শিক্ষকদের ( Surplus Teacher Transfer) যেকোনো জায়গায় বদলি করতে আর কোন সমস্যা রইলো না স্কুল সার্ভিস কমিশনের। সারপ্লাস ট্রান্সফার নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। যার জেরে বিপাকে বহু শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।
স্কুল সার্ভিস কমিশনের একটি আইনে শিক্ষকদের যে কোন জায়গায় বদলি (surplus Teacher Transfer) করা যায় সেটি হল সারপ্লাস টিচার ট্রান্সফার। সেটি পরিবর্তিত হয়ে বর্তমানে 10 C টিচার ট্রান্সফার এ পরিণত হয়েছে। গত এক বছর আগে স্কুল সার্ভিস কমিশন শিক্ষকদের ট্রান্সফারের জন্য এই 10 C আইন বলবৎ করে শিক্ষকদের বিভিন্ন জায়গায় ট্রান্সফার করেছিলেন। আর এ নিয়ে শিক্ষকদের হয়ে মামলা করেছিলেন একটি শিক্ষক সংগঠন। সেই মামলায় আজ গুরুত্বপূর্ণ রায়দান করেন মাননীয় বিচারপতি জে কে মহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় করোলের ডিভিশন বেঞ্চ।
তিনজন শিক্ষকের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার গুরুত্বপূর্ণ অর্ডার হাইকোর্টের
মাধ্যমিক স্তরে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ট্রান্সফার নিয়ে মামলা হয়েছিল এক বছর আগে সুপ্রিম কোর্টে। আসলে শিক্ষকদের বদলি নিয়ে এসএসসির একটি আইনে আপত্তি ছিল শিক্ষকদের। সেই আইনে সংশোধন এনে শিক্ষকদের বদলির জন্য 10 C আইন কার্যকর করা হয় অর্থাৎ প্রশাসনিক বদলি কার্যকর করা হয়। 10 C আইন কার্যকর করে রাজ্য সরকার চাইলে শিক্ষকদের যেকোনো জায়গায় বদলি করতে পারে। আসলে বদলিটা হয় এসএসসির মাধ্যমে তবে এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার।
এই আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেন একটি শিক্ষক সংগঠন। কিন্তু শিক্ষক সংগঠনের সেই দাবিকে মান্যতা দিল না সুপ্রিমকোর্ট বরং জানিয়ে দিল এসএসসি চাইলে যে কোন শিক্ষককে যেকোনো স্কুলে বদলি করতে পারেন।
তবে শিক্ষকদের শাস্তি মূলক ট্রান্সফার সংক্রান্ত এই 10C আইন থেকে ছাড় পেতে পারেন কিছু শিক্ষক ও শিক্ষ কর্মীরা। যদি ঐ সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মী দৃষ্টিহীনতা বা অন্যান্য শারীরিক সমস্যা জনিত অসুবিধা থাকে অর্থাৎ মেডিকেল গ্রাউন্ড থাকে। তাহলে এই শাস্তি মূলক বদলি থেকে তারা অব্যাহতি পাবেন।