।

গ্রুপ বি: ইংল্যান্ড ,অস্ট্রেলিয়া ,নামিবিয়া, স্কটল্যান্ড ওমান।

গ্রুপ সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা,পাপুয়া নিউগিনি।

গ্রুপ ডি : দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ,নেপাল।

প্রথম বারের মতো ফাইনালে উঠেছিল সাউথ আফ্রিকা। অপর ফাইনালিস্ট ছিল ভারত। ফাইনালে দারুন খেলেছে সাউথ আফ্রিকা। কিন্ত শেষ 30 বলে 30 রান বাকি ছিল। হাতে ছিল 7 টি উইকেট। হেনরি ক্লাসেনকে আউট করে হার্দিক পান্ডিয়া ম্যাচে ফেরে ভারত। শেষ ওভারে 15 রান দরকার ছিল সাউথ আফ্রিকা। ব্যাট করছিলেন ডেভিড মিলার । লগ অন এর ওপর দিয়ে দারুন একটা ওভার বাউন্ডারী হাকান মিলার, কিন্ত বাউন্ডারীতে অসাধারণ ক্যাচ ধরেন সূর্য কুমার যাদব। ফলে ভারতের অধিনায়ক হিসাবে প্রথম টি টোয়েন্টি কাপ ওঠে রোহিত শর্মার হাতে। ভারত এই নিয়ে 2 বার t20 world cup জেতে।

কোন দেশ কতবার T20 world cup জিতেছে তা একনজরে দেখে নেওয়া যাক।

Yearwinner Runner player of the series
2007indiaPakistanSahid Afridi
2009Pakistan Srilanka Tilakratne Dilsan
2010England Australia Kevin pretensen
2012West Indies Srilanka Shane Watson
2014Srilanka India Virat Kohli
2016West IndiesEngland Virat Kohli
2021Australia Newzeland David Warner
2022England Pakistan Sam Curran
2024India South Africa Jaspit Bumrah
T20 World Cup Wining List

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

Leave a Comment

FacebookWhatsAppTelegramXCopy LinkShare
Exit mobile version